"বউয়ের বিয়ে" নাটক রিভিউ।।
বাংলা ভাষার কমিউনিটি-
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে খুবই আলোচিত একটি নাটক শেয়ার করবো। ভাইরাল একটি নাটক।
নাটকের প্রয়োজনী কিছু তথ্য
নাটকের নাম:-বউয়ের বিয়ে।
পরিচালনাঃ- রুবেল হাসান
অভিনয়েঃ- ইয়াশ রোহান, তটিনি, লুৎফর রহমান জর্জ, ফারুক আহমেদ, মিলি বাশার, আনন্দ খালিদ এবং আরও অনেকে।
মুক্তির তারিখঃ- ২৫শে এপ্রিল ২০২৫
সময়ঃ- ১ ঘন্টা ২ মিনিট।
দেশঃ- বাংলাদেশ
ভাষাঃ- বাংলা।
সংক্ষিপ্ত রিভিউ-
রুবেল হাসার পরিচালিত "বউয়ের বিয়ে" নাটকটি খুবই সুন্দর রোমান্টিক একটি নাটক। ইউটিউবে একটু সর্ট সিন দেখে নাটকটি আমার পছন্দ হয়ে যায়। আজকে পর্যন্ত নাটকটিতে ৭৮ লাখ ভিউ ও এক লাখ প্লাস লাইক পড়েছে। মাত্র সতের দিনে একটি নাটকে এত ভিউ সত্যিই ধারুন। আর সেই সাথে অসংখ্য কমেন্ট পড়েছে।
নাটকটিতে দেখা যায় শাকিল চাঁদনিদের বাসায় ভাড়া থাকে। শাকিলের ফেমিলিতে তারা দুই ভাই ও মা-বাবা আছে। শাকিলের বড় ভাই নাটক লিখে,যে নাটক পাগলেও পড়বে না, দেখা তো দুরের কথা। তারপরেও কাম কাজ বাদ দিয়ে সেটা নিয়েই পড়ে থাকে। মানে হাবলা টাইপের ছেলে। আর শাকিলের বাবা তেমন কাজ করে না। তবে জুয়া খেলার নেশা আছে। শাকিল অনার্স শেষ করে বিদেশে পিএসডি করতে যাবার প্রিপারেশন নিচ্ছে। পাশাপাশি টিউশনি করে সংসারের খরচ চালাচ্ছে। শাকিল চাঁদনির ছোট বোনকে প্রাইভেট পড়ায়। সেই সুবাদে শাকিল চাঁদনিদের ফ্লাইটে যাওয়া আসা করে। শাকিল ভালো স্টুডেন্ট প্লাস স্মার্ট হলেও ভীতু টাইপের ছেলে। সে চাঁদনির বাবাকে খুবই ভয় পায়। সরল সোজার মধ্যে কিউট ছেলে।
শাকিলকে চাঁদনি খুবই পছন্দ করে। শাকিল ও মনে মনে চাঁদনিকে পছন্দ করে তবে ভয়ে কিছু বলতে পারে না। এক রকম জোর করেই চাঁদনি শাকিলকে ভালোবেসে গোপনে বিয়ে করে ফেলে। কিন্তু বাসার কেউ সেটা জানে না। হঠাৎ একদিন চাঁদনির দুলাভাই চাঁদনির জন্য বিয়ের পাত্র নিয়ে আসে। চাঁদনি যেতে না চাইলেও বাবার ভয়ে মেহমানদের সামনে যায়।
সেখানে শাকিল তার বড় ভাই বাবা সবাই উপস্থিত ছিল। চাঁদনি তার বিয়ে করা বউ হওয়া সত্বেও পরিস্থিতির কারনে শাকিল চুপ থাকে। সেই দিন চাঁদনির বিয়ে ঠিক হয়ে যায়। চাঁদনি শাকিলকে বারবার চাপ দিলেও সে চাঁদনির বাবার সামনে কিছু বলতে পারে না। চাঁদনির বাবার সামনে গেলেই তার হাঁটু কাপে। এভাবেই চাঁদনির বিয়ের দিন এগিয়ে আসতে থাকে।
চাঁদনি শাকিলের বিয়ে করা বউ অথচ অন্য জাগায় চাঁদনির বিয়ে হচ্ছে, এই বিষয় টা নিয়ে সে ভীষণ চিন্তিত। আবার অন্য দিনে শাকিল ও তার বাবার কাছে বিয়ের কথা বলতে পারছে না। গায়ে হলুদের দিন হঠাৎ শাকিলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। যার ফলে চাঁদনি আরো টেনশনে পড়ে যায়। দৌড়ে শাকিলের বাসায় গিয়ে দেখে তারা চাঁদনিদের বাসা ছেড়ে চলে গেছে।
এখন চাঁদনিকে ফেলে শাকিল কেন চলে গেছে সেটা জানতে হলে নাটকটি দেখতে হবে। নাটকটি না দেখলে মজা পাবেন না। নাটকটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
মতামত-
অনেক সময় পরিস্থিতির কারনে অনেক কিছু সহ্য করতে হয়। শাকিলের অর্থ না থাকার কারনে সে চাঁদনিকে বিয়ে করেও চাঁদনির বাবার কাছে মুখ খুলে কিছু বলতে পারে নাই। যার ফলে তার চোখের সামনে তার বউয়ের বিয়ে হয়ে যাচ্ছিলো। এমন পরিস্থিতি সমাজে দেখা যায়। যায় হোক জীবনে যত কঠিন সময় আসুক না কেন, প্রিয় মানুষের হাত ছাড়তে নেই।
নাটকের লিংক
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [2/1/2025 10:09 PM]
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1914650420846514241?t=8N9Z-O7q29hgYXFCuBz5Zw&s=19
https://x.com/RamimHa74448648/status/1914650681082044879?t=jYbAx5_brozvBsuc_QBhKw&s=19
আপনি তো দেখছি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছেন। এই নায়ক এবং নায়িকা আমার অনেক বেশি পছন্দের। তাদের বেশিরভাগ নাটকই আমার দেখা হয়েছিল। তবে এখন আর ব্যস্ততার জন্য তাদের নাটক খুব একটা দেখা হয় না। কিন্তু আজকে আপনি এত সুন্দর করে তাদের এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে পড়তে। পুরো কাহিনীটাকে খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।
জী এই নাটকটি অনেক রোমান্টিক।
নাটকটির গল্পে পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক কুসংস্কারের চমৎকার সমন্বয় আছে। নাট্যকার কীভাবে রূপক ও ব্যঙ্গের মাধ্যমে সমাজের অসঙ্গতি ফুটিয়ে তুলেছেন, তা প্রশংসার দাবিদার।নাটকটি দেখে অনেকেই তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে মিল খুঁজে পাবেন। বিশেষ করে যৌথ পরিবারের টানাপোড়েন খুব বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছে।
নাটকটিতে দুটি পরিবারের গল্প ফুটিয়ে তুলেছে। ধন্যবাদ।