নাটক রিভিউঃ গরিব রাখাল শিক্ষিত বউ।
🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজকে গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকের রিভিউ করছি। আশা করি আমার রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুব ভালো লাগেছে। সবাই অভিনয় আমার কাছে বেশ দারুন হয়েছে। আশা করি আপনাদের কাছে অনকে ভালো লাগতে পারে। চলুন তাহলে শুরু করা যাক।
নাটকের নাম | গরিব রাখাল শিক্ষিত বউ |
---|---|
পরিচালক | সোলাইমান |
অভিনয়ে | ইফতেখার ইফতি,আফরিয়া খান মুমু |
দৈর্ঘ | ৩৫ মিনিট ৫৮ সেকেন্ড |
মুক্তির সময় | ১৪ জানুয়ারি ২০২৪ খ্রিঃ |
![]() | ![]() |
---|
নাটকের শুরুতে দেখা যায় নায়ক মাঠে কাজ করছে এমন সময় সে দেখে তার মেজো ভাই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসছে। তার মেজো ভাই অনেকদিন পর গ্রামে আসছে। এটা দেখে নায়ক দ্রুত ছুটে চলে যায় তার ভাইয়ের কাছে এবং সে কেমন আছে সেই খোঁজখবর নিতে দেখা যায়।
এরপর নায়ক তার মেজো ভাইকে নিয়ে বাড়িতে চলে আসে বাড়িতে আসার পর তার মায়ের সাথে দেখা হয়। নায়কের মেজো ভাইয়ের সাথে একটি মেয়েও ছিল তাকে জিজ্ঞাসা করলে তার মেজো ভাই বলে এটা আমার বউ। পরে নায়কের মা তাদেরকে নিয়ে ঘরে যাই। আর আছমাকে বলে তাদের জন্য ভালো ভালো রান্না করতে।
এরপরের অংশ দেখা যায় নায়কের ছোট ভাই একটা মেয়ের সাথে বসে কথা বলতে। নায়িকা ছোট ভাই এ মেয়েকে ভালোবাসে। তারা গল্প করছিল তোমার মেজো ভাই তো বিয়ে করে ফেলেছে এখন তো কোন সমস্যা নেই এখন তুমি আমাকে বিয়ে করে ফেলো।
এরপর পরিবারের সবাই মিলে একসাথে খেতে বসে। কিন্তু সেখানে নায়ক না থাকায় নায়িকের ভাইয়ের বউ বলে বড় ভাই কোথায় তাকে তো দেখছি না। একথা শোনার পর নায়কের মা বলে ও এই বাড়ির রাখাল সে পরে খাবে। এই কথা শুনে সে খুব কষ্ট পাই।
এরবপর মেজো বউ সেই রাখাল ভাইকে দেখতে যায়। সেখানে গিয়ে তার সাথে অনেক কথাও হয়।
এরবপর মেজো বউ তার বড় ভাইয়ের জন্য মাঠে খাবার নিয়ে যায় এটা দেখে আর স্বামী আর মা খুব রেগে যায়।
এরপর তার মেজো ভাই জোর করে ঢাকায় ফিরে যেতে চাই। কিন্তু তার বউ বলে আমি আমার বড় ভাইয়ের ন্যায্য পাওনা ফিরিয়ে দিয়ে তারপরে ঢাকায় ফিরবো।
হঠাৎ করে নায়কের ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়ে যায়। নায়ক বলে আমাকে তোর বিয়ে নিবি না রে ভাই। মেজো ভাই বলে তুমি গেলে আমাদের মান সম্মান থাকবে না তোকে যাওয়া লাগবেনা। এই কথা শুনে নায়ক খুবই কষ্ট পাই।
মেজ বউ বলে বড় ভাইয়ের বিয়ে দিবেন কবে। বড় ভাইকে রেখে ছোট ভাইয়েরা বিয়ে করে ফেলছে বড় ভাইযয়া কি বিয়ে করবে না। একথা শুনে নায়কের মা বলে সে তো রাখাল তাকে কে বিয়ে করবে।
এরপর মেজ বউ তার বড় ভাইকে ভাইকে তাদের বাড়ির কাজের মেয়ে আসমার সাথে বিয়ে দিয়ে দেয়। কিন্তু তার শাশুড়ি এই বিয়ে মানতে নারাজ।
এরপর মেজ বউ নিয়ে উদ্যোগে তাদের সকল জমি জমা সুন্দর ভাবে তাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেয়। এটা দেখে তার শাশুড়ি তো খুবই রেগে যায়। আসলে নায়ক ছিল তার সৎ ছেলে যার কারণে তার প্রতি কোনো ভালোবাসা ছিল না। এবং তার মায়ের জন্য তারা দুটি ভাই থাকে দেখতে পারত না। কিন্তু মেজ বউ এটা মেনে নিতে পারেনি যার কারণে তাদের নিজ নিজ পাওনা বুঝিয়ে দেয়ার জন্য এসব কাজ করেছে।
এর পর দেখা যায় তারা ঢাকার উদ্দেশ্য বের হয়। বড় ভাই তাকে অনেক দোয়া করে দেয়। এবং মেজো বউ বলে যেকোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন।
এদিকে নায়কের সৎমাথা ছোট ছেলেকে বলে ওই রাখাল যখনি বাড়ি আসবে ওর মাথা ফাটিয়ে দিবি। এরপর নায়ক বাড়ি চলে আসে তখন তার ছোট ভাই তাকে মারতে যায় সেই সময় তার বউ আর ছোট ভাইয়ের বউ দা বটি নিয়ে প্রতিবাদ করে। এরপর নাটকের শেষ হয়ে যায়।
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | মোহাঃ আশিকুর রহমান |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
কিছুদিন আগে আমি ইউটিউবে যখন ঢুকেছিলাম এই নাটকটি চোখে পড়েছিল। তবে অনেক বেশি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত নাটকটা দেখি নাই। আপনার কাছ থেকে নাটকের রিভিউটা পেয়ে ভীষণ ভালো লাগলো। তাহলে মনে হচ্ছে নাটকটি দেখতেই হবে। আমি কিন্তু সময় পেলেই এই ঈগল টিমের নাটকগুলো দেখে থাকি। আপনার নাটকের রিভিউটা পড়েও অনেক ভালো লাগলো।
দিন দিন ঈগল টিমের নাটক অনেক জনপ্রিয় হয়ে উঠছে। খুব সুন্দর এবং সামাজিক নাটক করে থাকে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। নাটকটি গতকাল দেখেছিলাম। নাটকটি দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। নাটকের মধ্যে মেজ বউয়ের অভিনয় আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।আপনার জন্য শুভকামনা রইল।
জ্বি আপু মেজো বউয়ের অভিনয়টা খুব ছিলো। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামত প্রকাশ করার জন্য।
বেশ সুন্দর নাটক শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনার নাটক উপস্থাপন খুবই দুর্দান্ত হয়েছে। গরিব রাখাল শিক্ষিত বউ এই নাটকটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে নাটকের গল্প এবং সংলাপ বেশ অসাধারণ। এত চমৎকার নাটক রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই রিভিউটি সুন্দর ভাবে পড়ে সঠিক ভাবে মতামত শেয়ার করার জন্য। ভালো থাকবেন
খুবই সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই ধরনের ছোট ছোট নাটক গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। সব থেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে অল্প সময়ের মধ্যেই পুরো ঘটনাকে এরা ভালোভাবে বর্ণনা দিয়ে দেয়।
হ্যা ভাই সঠিক বলেছেন। ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামত শেয়ার করে পাশে থাকার জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে একটি নাটকীয় শেয়ার করেছেন । যদিঝ নাটকটি আমার দেখা হয়নি। তবে আপনার পোস্ট দেখে মনে হচ্ছে নাটকটি দেখে আপনার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া নাটকটি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য।
হ্যা ভাই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যারা দেখেছে তাদের কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ ভাই কমেন্ট করে পাশে থাকার জন্য।
ভাই আপনি সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। কালকেই আমি এই নাটক টি দেখছি।খুবই সুন্দর একটা, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো।এই নাটকটির ২য় পর্ব বের হবে।ধন্যবাদ ভাই নাটকটির রিভিউ শেয়ার করার জন্য।
জ্বি বের হয়ে গেছে পরের সপ্তাহে রিভিউ নিয়ে আসবো। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
এই নাটকটি দেখব বলে দুদিন ধরে ভাবছি কিন্তু দেখার মতো সময় হয়ে ওঠেনি। যেহেতু আপনি রিভিউ দিয়েছেন তাই পড়ে খুব ভালো লাগলো। নাটকের নাম দেখেই বুঝতে পেরেছি এর গল্প খুবই সুন্দর। আপনি খুব সুন্দর ভাবে এই নাটকের রিভিউ দিয়েছেন। যদি সময় পাই অবশ্যই দেখে নেব। ধন্যবাদ এত সুন্দর নাটক রিভিউ দেওয়ার জন্য।
জ্বি আপু ঠিক ধরেছেন এই নাটকটি খুবই সুন্দর একটি নাটক। ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।
এই সমস্ত নাটকগুলো আমাদের জন্য খুবই শিক্ষনীয়। যেখানে গ্রাম বাংলার বিশেষ বিশেষ দৃষ্টান্ত ফুটে ওঠে পাশাপাশি একটি পরিবার কিভাবে গড়ে ওঠে বা ক্ষতির দিকে যায় সে সমস্ত বিষয়ও এখানে থেকে থাকে। যাই হোক নাটকটা বেশ সুন্দর, বেশ ভালো লাগলো রিভিউ করা দেখে।
খুব সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।