বাংলা নাটক রিভিউ : আবদার

in আমার বাংলা ব্লগlast month

Screenshot_20250410_082430_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার বাংলা ব্লগ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই বেশ ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ করার জন্য উপস্থিত হয়েছি। বাংলা নাটক আবদার। চমৎকার এই নাটকটি আমি রিভিউ করার জন্য উপস্থিত হয়েছি। আশা করছি আপনারা সকলেই উপভোগ করবেন এবং আপনাদের বেশ ভালো লাগবে।

নাটকটি সম্পর্কে কিছু তথ্য
নাটকের নামআবদার
পরিচালনারুবেল
অভিনয়েমুশফিক আর ফারহান, ফারিন খান,
সময়৪৯ মিনিট
ভাষাবাংলা
চ্যানেলআর টিভি
কাহিনী সারসংক্ষেপ

Screenshot_20250410_082458_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

নাটকের শুরুতেই মুশফিক তার দুলাভাইয়ের বাসায় মাছ মুরগি এবং বাজার নিয়ে বেড়াতে যায়। তবে মুশফিক এর একটি দুষ্টু বেয়াইন রয়েছে। গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এক বালতি পানি মুশফিক এর গায়ে ঢেলে দিয়েছিল এবং মুশফিক তখন আর চোখে তার বেয়াইন এর দিকে তাকিয়ে ছিল। তাদের মাঝে সেখানে হালকা কথোপকথন হলো।

Screenshot_20250410_082511_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

এরপর যখন বাজার নিয়ে মুশফিক তার বোনের কাছে গেল তখন তার বিয়াইন জিজ্ঞেস করেছিল বেয়াই কিভাবে আপনার গায়ে পানি পড়ল? সবকিছু জেনেও তার বেয়াইন না জানার ভান ধরেছিল। অবশেষে মুশফিককে ফারিন চা দেওয়ার সময় মুশফিকের গায়ে চা ঢেলে দিয়েছিল এবং মুশফিক তখনও শান্ত মেজাজে ছিল।

Screenshot_20250410_082537_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

এর বেশ কয়েকদিন পর ফারিন মুশফিকদের বাসায় বেড়াতে গিয়েছিল। বেড়াতে গিয়ে প্রথমেই মুশফিক এর খোঁজ নিয়েছিল। বেলা দশটা বেজে গিয়েছিল কিন্তু তারপরে মুশফিক ঘুম থেকে উঠে নি। সে কারণে তার বিয়াইন মুশফিক এর কাছে গিয়েছিল এবং মুশফিকের গায়ে কিছুটা পানি ঢেলে দিয়েছিল। যদিও মুশফিক আর ফারহান মনে করেছিল এটা স্বপ্ন তবে পরবর্তীতে সে জানতে পারে বিষয়টি বাস্তব।

অনেক দুষ্টামির পর মুশফিক আর ফারহান ও তার বেয়াইনের আনন্দময় দিন শেষ হয়েছিল।

Screenshot_20250410_082555_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

কিন্তু মুশফিক আর ফারহান এর দুলাভাই ছিল অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ। সে তার শ্বশুরবাড়ি থেকে একটি বড় টিভি আবদার করেছিল। এমনিতেই ফারহানের দুলাভাই অনেক বেশি লোভী। আজকে এইটা কালকে ওইটা এমনকি টাকা পয়সার জন্য ফারহানের বোনকে নির্যাতন করতে।

অবশেষে ফারহানের দুলাভাই তার বোনের উপর চাপ দিয়েছিল এবং বাবার বাড়ি থেকে একটি বড় টিভি আবদার করেছিল। যদিও তাদের ড্রইংরুমে টিভি রয়েছে তবে তারপরেও বেডরুমের জন্য একটি টিভি আবদার করেছিল। অবশেষে ফারহান এর বাবা অনেক কষ্ট করে একটি টিভি কিনে দিয়েছিল এবং ফারহান তার দুলাভাইয়ের বাসায় পৌঁছে দিতে এসেছিল।

Screenshot_20250410_082639_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

টিভি দিতে এসে ফারহান ছাদে গিয়েছিল প্রকৃতি সুন্দর উপভোগ করার জন্য। এমন সময় সেখানে ফারিন গিয়ে উপস্থিত হয়েছিল। ফারিন ফারহানকে তার ভালোবাসার কথা বলে। এমন সময় ফারহান বিয়ের প্রস্তাব দিলে দুজনেই বিয়ের সম্মতিতে রাজি হয় এবং কাজী অফিসে গিয়ে বিয়ে করে।

বিয়ের পর ফারহান ফারহিনকে নিয়ে তাদের বাসায় চলে যায়। ফারহান বিয়ে করেছে বিষয়টি দেখে তার মা মাথা ঘুরে মাটিতে পড়ে যায়।

অবশেষে ফারহান ও ফারিন এর দুই পরিবার একই স্থানে বসে এবং যেহেতু তারা বিয়ে করেছে অনেক পালাক্রমে তাদের বিয়ে মেনে নেওয়া হয়।

Screenshot_20250410_082654_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

ফারহান অনেক চালাক প্রকৃতি ছিল। তাই সে তার খাটে পেরেক মারছিল। এমন সময় ফারহীন সেখানে উপস্থিত হয়েছিল এবং কেন সে পেরেক মারছে তা জানতে চেয়েছিল। ফারহান বলেছিল, তাদের খাটটি অনেক পুরনো হয়ে গিয়েছে। তাছাড়াও রুমে আরো অনেক জিনিসপত্র নাই। কথার ছলে ফারিন ফেঁসে গিয়েছিল এবং সে দ্রুত তার মোবাইল হাতে নিয়ে তার বাবার বাড়িতে ফোন করেছিল। খুব দ্রুত কালকের ভেতরেই খাট, ড্রেসিং টেবিল, আলমারি ও ফ্রিজ পাঠাতে বলে ফারহীন তার শ্বশুরবাড়িতে। অবশেষে তার পিতা-মাতা সবকিছু পাঠিয়ে দেয়।

এরপর ফারহান কানাডা যেতে চাই। এর জন্য ৮ লক্ষ টাকার প্রয়োজন। সে জমির দলিল খুঁজছিল বিক্রি করার জন্য। বিষয়টি তার স্ত্রী জানতে পারে এবং ৮ লক্ষ টাকার জন্য তার বাবার বাড়িতে ফোন দিয়েছিল।

অবশেষে এত জ্বালা সহ্য করতে না পেরে পুরো দুই পরিবার আবারো একই স্থানে বসেছিল এবং কথোপকথন চলছিল।

Screenshot_20250410_082747_YouTube.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট এর মাধ্যমে নেওয়া

যখন ফারিন এর ভাই অর্থাৎ ফারহানের দুলাভাই ক্ষিপ্ত হয়েছিল তাদের প্রতি তখন ফারহান সমস্ত ঘটনা খুলে বলেছিল। মাত্র এক মাসেই আপনারা এত বিরক্ত? তাহলে আমার দুলাভাই আমার বাবাকে এত বিরক্ত করেছে আমার বাবা তিন বছর যাবত কিভাবে সহ্য করছে?

ফারহান সবাইকে বুঝিয়ে দিয়েছিল ফারহান লোভী নয়। শুধুমাত্র তার দুলাভাইকে শিক্ষা দেওয়ার জন্য এমন নাটক করেছিল। অবশেষে সকলেই ফারহানের কথা বুঝতে পারে এবং নিজেরা নিজেদের ভুল বুঝতে পারে। অবশেষে ফারহানে দুলাভাই ফারহানের বাবার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করে এবং এখানে নাটকটি সকলের ভুল বুঝতে পারে এবং নাটকের সমাপ্ত ঘটে।

ব্যক্তিগত মতামত

আমাদের সমাজে এমন নানা মানুষ রয়েছে যারা বিয়ে করার পর বাপের বাড়িতে যৌতুকের জন্য আবদার করে। আসলে এমন নিচু প্রকৃতির মানুষ সমাজে অনেক রয়েছে। তবে নাটকটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। কারণ এটি একটি শিক্ষনীয় নাটক। চাইলে আপনারা নাটকটি দেখতে পারেন এবং বেশ ভাল শিক্ষা গ্রহণ করতে পারেন।

ব্যক্তিগত রেটিং

১০/১০

নাটকটির লিংক


abb.gif


Amarbanglablog Discord server link



ezgif.com-video-to-gif (6).gif

আমি

আমি মোহাম্মদ আকাশ সরদার। জাতীয়তা বাংলাদেশী। আমি ব্লগিং করতে অনেক বেশি ভালোবাসি। যদিও আর্ট আমার অনেক বেশি পছন্দ তবে আর্টওয়ার্ক কাজের জন্য আমার হাত একদম বাজে। ভ্রমণ এবং ফটোগ্রাফি আমার সব থেকে প্রিয় বিষয়। নতুন নতুন জায়গা ভ্রমণ এবং নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে বেশ ভালো লাগে। অসহায় মানুষদেরকে সাহায্য করতে পারলে মনের ভেতরে আনন্দ আসে। সততা এবং নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই এবং সকলের প্রিয় ব্যক্তি হয়ে এই সমাজে বসবাস করতে চাই।

kind regards

20221105_225033.jpg

@steem-for-future

Sort:  
 last month 

আজকে আপনি ফারহান ভাইয়ের আবদার নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। ফারহান ভাইয়ের এই নাটকটি এখন পর্যন্ত দেখা হয়নি। তবে রিভিউ টি পড়ে মনে হচ্ছে এই নাটকের কাহিনী অনেক সুন্দর। সময় করে অবশ্যই নাটকটি দেখে নেব ধন্যবাদ আপনাকে।