লাভিং ফ্রেন্ড নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
লাভিং ফ্রেন্ড নাটকের রিভিউ। |
---|
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | লাভিং ফ্রেন্ড |
---|---|
পরিচালক | রুবেল হোসেন |
অভিনয় | খায়রুল বাশার, তানজিম সায়রা তটিনি সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ২৬ জুন ২০২৪ |
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
আজকে আমি আপনাদের মাঝে খুব সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে আসলাম৷ নাটকের নাম দেখে কিছুটা বুঝতে পেরেছেন নাটকটি কেমন হবে৷ প্রথমে নাটকটি শুরু হয়ে যায়৷ এখানে নায়ককে দেখানো হয়৷ সে অনেক ভালো একজন মানুষ ছিল৷ তার পরিবারের সবাই অনেক ভালো ছিল৷ তবে সে তার এক আত্মীয়ের কাছে গিয়েছিল এবং সেখানে সে থাকতো৷ তারা সবাই বিদেশে থাকতো৷ বিদেশের যে সুন্দর পরিবেশ এবং যা কিছু ছিল সব কিছুই তারা উপভোগ করত।নায়ক সেখানে গিয়েছিল যাতে করে সেখানে সে থাকতে পারে৷ সেখানে ছোটখাটো কিছু কাজ করতে পারে৷ তাই সেখানে সে সব সময় অনেক আদর যত্ন থাকত৷ সব সময় সে ছোটখাটো কাজগুলো করত।
তার আত্মীয়ের যে রেস্টুরেন্ট ছিল সেখানে সে থাকতো৷ সেই রেস্টুরেন্টের মধ্যে সে কাজ করত৷ যদি সেখানে অনেক বেশি মানুষ হয়ে যেত অথবা সেখানে যদি কাজের একটু বেশি প্রয়োজন হতো তাহলে নায়ক সেখানে অনেক সময় দিত৷ সেখানে সবকিছু সামাল দিয়ে রাখত৷ এভাবে তার জীবন চলছিল৷ এর পরবর্তীতে একদিন সে একটি নাম্বারে কল করে এবং সেখানে সেই নাম্বারে কল করার পরবর্তীতে সেখানে একটি সুমধুর কন্ঠ শুনতে পায়৷ সেই নাম্বারে সে সব সময় কথা বলতে থাকে এবং সেই কন্ঠের প্রেমে নায়ক পড়ে যায়৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এর পরবর্তীতে নায়ক সবসময় যখনই অবসর সময় পেতো তখনই তার সাথে কথা বলত। তার যে সুন্দর কণ্ঠস্বর ছিল সেটি নায়কের অনেক বেশি পছন্দ হয়ে যায়৷ সে একটু সেই কণ্ঠস্বর শোনার জন্য সব সময় অধীর আগ্রহে বসে থাকত। ধীরে ধীরে তাদের সম্পর্ক অনেক বেশি গভীর হতে থাকে৷ নায়িকা এবং নায়কের কথাবার্তা অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে। এভাবেই তাদের মধ্যে অনেকটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায়৷ তাই নায়ক জিজ্ঞাসা করতে করে যে সে কোথায় থাকে৷ তখন তাকে তার বাসার এড্রেস দেয়৷ নায়ক বলে যে সে এখান থেকে অনেক দূরে ভ্রমণ করে নায়িকার সাথে দেখা করে আসবে৷
নায়িকার ভয়েস যেরকম সুন্দর তার চেহারা অনেক সুন্দর হবে৷ এর পরবর্তীতে সে বাসা থেকে বের হয়ে যায়৷ নায়িকার সাথে দেখা করার জন্য চলে যায়৷ যখন সে সেখানে যায় তখন নায়িকাকে দেখে নায়কের একটু মন খারাপ হয়ে যায়৷ কারণ নায়িকা দেখতে একটু কালো ছিল৷ যার ফলে নায়ক সেখানে একটু মন খারাপ করে ফেলে৷ এর পরবর্তীতে সেখানে নায়িকার সাথে সে ঘুরাঘুরি করতে থাকে৷ বিভিন্ন জায়গায় নায়িকা তাকে ঘোরানোর জন্য নিয়ে যায় এবং এভাবেই তাদের সারাদিন কেটে যায়৷
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।
এর পরবর্তীতে নায়ক তার সাথে কথা বলা কমিয়ে দেয়৷ ধীরে ধীরে তাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে থাকে। যখনই নায়ক সময় পেতো আগে যেরকম নায়িকার সাথে কথা বলার জন্য সে পাগল হয়ে থাকত। এখন আর কোন ভাবেই সে নায়িকার সাথে কথা বলার জন্য পাগল হয় না ৷ সে তার নিজের মতো করে চলছিল৷ নায়িকাও বুঝতে পেরেছিল যে সে আসলে তাকে পছন্দ করেনি। নায়িকা তার পরিবারকে এই কথাটি বলে৷
যখন তার পরিবার এই কথাটি শুনে তখন তারা বলে যে যেহেতু নায়কের তাকে পছন্দ হয়নি তাই নায়কের সাথে নায়িকার যেন কোন ধরনের সম্পর্ক টিকে না থাকে৷ এরকম অনেক ধরনের কথাই সবাই বলছিলেন৷ এর পরবর্তীতে সেখানে নায়িকার সাথে নায়কের সম্পর্ক ধীরে অনেকটাই শেষ হয়ে যেতে থাকে। এর পরবর্তীতে তাদের যে সম্পর্ক ছিল সেটি একেবারেই শেষ হয়ে যায়৷
ধীরে ধীরে তাদের মধ্যে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়৷ একটি সময় পর তাদের দেখা হয়৷ সেখানে নায়ক অনেক বৃদ্ধ ছিল এবং নায়িকাও বৃদ্ধ ছিল৷ তারা দুজন দুই দিকে ছিল৷ কোনোভাবেই তারা একে অপরকে চিনত না৷ তখন নায়িকা তার পরিচয় দেওয়ার পরে সে চিনতে পারে৷ নায়ক তার অতীতের কথাগুলো মনে করতে থাকে৷ এভাবেই তাদের দুজনের আবার দেখা হয়৷ এভাবে নাটকটি শেষ হয়ে যায়৷
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর একটি নাটক ছিল৷ এই নাটকের মধ্যে প্রথমে যেভাবে নায়ক নায়িকার কন্ঠস্বর শুনেই তার প্রেমে পড়ে গিয়েছিল তখন সেই মুহূর্ত একেবারে অসাধারণ ছিল৷ ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালোবাসার সম্পর্কে পরিণত হতে থাকে৷ তবে যখন নায়িকার সাথে নায়কের দেখা হয়ে যায় তখন নায়ক আর খুশি থাকতে পারে না৷ সে ভেবেছিল যে নায়িকার কণ্ঠস্বর যে রকম সুন্দর ছিল৷ নায়িকা তার থেকেও বেশি সুন্দর হবে৷ তবে তার আশা অনুযায়ী নায়িকা সুন্দর হয়নি৷ তাই নায়িকার সাথে নায়কের সে সম্পর্কে আর ভালোভাবে টিকে থাকতে পারেনি৷ ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে দেয়৷ এই ফাটল এতটাই বেশি বৃদ্ধি পেয়ে যেতে থাকে যে তাদের আর কোন ভাবে কথাবার্তা হয় না৷ তাদের কথাবার্তা না হওয়ার ফলে তারা সামনের দিকে আর কোন কিছু এগিয়ে নিয়ে যেতে চায় না৷ যার ফলে তারা দুজন দুদিকে চলে যায়৷ দুজন দুই জীবনসঙ্গী নিয়ে তাদের সামনের জীবন অতিবাহিত করতে থাকে৷ তবে অনেক সময় পার হয়ে যাওয়ার পরে নায়কের সাথে নায়িকার আবারও দেখা হয়৷ সেদিন নায়ক তার অতীতের কথা গুলো মনে করছিল৷ নায়িকার সাথে সে কথাগুলো বলছিল এবং তারা সেখানে কিছুক্ষণ কথা বলার পরে আবারও সেখান থেকে চলে যায়৷ আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন আরো কিছুই দেখতে পাই৷ আমরা এমন কিছু মানুষের মায়ায় পড়ে যাই এবং তাদের কণ্ঠস্বর আমাদের ভালো লাগে৷ তবে অনেক ক্ষেত্রেই তাদের চেহারা কণ্ঠস্বরের সাথে মিল থাকে না। আমরা তাদেরকে আর ভালোবাসি না এবং এভাবে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৮/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR


ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | নাটক রিভিউ । |
অবস্থান | বাংলাদেশ |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ওয়াও আজকে আপনি চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও তেমন একটা নাটক দেখি না তবে সময় পেলেই নাটক রিভিউ পড়ার চেষ্টা করি। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন। আসলে আমার মনে হয় নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/Nevlu123/status/1910298733356462542
1 | https://x.com/Nevlu123/status/1910299945371922916
2 | https://x.com/Nevlu123/status/1910300205624209899
3 | https://x.com/Nevlu123/status/1910300802553426138
আপনি অনেক সুন্দর করে আজকের এই নাটকের রিভিউ করেছেন। এই নাটকের রিভিউ পোস্ট পড়তে আমার খুব ভালো লেগেছে। নাটকটা কয়েকদিন আগে আমি দেখেছিলাম। এই নায়ক নায়িকা গুলো আমার অনেক পছন্দের। তাদের নাটকগুলো প্রায় সময় আমার দেখা হয়ে থাকে।
সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। এই নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন।
https://x.com/Nevlu123/status/1910369811810369983
5 | https://x.com/Nevlu123/status/1910370083584782478
6 | https://x.com/Nevlu123/status/1910371411899588684
7 | https://x.com/Nevlu123/status/1910372064998936614
8 | https://x.com/Nevlu123/status/1910372692701704457
9 | https://x.com/Nevlu123/status/1910375434660827599