কাঁটা নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ6 days ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কাঁটা নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামকাঁটা
পরিচালকরিয়াদ মাহমুদ
অভিনয়সারাফ আহমেদ জীবন, সুশমা সরকার সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ২৭ নভেম্বর ২০২৪

Screenshot_20250410_170320_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_170403_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_170412_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

আজকে আমি আপনাদের মাঝে একেবারে অসাধারণ একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ আশা করি আজকের যে নাটকের রিভিউ আমি শেয়ার করব সেটি অনেক পছন্দ হবে৷ নাটকের নাম দেখেই আপনারা কিছুটা বুঝতে পেরে গিয়েছেন যে নাটকটি কেমন হতে চলেছে৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যায়৷ এখানে প্রথমে যে ব্যক্তিকে দেখানো হয় সে এখানে মূল চরিত্র ছিল৷ সে এখানে একটি অফিসে চাকরি করত। সে যে কোন কাজ করার জন্যই সুদ অথবা ঘুষের প্রতি আসক্ত ছিল৷ সে যদি টাকা না পেত তাহলে কোন কাজ সে ঠিকভাবে করত না৷

যে কোন কাজ করার জন্য সে টাকা নিয়ে নিত। এরকম অনেক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে কাজ করে দিয়েছে৷ তবে যারা টাকা দিতে স্বাবলম্বী ছিল না, তাদের কাজ সে ব্যক্তি করত না৷ একই সাথে সে অনেক কৃপণ ছিল৷ সে তার যে ছোট ভাই রয়েছে তাকে কোন ধরনের টাকা দিত না৷ ছোট ভাই যখন তার ভাবির কাছ থেকে টাকা নিয়ে কোন আনন্দ ফুর্তি করতো তখন সেখানেও সে বাধা সৃষ্টি করত। সে সবসময়ই এসব বিষয়ে অনেক কঠোর ছিল। একই সাথে তার যে ছোট বোন ছিল সে সব সময় মোবাইল দেখত। ভিডিও তৈরি করত। যার ফলে সে আরো অনেকটাই রাগান্বিত থাকতো।

Screenshot_20250410_170440_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_170449_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_170517_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এর পরবর্তীতে তার কাছে একজন বৃদ্ধ ব্যক্তি আসে৷ সে সব সময় তার কাছে আসত৷ তাকে কাজ করার জন্য বলত৷ তবে কোনভাবে সে কাজ করত না৷ সেই বৃদ্ধ ব্যক্তিকে সে অনেক কষ্ট দিত৷ প্রতিদিন বৃদ্ধ ব্যক্তি অফিসে আসত। তিনি তার কাজ করানোর জন্য তাকে বললেও সে কোন ধরনের কাজ করে দিতো না৷ সে বিভিন্ন আঙ্গিকে তাকে সুদ, ঘুষের কথা বলতো। তবে কোনভাবেই সে বৃদ্ধ ব্যক্তি এগুলো বুঝতো না এবং তিনি প্রতিনিয়তই তার কাছে আসতো৷

তবে কোনভাবেই ওই বৃদ্ধ ব্যক্তির কাজ সে করে দিত না৷ তাই সে বৃদ্ধ ব্যক্তি প্রতিদিন তার কাছে এসে এতবার বলার পরেও সে কাজটি করত না৷ যার ফলে বৃদ্ধ ব্যক্তি প্রতিদিনই সেখানে আসত৷ সেখান থেকে ফিরে চলে যেত৷ সে যখন বাজারে যেত তখন সেখানে সে এই বাজারের যে বড় বড় মাছ এবং মাংস রয়েছে এসব কিছুই সে নিয়ে নিত৷ তার কাছে এত বেশি পরিমাণে টাকা ছিল যে তার বড় অফিসের কর্মকর্তারাও তার মত করে জীবন চালাতে পারতো না৷

একদিন যখন তার বড় একজন অফিসারের সাথে দেখা হয়ে যায় তখন তার সাথে সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ এর পরবর্তীতে সেখান থেকে চলে যাওয়ার পরে সবাই বলে যে এত টাকা সে কোথায় পায়৷ তখন তার সবকিছুই তিনি বলেন৷ এরপর যখন সে খাবার খায় তখন তার গলার মধ্যে একটি কাটা আটকে যায়৷ সেই কাটা যেন কোনোভাবে বের হতে চাচ্ছিল না৷ সেই কাটা অনেক ভালোভাবে সেখানে গেঁথে গিয়েছিল।

Screenshot_20250410_170529_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_170612_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20250410_170622_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

সেই কাটা তার গলায় এত ভালোভাবে গেঁথে গিয়েছিল যে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করার পরেও সেই কাটা যেন কোনভাবেই নিচে নামছিল না৷ সে ভাবছিল যে সে কি করবে৷ সে কথা বলতেও পারছিল না৷ সে অফিসেও যায়নি৷ সেই বৃদ্ধ ব্যক্তি অফিসে এসে তার খোঁজ করে যখন তাকে পায়নি তখন সে বৃদ্ধ ব্যক্তি বাসায় চলে আসে৷ বাসায় আসার পরে যখন ওই ব্যক্তি দেখতে পাই যে বৃদ্ধ ব্যক্তি এখানে চলে এসেছে এবং বৃদ্ধ ব্যক্তি আজকে টাকা নিয়ে এসেছে , সেই টাকা আজকে সে ঘুষ হিসেবে দিবে৷

তার কাজটি করিয়ে নিবে৷ তখনই নাটকের আসল চরিত্রের যে ব্যক্তি রয়েছে সে বুঝতে পারে যে সে এতদিন যা কিছু করেছে সব কিছুর কারণেই তাকে আজকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়েছে৷ তার কাছে এত টাকা পয়সা থাকার পরেও সে এখন কোন ভাবে এই কাঁটা তার গলা থেকে নামাতে পারছে না৷ ফলে সে কথাও বলতে পারছিল না৷ এরপর বৃদ্ধ ব্যক্তিকে তার টাকা ফিরিয়ে দেয় এবং তার কাজটি করে দেয়৷ তার কাছে অনেক মাফ চাইতে থাকে এবং বৃদ্ধ ব্যক্তি তাকে সবকিছু বলতে থাকে৷

তিনি তাকে ন্যায়ের পথে থাকতে বলেন এবং ন্যায়ের পথে থাকলে সব সময় সে ভালো কিছু করতে পারবে এরকম অনেক ধরনের কথা বলতে বলতে যখন তারা সকল কথাগুলো তিনি নাটকের মূল চরিত্রের ব্যক্তিকে বলছিলেন তখন সবাই সেখান থেকে বের হয়ে গেলেন৷ ওই বৃদ্ধ ব্যক্তি সহ ওই ব্যক্তি একসাথে হাঁটতে হাঁটতে অনেক ধরনের কথা বলেন এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

**প্রথমে যখন নাটকের নাম দেখতে পাই তখন ভেবেছিলাম যে নাটকটি এরকম হবে৷ নাটকটি ঠিক সেরকমই হয়েছে৷ প্রথমে যখন ওই ব্যক্তি সবসময়ই ঘুষের প্রতি অনেক আগ্রহী ছিল এবং ঘুষ ছাড়া সে কোন ধরনের কাজ করত না তখন অনেক মানুষ তাকে ঘুষ দিয়ে কাজ করাতো। আবার অনেকেই ঘুষ দেওয়ার ক্ষেত্রে আগ্রহী ছিল না৷ আবার অনেকের সামর্থ্যও ছিল না৷ ঠিক সেরকমই একজন ব্যক্তি ছিল৷ ওই বৃদ্ধ ব্যক্তির কোন ধরনের সামর্থ্য ছিল না যে ঘুষ দিয়ে কাজ করাবে৷

তাই তিনি সবসময় তার কাছে আসতেন কাজ করানোর জন্য৷ তবে ওই ব্যক্তি কোন ভাবেই ওই বৃদ্ধ ব্যক্তির কাজ করে দিত না৷ ফলে ওই বৃদ্ধ ব্যক্তির প্রতিদিন সেখানে আসতে হতো৷ সেখানে প্রতিদিন দুঃখ পেয়ে চলে যেতেন। এভাবেই অনেকদিন তিনি আসা-যাওয়া করতে থাকেন। তার অনেক কষ্ট হতে থাকে৷ এর পরবর্তীতে যখন ওই ব্যক্তি একদিন বাসায় খাবার খাচ্ছিল তখন সেখানে তার গলার মধ্যে কাঁটা আটকে যায়৷

সে ভাবছিল যে সে আর বাজবেই না৷ এরপর যখন ওই ব্যক্তি তার বাসায় টাকাগুলো নিয়ে আসে তখন সে তার ভুল বুঝতে পারে। বৃদ্ধ ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয়৷ আসলে আমরা আমাদের বাস্তব জীবনে এমন অনেক ঘটনা দেখতে পাই যারা সব সময় এরকম অনৈতিক পন্থা অবলম্বন করে টাকা আয় করে থাকে৷ কোন না কোন জায়গায় ধাক্কা না খাওয়া পর্যন্ত তারা ভালো হয় না৷ যখনই তারা ধাক্কা খায় তখনই তারা তাদের ভুল বুঝতে পারে চ্চতবে অনেক ক্ষেত্রেই সে ভুল বুঝার পরে আর কোন কিছুই করার থাকেনা।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৭/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

https://www.youtube.com/live/pZ7Y4QTojd8?si=s51Fh3FUO5Y8PZ5q

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

ধন্যবাদ

 6 days ago 

আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব। রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

অনেক ধন্যবাদ।।

 6 days ago 

এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। ভালো লাগলো এই রিভিউ টা।

 6 days ago 

অনেক, ধন্যবাদ

 6 days ago 

ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও নাটকটি দেখা হয়নি তবে আপনার পোস্টে পুরো নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ভাবছি সময় করে পুরো নাটকটি দেখে নিবো।ধন্যবাদ ভাইয়া পোস্টটি শেয়ার করার জন্য।

 6 days ago 

অনেক ধন্যবাদ।।।