আহারে মন নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ3 days ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

আহারে মন নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামআহারে মন
পরিচালকইমরাউল রাফাত
অভিনয়ইয়াশ রোহান, তাসনিয়া ফারিন সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১১ জুলাই ২০২৪

Screenshot_20241102_143738_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_143746_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_143757_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম৷ প্রথমে খুব সুন্দরভাবে নাটকটি শুরু হয়ে যায়৷ এখানে একটি বিয়ের অনুষ্ঠান দেখানো হয়৷ এখানে এই অনুষ্ঠানের মধ্যে নায়ক চারপাশে ঘোরাঘুরি করছিল৷ ছোটখাটো কাজ কর্ম গুলো করছিল৷ এর পরবর্তীতে সেখানে বিভিন্ন ধরনের মেহমান আসতে থাকে৷ সেখানে যখন সবাই আসছিল তখন সেখানে নায়ক এবং অন্যান্য যে সকল লোকজনরা ছিল তারা সবাই তাদেরকে আপ্যায়ন করে নিয়েছিল৷ তাদেরকে সেখানে বসার জন্য বলছিল৷ এর পরবর্তীতে সেখানে নায়িকা চলে আসে৷ নায়িকাকে দেখার পরে সকলে অনেকটাই খুশি হয়ে যায়৷ সকলেই তাকে অনেক উষ্ণ অভ্যর্থনা জানাতে থাকে৷ এর পরবর্তীতে সেখানে নায়ক তাকে দেখতে পায়৷ নায়ক তাকে দেখে অনেকটাই মুগ্ধ হয়ে যায়৷ কারণ নায়িকা এত সুন্দর ভাবে সেখানে এসেছিল যে তার দিকে তাকিয়ে থাকা ছাড়া নায়ক যেন আর কোন কিছুই খুঁজে পাচ্ছিল না৷

Screenshot_20241102_143838_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_143907_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_143930_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে ধীরে ধীরে নায়কের সাথে নায়িকার সম্পর্ক অনেকটাই ভালো হতে থাকে৷ সেখানে নায়িকার সাথে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো৷ নায়িকাও নায়কের সাথে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে৷ এর পরবর্তীতে সেখানে একটি সুন্দর ঘটনা ঘটে৷ যার ফলে তাদের সম্পর্কে আরো অনেকটা গভীর হয়ে যায়৷ তারা দুজনে যখন বাজারে গিয়েছিল এবং সেখান থেকে কিছু শপিং করছিল তখন সেখানে নায়ক তার সাথে গিয়েছিল৷ যার ফলে সেখানে নায়কের পছন্দ অনুযায়ী সে কিছু কিনেছিল৷ একই সাথে সেখানে যখন সবকিছু কিনে নিল এবং নায়কের সাথে তার কথাবার্তা আরো ভালোভাবে এখানে হতে থাকে, তখন এখানে তাদের এই সম্পর্ক অনেকটাই ভালোভাবে তারা গুছিয়ে নিয়েছিল৷ এখানে নায়িকা গাড়িতে করে যাওয়ার কোন মত ছিল না৷ যার ফলে সেখানে নায়িকা নায়ক এর বাইকে করে যায়৷ ফলে তাদের এই সম্পর্কে আরো অনেক ভালোভাবে গভীর হতে থাকে৷

Screenshot_20241102_143938_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_144013_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_144025_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে সেখানে অনুষ্ঠান শেষ হওয়ার পরে নায়িকা আবারো শহরে চলে আসে৷ নায়ককে তার ঠিকানা এবং নাম্বার দিয়ে যায়৷ নায়ক পরবর্তীতে একদিন নায়িকার সাথে দেখা করার জন্য শহরে চলে যায়৷ সেখানে শহরের পরিবেশ দেখে নায়ক অনেকটাই হতাশ হয়ে যায়৷ কারন নায়িকা সেখানে যেভাবে ছিল, তবে শহরে এসে সে একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছে৷ তার যে সকল বন্ধু-বান্ধব ছিল তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা নায়কের চোখে পড়েছিল৷ নায়ক যখন নায়িকাকে বলে সে যেন এদের কাছ থেকে দূরে থাকে৷ নায়ক তার ভালোবাসার কথাও প্রকাশ করেছিল৷ তখন সেখানে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যায়৷ এর পরবর্তীতে নায়িকা তাকে সেখান থেকে চলে যেতে বলে৷ তবে শেষ পর্যন্ত নায়কের এই ভালোবাসা নায়ক নায়িকাকে বোঝাতে সক্ষম হয়৷ নায়িকাও এই ভালোবাসা যখন বুঝতে পারে৷ তখনই নায়ক এবং নায়িকার মধ্যে মিল হয়ে যায়৷ নায়কের এই ভালোবাসা বুঝাতে নায়িকার অনেকটাই কষ্ট হয়েছিল৷ কারণ নায়িকা কোন ভাবেই নায়লকে ভালবাসতে চায়নি৷ তবে তার ভালোবাসায় সে আগে থেকেই ছিল সেটি এতদিন সে বুঝতে পারেনি৷

আমার ব্যক্তিগত মতামত।

খুবই সুন্দর একটি নাটক ছিল এটি। এখানে নাটকের নাম দেখেই আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যে নাটকটি কেমন হবে৷ প্রথমে নাটকটি শুরু হয়৷ এখানে নায়ক এবং নায়িকার হঠাৎ করে দেখা হয়ে যায়৷ সেখানে তাদের এই হঠাৎ দেখাতেই যেন তাদের ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়ে যায়৷ প্রথম দেখাতেই যে ভালোবাসার মুহূর্ত থাকে সেটি একেবারে অসাধারণ একটি মুহূর্ত ছিল। এখানে যখন তারা তাদের এই ভালোবাসার মুহূর্ত শেয়ার করে এবং ধীরে ধীরে যখন তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে থাকে এবং কথাবার্তা বলতে থাকে তখন তাদের সম্পর্কে আরো অনেকটা গভীর হয়ে যায়৷ ধীরে ধীরে তাদের এই সম্পর্কে এতটাই গভীর হয়ে যায়৷ নায়িকা যখন এখানে শহরে চলে গিয়েছিল তখন সেখানে নায়কও চলে যায়৷ সেখানে যখন নায়ক যায় তখন সেখানে নায়কের সাথে নায়িকার দেখা হয় এবং নায়ক সেখানে তার ভালোবাসার কথা প্রকাশ করে৷ এর পরবর্তীতে সে যখন তার ভালোবাসার কথা প্রকাশ করে তখন সে খুব ভালোভাবে সেখানে প্রকাশ করতে থাকে৷ ধীরে ধীরে তাদের এই সম্পর্ক অনেক ভালোভাবে এগিয়ে যেতে থাকে৷ তাদের দুজনের মিল হওয়ার পরে সেই মুহূর্ত একেবারে অসাধারণ ছিল৷ আমাদের বাস্তব জীবনেও আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই৷ এক দেখাতেই আমাদের অনেককেই ভালো লেগে যায়৷ তবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সাথে আমাদের আর কখনোই যোগাযোগ হয় না৷ আবার কখনোই তাদের আমরা দেখাও পাই না।

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৭/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Wow, @nevlu123! What a fantastic review of "Aha Re Mon"! Your detailed breakdown, complete with vivid screenshots, really brings the drama to life! I especially appreciate how you highlighted the subtle nuances of the characters' relationships and the beautiful cinematography.

It's clear you put a lot of heart into this review, and your personal rating of 9.7/10 speaks volumes! For those who haven't seen it yet, the YouTube link is a great way to dive into this captivating drama.

Keep up the amazing work, @nevlu123! I'm sure this post will inspire many others to check out "Aha Re Mon" and share their thoughts too. What was your favorite part of the drama? Let's discuss!

 3 days ago 

👎👎👎👎

 3 days ago 

দারুন একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন ভাই। আমারও ভালো লাগে নাটক দেখতে। সময় পেলে এই নাটক দেখব আমিও। ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

ভালোবাসা অবিরাম ভাই।

 3 days ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আমার কাছে ইয়াশ রোহানের অভিনয়ের ভীষণ ভালো লাগে।তবে নাটকটি এখনো দেখা হয়নি আমার।চিন্তা করছি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 3 days ago 

আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।

 3 days ago 

নাটক দেখতে ভালই লাগে। তবে সময়ের অভাবে অনেক সময় দেখা হয় না। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। এই নাটকটি আমার দেখা হয়নি। তবে রিভিউ পড়ে আমার কাছে নাটকটি বেশ ভালোই দেখেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।

 3 days ago 

এই নাটকটার শর্ট ভিডিও দেখেছিলাম কিন্তু নাটকটা এখনো পর্যন্ত দেখা হয়নি। তবে আমার কাছে নাটকটা অনেক সুন্দর লেগেছিল। আজকে আপনি নাটকের রিভিউটা শেয়ার করেছেন দেখে ভালো লেগেছে। এরকম নাটক গুলো দেখতে আমি অনেক ভালোবাসি। মাঝেমধ্যেই নাটক দেখা হয় আমার। তবে ব্যস্ততার জন্য সব সময় দেখা হয় না।