নাটক রিভিউ: চিটার এন্ড জেন্টেলম্যান নাটকের ১৫ তম পর্ব

in আমার বাংলা ব্লগ9 days ago

★বিসমিল্লাহির রহমানির রহিম★

আসসালামুয়ালাইকুম এবং হিন্দু ভাই ও বোনদের প্রতি আমার আদাবআমার বাংলা ব্লগের আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে চিটার এন্ড জেন্টেলম্যান নাটক রিভিউ শেয়ার করবো। আমি সব সময় নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি। আসলে আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করতে পারলে আমার অনেক বেশি ভালো লাগে। আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার ব্লগটি যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক,কমেন্ট করে উৎসাহিত করবেন। তাহলে চলুন এবার শুরু করা যাক।

1000013089.png

আচ্ছা প্রথমে নাটকটি রিভিউ করার পূর্বে নাটকের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। নাটকের প্রধান ক্যারেক্টার---

  • নায়ক: আখম হাসান
  • নায়িকা: সালমা খানম নাদিয়া
ড্রামাচিটার এন্ড জেন্টেলম্যান
রচনা ও পরিচালনাসঞ্জিত সরকার
অভিনয়েআখম হাসান, আরফান আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর,রিমি করিম, নাবিলা তুষ্টি, কুসুম,আরো অনেকেই‌।
সম্পাদনাশেখ মোঃ বুরহান উদ্দিন
প্রযোজকআব্দুল কুদ্দুস মিয়া
ব্যবস্থাপনাজয় বিশ্বাস
গ্ৰাফিক্সনাকিবুর রহমান টিটু
সহকারী পরিচালকশরিফুল কবির মানিক
ভাষাবাংলা
দৈর্ঘ্য২০ মিনিট ৪৭ সেকেন্ড
দেশবাংলাদেশ

নাটকের সংক্ষিপ্ত কাহিনী:

এই পর্বে আমরা দেখতে পাই কিভাবে প্রধান চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে, রিয়াদ (জেন্টেলম্যান) এবং মিম (চিটার) এর মধ্যকার দ্বন্দ্ব আরও গভীর হয়েছে। একদিকে রিয়াদের সততা এবং নীতিবোধ তাকে সমাজের জন্য লড়াই করতে প্রেরণা দিচ্ছে, অন্যদিকে মিমের চালাকি এবং স্বার্থপরতা তাকে আরও বিপদে ফেলছে।

1000013088.png

1000013091.png

এই পর্বের একটি উল্লেখযোগ্য দৃশ্য ছিল যখন মিম তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি নতুন কৌশল প্রয়োগ করে, কিন্তু রিয়াদ তা বুঝতে পেরে তাকে ধরে ফেলে। এই দৃশ্যটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে মিমের চরিত্রের জটিলতা নিয়ে।রিয়াদের চরিত্রটি এই পর্বে আরও শক্তিশালী হয়েছে। তার ন্যায়পরায়ণতা এবং সাহস তাকে দর্শকদের প্রিয় চরিত্রে পরিণত করেছে। এই পর্বে সে মিমের ষড়যন্ত্রের মুখোমুখি হয় এবং শেষ পর্যন্ত সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেয়।মিমের চরিত্রটি ক্রমশ জটিল হয়ে উঠছে। তার চালাকি এবং স্বার্থপরতা তাকে একটি অ্যান্টি-হিরো বানিয়েছে, কিন্তু এই পর্বে তার কিছু দুর্বল মুহূর্তও দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে তার চরিত্রে পরিবর্তন আসতে পারে।

1000013092.png

1000013093.png

আমার ব্যক্তিগত মতামত:

আর টিভি কে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতো সুন্দর একটা ধারাবাহিক নাটক উপহার দেওয়ার জন্য।নাটকটা দেখে অনেক ভালো লেগেছে আমার। তাই তো আপনাদের মাঝে রিভিউ করতে চলে আসলাম। আপনারা যারা এই নাটকটি দেখেন নি তাদেরকে এই নাটকটি দেখার অনুরোধ রইল। আপনারা সময় করে এই নাটকটি দেখে নিয়েন। যেহেতু এই নাটকে আখম হাসান আছেন , আশা করছি আপনাদের ও এই নাটকটি বেশ ভালো লাগবে। এবার যদি রেটিং এর কথায় আসি তাহলে আমি এটিকে ১০/০৮ দিব।

বি:দ্র: উপরের সব কটি ফটোগ্ৰাফি ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং নাটকের লিংক টিও ইউটিউব থেকে কপি লিংক করা হয়েছে।

🔗নাটকের লিংক🔗:

আমার বাংলা ব্লগের ভাইয়া ও আপুদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোন ব্লগে

আল্লাহ্ হাফেজ

ক্যামেরা পরিচিতি
DeviceMotorola g34 5g
Camera52 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

1000006537.png

1000005954.jpg

আমার নাম মোঃ আবু বকর (সিদ্দিক) ।আমি একজন বাংলাদেশের নাগরিক।আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা।আমি জাতীয় বিশ্ববিদ্যালয়,রংপুর কারমাইকেল কলেজ এর(IHC)ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি।আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। সবথেকে বড় পরিচয় আমি "আমার বাংলা ব্লগ"কমিউনিটির একজন সদস্য।আমি ২০২৪ সালের জুলাই মাসে এই প্লাটফর্মের সাথে যুক্ত হই। এই প্লাটফর্মের সাথে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি।বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে আমার।পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। আমার সব থেকে বড় ইচ্ছা আমি একজন উদ্যোক্তা হব।আমি মনে করি ধৈর্য,পরিশ্রম, বিশ্বস্ততা এগুলো সফল হতে সম্মুখ ভূমিকা পালন করে। ধন্যবাদ।



Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য "ধন্যবাদ।

1000006032.gif

1000006033.gif

1000005999.png

1000006034.png

1000006036.png

1000006035.gif

1000006037.gif

Sort:  
 9 days ago 
 8 days ago 

খুবই সুন্দর একটা নাটকের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। চমৎকার একটি নাটকের রিভিউ করার জন্য ধন্যবাদ।

 8 days ago 

অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে। এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।