নাটক রিভিউ: ধনী গরীবের লড়াই [পর্ব-৩১ তম]❤️

in আমার বাংলা ব্লগ2 days ago
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২১ এপ্রিল ২০২৫ ইংঃ রোজ সোমবার।

বাংলায় ০৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি।আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি ধনী গরিবের লড়াই নাটকের ৩১ তম পর্ব নিয়ে কথা বলবো।এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি প্রতিনিয়ত রিভিউ করার জন্য সিদ্ধান্ত নেয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবাই যেদিকে হাতে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে।ঈগল টিমের নাটক গুলা খুবই সামাজিক ও শিক্ষানীয়। আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

নাটকের পোস্টার

IMG_20250420_220811.jpg

IMG_20250420_220846.jpg

নাটকের প্রথমে দেখা যায় মোড়ল বাড়ির বড় মেয়ে সুলতানা তার ছোট আব্বা ও তার সকল ভাইদেরকে ডেকে বলতেছে এ কালকে কোর্ট আছে সেখানে সবাইকে যেতে হবে সেই প্রস্তুতি নাও। তখন সুলতানার ছোট আব্বা বলে আর কিছুদিন পর কোর্ট হলে হতো না। একথা শুনে মোড়লের বড় ছেলে বলে এটা তুমি কি বলছো। তখন রতন বলে আমি কোর্টে যেতে পারবো না। এরপরে আর একজন বলে ওঠে ছোট আব্বা তোমার রক্ত দেখি রতনের মতো ড্যাম হয়ে গেছে।এরপর মোড়লের বড় ছেলে বলে ওঠে আব্বার পরবর্তীতে তো ছোট অব্বায় মোড়ল হবে। এরপর সুলতানা বলে ছোট আব্বা তুমি এমন কিছু করো না যাতে আব্বা বাড়ি এসে তোমাকে শাস্তি দেই। এরপর মোড়লের ছোট ভাই বলে আমিও তো চাই ভাইজানের আর সুরুজকে মুক্ত করতে।এরপর মোড়লের ভাই বলে একমাত্র মাস্টারই পারে আমাদের এই মামলা থেকে উদ্ধার করতে। তখন সুলতানা বলে ছোট আব্বা তোমার মাথায় তো অনেক বুদ্ধি তুমি খুব সুন্দর একটা কথা বলেছো।

IMG_20250420_220906.jpg

এরপর দেখা যায় নায়ক ও তার বাবা বসে কথা বলছে যে তারা মামলায় জিততে পারবে কিনা এ বিষয় নিয়ে আলোচনা করছে। ঠিক সেই মুহূর্তে এই উকিল নায়কের ফোনে ফোন দেন। এরপর উকিল তাদের জানায় কাল বারোটার সময় যেন তাড়াতাড়ি কোর্টে পৌঁছে যাই। এরপর নায়ক বলে ঠিক আছে ম্যাডাম আমরা সময় মতন পৌছে যাব আমরা কি কোন মামলায় জিততে পারবো তখন উকিল বলে অবশ্যই আপনারা মামলায় জিতবেন।

IMG_20250420_220930.jpg

IMG_20250420_220950.jpg

এরপর দেখা যায় মাস্টার তার ঘরের দিকে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে রিমার ছোটমা মাস্টারকে ডাকে। এরপর রিমার ছোট মা বলে তোমার কাছে যে নিউজগুলো থাকবে তুমি অবশ্যই আমাকে জানাবে। এরপর মাস্টার বলে কাল কোর্টে মোড়ল সাহেবকে ছাড়িয়ে আনতে যাবে কিন্তু রতন ভাই রাজি না। তখন রিমার ছোট মা প্রশ্ন করে রতন কেন রাজি না। তখন মাস্টার বলে রতন রিমার ননদকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চাই। একথা শুনে রিমার ছোট মা অনেক খুশি হয় এবং বলে যাক আমাদের দল ভারী হচ্ছে। এরপর মাস্টারকে বলে তুমি যে তথ্যগুলো জানতে পারবে আমাকে অবশ্যই জানাবে তখন মাস্টার বলে ঠিক আছে। এরপর সেখানে কথা বলতে বলতে সুরুজের বাবা এসে হাজির হয়। এরপর তিনি মাস্টারকে বলে মাস্টার তুমি কাল কোর্টে যাবা এবং তুমি বলবা রিমার সাথে তোমার বিয়ের কোন কথাই হয়নি। তখন মাস্টার বলে আমি মিথ্যা বলতে পারব না মিথ্যা কথা আমার মুখ দিয়ে বের হয় না। এরপর বলে তুমি যদি না বলো তাহলে তোমার খবর আছে। এরপর যার যার মত সে সে ওখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সুলতানা ও মিনা দুজন মাস্টারকে খুজতেছে। তখন দেখা যায় মাস্টার নদীর ধারে বসে আছে।এরপর সুলতানা মাস্টারকে গিয়ে বলে কোর্টে যেতে হবে আপনাকে। তখন মাস্টার বলে আমি যেতে পারব না আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না। তখন মিনা বলে আপনি রাজি হয়ে যান মোড়ল সাহেব বাড়ি আসলে সুলতানা আপার সাথে আপনার বিয়ের কথা বলব। তখন মাস্টার বলে মিনা তুমি ফাজলামি করো না। এরপর মাস্টার সেখান থেকে চলে যায়।

IMG_20250420_221011.jpg

IMG_20250420_221030.jpg

এরপরে দেখা যায় নায়কের বাড়ির লোক ও মোড়ল বাড়ির লোকের সাথে মুখোমুখি দেখা হয়েছে কোর্টে যাওয়ার সময়। তাদের সেখানে অনেক কথাই হয়েছে এরপর তারা যার যার কাজে সে সে তাদের গন্তব্যস্থানে চলে যায়। এদিকে দেখা যায় রতন ও তার ছোটমা দাড়িয়ে কথা বলছে। রতনের ফটো মা বলে রতন তুই নাকি রিমার ননদকে পছন্দ করিস।তখন রতন বলে হ্যাঁ ছোট মা ঠিকই শুনেছো।তখন তার ছোটমা বলে বিয়ে করছিস না কেন তখন রতন বলে আজ বিয়ে করে আনবো কিন্তু ওদের বাড়ির লোক রাজি না এজন্য সোহানা রাজি হচ্ছে না। তখন তার ছোট মা বলে রাজি করে বিয়ে করে নিয়ে চলে আয় তাহলে আমাদের দল ভারী হবে। তখন রতন বলে ঠিক আছে এবং এ কথা বলতে বলতে সেখানে মোড়ল বাড়ির বড় বৌমা এসে হাজির হয়। এবং বড় বউমা জিজ্ঞাসা করে এখানে কি কথা হচ্ছে তখন রতনের ছোট মা বলে মোড়লকে ছাড়িয়া আনা আর বিষয়ে কথা হচ্ছে। তখন বড় বউমা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন না ছোটমা আমি শুনেছি আপনি কি বিষয়ে কথা বলছেন। তখন রতন বলে এদিকে আপনার কান দেওয়ার কোন প্রয়োজন নেই আমি দেখে নেব। এরপর সেখান থেকে চলে যায় রতন।

IMG_20250420_221108.jpg

IMG_20250420_221048.jpg

এরপর দেখা যায় সবাই কোর্টে গেছে মামলার রায় দেবে এজন্য। এরপর প্রথম রিমাকে ডাকা হয় কাঠগড়াতে। এরপর রিমা বিস্তারিত সব বলে। রিমার কথা শোনার পর এরপর মাস্টারকে কাঠগড়াতে ডাকা হয়। এরপর মাস্টার বলে যাহা বলিব সত্য বলিব সত্য বলিব মিথ্যা বলিব না। এরপর মাস্টারকে প্রশ্ন করা হয় আপনাকে কি রিমাকে বিয়ে করার কথা বলা হয়েছিল। তখন মাস্টার বলে জ্বি মোড়ল বাড়ির সবাই জোর করে রি মার সাথে আমার বিয়ে দিতে চেয়েছিল রিমা ও রাজি ছিল না বিয়ের জন্য। এরপরে মোড়ল বাড়ির উকিল বলে মাস্টারদা বলছে সব মিথ্যা বলছে। একজনের সাক্ষী তাইতো প্রমাণ হয়ে যায় না। আমাদেরকে আর কিছুদিন সময় দিন। এরপর জজ সাহেব বলেন সামনের কোটে শুনানি দেওয়া হবে আজ এ পর্যন্তই এখানে শেষ করা হচ্ছে।

IMG_20250420_221125.jpg

IMG_20250420_221143.jpg

IMG_20250420_221200.jpg
আবার এদিকে দেখা যায় রতন সোহানাদের বাড়ি গেছে গুন্ডা নিয়ে এবং সোহানাকে জোর করে তুলে নিয়ে আসছে রতন।এদিকে সোহানার মা কান্নাকাটি করছে মেয়ের জন্য। এরপর সোনাকে কাজী অফিসে নিয়ে যায় বিয়ে করার জন্য। কিন্তু সোহানা আর আসবে না কারণ তার বাড়ির লোক কেউ চায় না আসে এরকম কে বিয়ে করুক। তার বাড়ির লোকের বিরুদ্ধে এসে কখনো কাজ করতে চায় না সেজন্য সে কাজী অফিসে বলে আমি বিয়ে করতে পারব না। এরপর কাজী বলে এ বিয়ে আমি দিতে পারব না। এরপর সোনা কে কাজে অফিস থেকে নিয়ে চলে যায়। এরপর নাটকটি আগামী পর্বে দেখিয়ে দেই। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই পরবর্তী পর্ব আমি আপনাদের মাঝে এ উপস্থাপন করব আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।

পোস্টের ধরননাটক রিভিউ
নাটকের নামধনী গরিবের লড়াই পর্ব-৩১
পরিচালকসুলাইমান।
অভিনয়েইফতি,জান্নাতুল মাওয়া, রাফি ইসলাম সৌরভ, মায়া মিম, জাহাঙ্গীর কবির,সোহেলী ও আরও অনেকেই।
দৈর্ঘ২৬ মিনিট ১৫ সেকেন্ড
মুক্তির সময়১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ



এরপর নাটকটি শেষ হয়ে যায়.............


নাটক দেখার লিংক



নাটকটি আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু নাটকটি পর্বের নাটক সেহেতু যত পর্ব বাড়বে নাটকটি ততই আকর্ষণীয় হবে।নাটকটির রেটিং ০৮/১০ দিলাম।


পোস্টের বিষয়নাটক রিভিউ
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।



Logo.png

Banner.png

20250419_190754.jpg

20250419_190749.jpg

Sort:  
 20 hours ago 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ এই নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 18 hours ago 

জ্বি ভাই নাটকটি অনেক সুন্দর সময় পেলে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 hours ago 

খুবই সুন্দর হয়েছে আজকের আপনার এই নাটকের রিভিউ৷ আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটকের রিভিউ পড়ে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা বেশ অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে এই নাটকের রিভিউ শেয়ার করার মধ্যে দিয়ে আপনি আপনার নাটক রিভিউ যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তেমনি খুবই সুন্দর ভাবে নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনাকে আজকের এই পোস্টের মাধ্যমে শেয়ার করেছেন৷ যা পড়ে খুব ভালই লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে৷