রাইড শেয়ারিং নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
রাইড শেয়ারিং নাটকের রিভিউ। |
---|
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | রাইড শেয়ারিং |
---|---|
পরিচালক | রাফাত মজুমদার রিংকু |
অভিনয় | ইয়াশ রোহান, তানজিম সায়রা তটিনি সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৭ এপ্রিল ২০২৪ |
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
আজকে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ আজকের নাটকের নাম দেখে বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যাবে এবং এখানে নায়ককে দেখানো হয়। সে ঘুম থেকে উঠে এবং তার বোনকে দেখানো হয়। তার বোন বলছিল যাতে করে তাকে তার ভাই কলেজে দিয়ে আসে। তবে নায়ক কোনোভাবেই তার বোনকে কলেজে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিল না৷
এর পরবর্তীতে সে তার নিজের মতো করে চলে যায়৷ নায়ক বাসা থেকে বের হয়ে পড়ে৷ যখন নায়ক বাসা থেকে বের হয়ে যায় তখন সে যখন তার বাইক নিয়ে যাচ্ছিল তখন তার বাইকের সমস্যা হয়ে যায়৷ তার বাইকের একটা সমস্যা ছিল এটি মাঝেমধ্যে বন্ধ হয়ে যেত৷ নায়ক তার বাইককের প্রতি যে ভালোবাসা ছিল সেটি খুব ভালোভাবে দেখাচ্ছিল৷
কারণ সে তার বাইককে এত বেশি ভালোবাসছিল যে তার প্রেমিকার মতো করে সে তাকে রেখেছিল৷ সে তাকে সবসময় যত্ন করত। সব সময়ই সে তার বাইকের প্রতি কোন ধরনের অমানবিক কাজ থেকে শুরু করে কোন কিছুই করতো না৷ সবসময় তার ভাইকে সে যত্ন করে রেখে দিত৷ এর পরবর্তীতে যখন তার বাইক এর সমস্যা হয় তখন সে বাইক সারাতে নিয়ে যাওয়ার পরবর্তীতে নায়িকাকে নিয়ে ঘুরতে বের হয়৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
যখন সে নায়িকাকে নিয়ে ঘুরতে বের হয় তখন এখানে নায়কের সাথে সে খুব ভালোভাবে সময় অতিবাহিত করতে থাকে৷ নায়ক তার সাথে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে৷ তবে নায়িকা কোন ভাবেই নায়কের এসকল কথাবার্তার প্রতি আগ্রহী ছিল না৷ কারণ নায়িকা চাচ্ছিল না যে নায়ক এভাবে বাইক চালিয়ে তার জীবনের একটা অংশ পার করে দিক৷ নায়িকা চাচ্ছিল সে যেন সে কোন একটা চাকরি করে এবং সে যদি কোন ভালো চাকরি করতে পারে তাহলে তাদের ভবিষ্যৎ অনেক ভালো হবে৷ ভবিষ্যতে তারা ভালো কিছু করতে পারবে৷
এরকম অনেক ধরনের কথা সে নায়ককে বলছিল৷ তবে নায়ক কোনোভাবে কোনো কথা শোনার জন্য প্রস্তুত ছিল না৷ সে নিজের মতো করে সবকিছু করছিল৷ সে বলছিল যে সে প্রথম ভালোবেসেছিল তার বাইককে৷ বাইকের মধ্য দিয়েই সে এতদিন পর্যন্ত অনেক ভালো কিছু করেছে এবং ভবিষ্যতেও সে ভালো কিছুই করতে থাকবে৷ এর পরবর্তীতে সেখানে নায়িকা আর কোন কিছু বলতে না পারে সে বলে যে নায়িকার বাবার সাথে দেখা করার জন্য৷
নায়ক যখন নায়কের বাবার সাথে দেখা করে তখন সেখানে দেখতে পায় যে নায়কের সাথে একদিন টাকা নিয়ে যার সাথে ঝামেলা হয়েছিল সেই ব্যক্তি নায়িকার বাবা ছিল৷ তিনি নায়ককে অনেক ধরনের কথা বলতে থাকেন এবং অনেক অপমান করেন৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
তিনি বলেন এরকম একটা ছেলের সাথে তিনি কোন ভাবেই তার মেয়েকে বিয়ে দিতে পারবেন না৷ কারণ তার কোন ভবিষ্যৎ নেই এবং তার ভবিষ্যতে কি হবে সে নিজেও জানে না৷ সে যদি ভবিষ্যতে ভালো কিছু করতে পারে তাহলে তো ভালোই৷ আর যদি সে ভালো কিছু করতে না পারে তাহলে তার মেয়েকে সে কিভাবে খাওয়াবে। অনেক ধরনের কথাই তিনি বলছিলেন৷ এরকম অনেক অপমানজনক কথা বলার পরে নায়ক সেখানে আর কোন কিছু সহ্য করতে পারে না।
তখন সে সেখান থেকে চলে যায়৷ এর পরবর্তীতে সেখানে তার মা তাকে বলতে থাকে যে এরকম ছোটখাটো কাজ করলে কোনভাবেই নায়ক তার পরিবারকে চালাতে পারবে না৷ তার ভবিষ্যৎ প্রজন্মকে বসে কোনভাবে সে চালাতে পারবে না৷ এর পরবর্তীতে নায়িকা সুপারিশ করে যাতে করে নায়ককে একটা ভালো জায়গায় চাকরি দিতে পারে৷ নায়ক পরের দিন সেখানে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল৷ তবে এর পরদিন যখন নায়ক আবারো তার বাইক নিয়ে বের হচ্ছিল এবং যখন সে তার আগের দিনের কাজের মতোই একইরকম ভাবে বের হয়ে যাচ্ছিল তখন নায়িকা তাকে বাধা দেয়৷
সে বলছিল যে সে যদি এরকম করে তাহলে কোন ভাবে সে ভালো কিছু করতে পারবেনা। তখন নায়ক একটি কথা বলে সে যদি ভালো কিছু করতে পারে তাহলে এতদিন যাবত যা করেছে এখনো সে তাই করবে৷ কোনভাবে সে তার সিদ্ধান্ত এবং জীবন কোন কিছু পরিবর্তন করতে পারবে না৷ তখন নায়িকা কিছুই বলে না। সে নায়কের সাথে সেখানে চলে যায়। এভাবে তাদের মিল হয় এবং নাটকটি শেষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত।
**খুবই সুন্দর একটি নায়ক ছিল এটি৷ প্রথম থেকে শেষ পর্যন্ত নাটকের মধ্যে খুব সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে৷ নাটকের মধ্যে যখন এত সুন্দর কিছু বিষয়কে শেয়ার করা হয় তা যেরকম অনেক বেশি সুন্দর ছিল৷ একই সাথে এখানে নাটকের মধ্যে যেভাবে এত সুন্দর কিছু বিষয় আমি দেখতে পাই তখন একেবারে মুগ্ধ হয়ে যাই৷ কারণ এই নাটকের মধ্যে যেভাবে এত ভালো কিছু বিষয়কে শেয়ার করা হয়েছে এবং একেবারে বাস্তবিক কিছু ঘটনাকেও এর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে তা সাধারণত খুব একটা বেশি দেখা যায় না৷
কারণ প্রথমে যখন নাটকটি শুরু হয় তখন এখানে দেখানো হয় যে নায়ক তার নিজের মতো করে জীবন যাপন করছিল। সে তার নিজের জীবনে ভালো কিছু করার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছিল৷ সে কোনভাবে কোন ধরনের চাকরি করতো না৷ সে নিজস্ব কাজ করেই চলতো৷ তবে এক্ষেত্রে যখন সে তার নিজস্ব কাজ, ছোটখাটো কিছু করতে চেয়েছিল এবং সে যখন তার এই অল্প আয়ের টাকা দিয়ে নিজেকে চালাচ্ছিল তখন তার পরিবার এবং তার যে ভালোবাসার মানুষ ছিল তারা কোনভাবে তাকে এই কাজটি করার ক্ষেত্রে আগ্রহ দিচ্ছিলেন না৷
কারণ এরকম কাজের কোন ভবিষ্যৎ নেই এরকম বিভিন্ন ধরনের কথাই তারা নায়ককে বলছিল৷ তবে নায়ক শেষ পর্যন্ত এটি বুঝিয়ে দিয়েছিল যে কোন কাজই ছোট নয়৷ সব ধরনের কাজ করার ক্ষেত্রে যদি অনেক বেশি পরিমাণে আত্মনিয়োগ এবং পরিশ্রম থাকে তাহলে সবাই ভালো কিছু করতে পারবে৷ সে এভাবেই সবকিছু করেছিল। শেষ পর্যন্ত নায়িকাও সবকিছু বুঝতে পারে। তখন সে নায়কের সাথে চলে যায়।
আসলে আমরা আমাদের বাস্তব জীবনে এমন অনেক ঘটনা দেখতে পাই৷ আমরা শুধুমাত্র মানুষের কথা থেকে বাঁচার জন্য অথবা ভালো কিছু করার জন্য মানুষের চাকরি করি৷ যেকোনো কাজ আমরা ছোট বড় পার্থক্য করি৷ তবে এরকম কোন কিছুই করাই আমাদের উচিত নয়। সব কাজই ঠিক৷ কোন কাজ বড় ছোট নয়৷ সব কাজের মধ্যেই আমরা টাকা আয় করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাজ করার মধ্যে কোন লজ্জা নেই, লজ্জা হচ্ছে অলসতায়।**
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৭/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR


ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | নাটক রিভিউ । |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1905099378785911172
https://x.com/Nevlu123/status/1905137768373903449
এই নাটকের কাহিনীটা অনেক বেশি সুন্দর ছিল । আমার কাছে তো নাটকটার রিভিউ পোস্ট পড়তে অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব। অনেক ধন্যবাদ আপনাকে, পুরো নাটকের রিভিউটা সুন্দর করে শেয়ার করে নেওয়ার জন্য।
https://x.com/Nevlu123/status/1905151414877532554
রাইড শেয়ারিং নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আমি যদিও তেমন একটা নাটক দেখি না তবে সময় পেলেই নাটক রিভিউ পড়ার চেষ্টা করি। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হলো যে এই নাটকের কাহিনী অনেক সুন্দর। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আসলেই তাই, কাজ করাতে কোন লজ্জা নেই, অলস থাকাতেই লজ্জা। কাজের মধ্যে কোন ভেদাভেদ হয় না। খুব সুন্দর একটা নাটক রিভিউ শেয়ার করলেন ভাইয়া। নাটকটা কখনো দেখা হয়নি। খুব সুন্দর ভাবে নাটকের গল্পটা উপস্থাপন করেছেন। এদের জুটিটা আমার খুবই পছন্দ। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর নাটক রিভিউ শেয়ার করার জন্য।
https://x.com/Nevlu123/status/1905176137585840419
https://x.com/Nevlu123/status/1905476060034326546
https://x.com/Nevlu123/status/1905477520692265015
https://x.com/Nevlu123/status/1905478454100828623
তানজিম সায়রা তটিনি এর নাটকগুলো বেশ চমৎকার হয়। যদিও নাটকটি দেখা হয়নি তবে নাটকের অভিনয় বেশ চমৎকার যেটা রিভিউ পড়ে বুঝলাম। ধন্যবাদ খুব সুন্দর একটি নাটকের রিভিউ প্রদান করার জন্য। ভালো থেকো সব সময় এই কামনা করি।