প্রকৃতি নিয়ে অনুভূতির কথা || Original Photography by @hafizullah

in আমার বাংলা ব্লগ27 days ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে প্রকৃতি যেভাবে সব কিছুতে পরিবর্তন করতে শুরু করেছে তাতে নতুন করে আরো একটা আতংক তৈরী হচ্ছে। চারপাশে বেশ জ্বরের রোগী দেখছি, বেশিরভাগ ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত। আমাদের অফিসের কয়েকজনের অবস্থা এমন, এছাড়াও পরিচিত অনেকের অবস্থাও একই রকম। সুতরাং বুঝতে পারছেন বিষয়টি কেমন আতংক ছড়াচ্ছে, এমনিতে টানা বৃষ্টিপাতে খুব একটা বাহিরে বের হওয়া যাচ্ছে না, তারপর আবার এমন ভয়!

প্রকৃতি হয়তো তার নিজস্ব নিয়মেই পরিবর্তন আনবে বা করবে কিন্তু তারপরও আমাদের চিরাচরিত কিছু স্বাভাবিক বিষয় আছে, যখন সেগুলোর ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায় তখন সত্যি অন্য রকম একটা ভয় মনের মাঝে কাজ করতে শুরু করে দেয়। এমনিতে এবার অনেকেই বলছেন অতিবৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটু বেশী আর সেটা যদি সত্যি হয় তাহলে হয়তো আরো একটা বন্যা আমাদের জন্য অপেক্ষা করছে। কখন জানি সংবাদ পেয়ে যাই যে সেই বন্যা হাসিমুখে আমাদের চারপাশ ঢেকে দিচ্ছে, না না না মজা করে বললেও সেটা আসলেই মজা নয়।

IMG_20250627_151609.jpg

পত্রিকা এবং ফেসুবকের মাধ্যমে জানতে পারলাম ফেনীর কয়েকটি জায়গায় নাকি পানি খেলাধুলা করতে শুরু করে দিয়েছে, এটা মোটেও ভালো লক্ষণ না। সুতরাং আমাদের একটু সতর্ক ও সচেতন থাকতে হবে। কারণ গত বছর নোয়াখালী কিংবা ফেনীর বন্যার বিষয়টি এখনো আমারা ভুলে যাইনি, সেটা যেমন অনাকাংখিত ছিলো ঠিক তেমনি আমরা অপ্রস্তুতও ছিলাম। সুতরাং এই বিষয়টি মাথায় রেখে এখন হতেই আমাদের সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করতে হবে। যদিও আমরা কখনোই সেটা সঠিকভাবে করতে পারি না।

IMG_20250627_151546.jpg

IMG_20250627_151549.jpg

যাইহোক, আজকে সুন্দর প্রকৃতির কিছু সুন্দর দৃশ্য শেয়ার করে নিচ্ছি, আশা করছি বৃষ্টিময় প্রকৃতি হারিয়ে পুনরায় এমন সুন্দর ও উজ্জ্বল প্রকৃতির পরিবেশ ফিরে আসবে এবং জনজীবনে একটা স্বস্তির প্রভাব স্পষ্ট হবে। সুন্দর প্রকৃতি কিংবা সুন্দর পরিবেশ আমাদের জীবনের গতি যেমন বাড়িয়ে দেয় ঠিক তেমনি আমাদের হৃদয়ের চঞ্চলতাও দারুণভাবে বৃদ্ধি করে দেয়। হয়তো এই জন্যই আমরা সুন্দর ও উজ্জ্বল প্রকৃতিকে একটু বেশী ভালোবাসি।

IMG_20250627_151534.jpg

কয়দিন আগে ধামরাই গিয়েছিলাম একটা পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যদিও গিয়েছিলাম ধামরাইয়ের একদম শেষ সীমানায় কিন্তু ফটোগ্রাফিগুলো ক্যাপচার করেছি টাঙ্গাইল এর একদম শুরুর সীমানা হতে, হি হি হি। দারুণ একটা বিষয় না? ছিলাম ধামরাই কিন্তু ফটোগ্রফি করেছিলাম টাঙ্গাইল এর সীমানা হতে। আসলে মাঝে একটা সড়ক ছিলো মাত্র যার এভাবে ধামরাই আর ওপারে টাঙ্গাইল। তাই সুযোগটা আর মিস করলাম না, হি হি হি।

তারিখঃ জুন ২৭, ২০২৫ইং।
লোকেশনঃ উয়ার্শী, টাঙ্গাইল।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.