||নাটক রিভিউ :-নাইস টু মিট ইউ ||
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
---|
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
প্রতি দিনের মত আজকেও আপনাদের মাঝে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হচ্ছে নাটক রিভিউ:-নাইস টু মিট ইউ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন পোস্ট নিয়ে আসার।তো প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে নাটক রিভিউ আপনাদের মাঝে শেয়ার করার।আসলে বাংলা এইরকম রোমান্টিক নাটক গুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে।আর আমি বেশির ভাগ মুশফিক আর ফারহানের নাটক অনেক দেখি।বলতে গেলে ফারহানের ভক্ত আমি এবং তার অভিনয় গুলো আমার কাছে বেশি ভালো লাগে।তো আজকে যে নাটক টি শেয়ার করব এই নাটকটা আমার কাছে অনেক ভালো লাগছিল যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা।আশা করছি আমার নাটকের রিভিউ পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।তাহলে দেরি না করে শুরু করা যাক।
নাটকের নাম | সাইস টু মিট ইউ |
---|---|
অভিনয় | মুশফিক আর ফারহান,মিম মানতাসা,আরো অনেকে |
পরিচালক | সজল আহমেদ |
মুক্তির তারিখ | ৬ই জুন ২০২৫ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ | ৫২:১৫ |
নাটকের শুরুতেই নায়ক এবং নায়িকার তাদের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য প্রথম তাদের ফোনের জন্য দেখা হয়।তারা একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে একজন ফোন রেখে আসছিল এবং ওখানেই তাদের ফোন বদল হয়ে যায়।এবং তাকে ফোন ব্যাক করার জন্য তারা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করলো।তো ফারহানের কথা অনুযায়ী নায়ক এবং তার বান্ধবী দুজনেই গাড়ি নিয়ে তাদের সামনে চলে আসলো। এবং কোন কথা না বলে তাদেরকে বকাঝকা করে তাদের হাত থেকে ফোন নিয়ে নিলো।কিন্তু তাদের যে ব্যবহার এটা ফারহান দেখে অনেক আশ্চর্য হয়ে গেলো।তাকে ফোন দিয়ে দিল কিন্তু ফোন দেওয়ার পরে তাকে একটা ধন্যবাদ ও জানালো না।তারা ফোন নিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে গেলো।
তো মুশফিক এবং তার বন্ধু-বান্ধব নিয়ে তারা কিন্তু ইভেন্টের কাজ করে।সেটা হচ্ছে ডেকোরেশন এর কাজ।তো তাদের সঙ্গে দেখা হওয়ার পরে তারা কিন্তু ইভেন্টের কাজে চলে গেছিল এবং ওখানে গিয়েও তাদের সঙ্গে দেখা হয়। যখনই দেখা হল তখনই নায়িকা বললো যে ঘুর ঘুর করে পিছে পিছে আমাদের সামনে আবার চলে আসছেন আপনি।তখন অনেক ধরনের বকাঝকা করলো কিন্তু ফারহানকে কোন কথাই বলতে দিল না।তো কিছুক্ষণ পর জানতে পারে যে এই ইভেন্টের কাজ তারা করতেছে।তখন নায়িকা তার ভুল বুঝতে পারল এবং আস্তে আস্তে তারা ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলো।বাইরে কোথাও গেলে তারা দুজনেই একসঙ্গে যায়।
তো এইভাবে তাদের খুব সুন্দর একটি বন্ধু হয়ে গেলো।তো একদিন তারা কিন্তু সকাল সকাল বাইরে ঘুরতে গেছিল এবং বাসায় এসে নায়িকা দেখে তার হবু হাসবেন্ড অনেক কয়েকবার কল দিছে।তো যখন দেখল এতবার কল এসেছে তখন কিন্তু সে অনেক অবাক হয়ে গেলো।কারণ তার সঙ্গে তার বিয়ে ঠিক হয়ে গেছে।তো ঠিক ওই সময় কিন্তু মুশফিক আবার তাদের সঙ্গে দেখা করে।এবং তাকে কিছু কথা বললো কিন্তু নায়িকা সেই কথা শুনে অনেক রাগ হয়ে গেলো।এবং নায়িকা তাকে অনেক রাগারাগি করে অপমান করে সেখান থেকে বেরিয়ে যেতে বললো।কিন্তু মুশফিক এমন কষ্ট পেয়েছে এটা সে কাউকে বোঝাতে পারেনি। তারপর সঙ্গে সঙ্গে ফারহান সেখান থেকে চলে আসলো।তো সেখান থেকে চলে আসার পরে বেশ কিছুদিন পর তাদের বিয়ে ঠিক হয়। এবং তার হবু হাসবেন্ড ফারহানের কাছেই তার পুরো বিয়ের আয়োজন করার জন্য তাকে ডেকে আনে।কিন্তু সে এই ইভেন্ট নিতে চাচ্ছিল না।পরে বলতেছে আপনারা বিয়ের ডেট ফিক্স করেন তারপর আমরা ভেবে দেখবো।
তো তাদের সঙ্গে ওই দেখা করার পরে নায়িকা কিন্তু তার অফিসে বারবার আসে তার সঙ্গে দেখা করার জন্য।কিন্তু অফিসের সব লোক বলে বস এখনো আসেনি ইভেন্টের কাজে বাইরে গেছে। তো বেশ দুদিন পর ফারহান অফিসে আসলো।কিন্তু তারপর অফিসের লোক বলে যে বস এখনো আসেনি।এভাবে বেশ কিছুদিন যাওয়ার পরে নায়িকা তার ভালোবাসার মূল্য বুঝতে পারলো।এবং প্রতিটা দিন প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তার কথা মনে করিয়ে দেয়।তো তখন নায়িকা ডিসিশন নিলো যে তার সমস্ত মনের অনুভূতি গুলো তার হবু হাজবেন্ডকে বলবে এবং বিয়ে টি আটকাতে হবে। তো সঙ্গে সঙ্গে তার হবু হাজবেন্ডকে সব কিছু বলে দিল এবং তাকে বলল যে এখনই তাকে প্রপোজ করো।পরে সঙ্গে সঙ্গে তাদের যখন প্রথম দেখা হয় এবং ওই জায়গাতেই তারা লাস্ট দেখা করে এবং মনের অনুভূতি গুলো প্রকাশ করে। এবং তাকে প্রপোজ করে। কিছুক্ষণ ভেবে নেওয়ার পরে তার পর মুশফিক একসেপ্ট করে।নাটক টি এখানেই শেষ হয়ে যায়।
আসলে মুশফিক আর ফারহানের নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে।তবে এই নাটকের মধ্যে যে নায়িকা অভিনয় করছে তার নাটক আমি মনে হয় প্রথম দেখলাম।তারপরও সব মিলিয়ে পুরো নাটকটি রোমান্টিক ছিল এবং দেখেও আমার কাছে অনেক ভালো লেগেছে। যাই হোক নাটকটি আপনারা যারা দেখেন নাই দেখে নিবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে। আজকের মত এখানে বিদায় নিলাম।আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।
ডিভাইস | Tecno camon 20 |
---|---|
ফটোগ্রাফার | @polash123 |
লোকেশন | দিনাজপুর |
আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ পলাশ সরকার রাজু । আমার স্টিমিট ইউজার নেম @polash123 আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি পড়া শুনা করি এবং পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি ক্রিকেট খেলতে অনেক ভালোবাসি।আর ক্রিকেট খেলা দেখতেও খুব ভালবাসি।মাঝে মাঝে সময় পেলে যে কোন ধরনের ফটোগ্রাফি করি। আর অংকন করতেও ভালবাসি।আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদে থাকবেন। |
---|
You can also vote for @bangla.witness witnesses
![]() |
---|
আজকের ডেইলি টেস্ক প্রুফ।।
https://x.com/Polashislam681/status/1941062939043361093?t=bXs_tGl2R_bjoHGM60Kbog&s=19
https://x.com/Polashislam681/status/1941062148668674399?t=KyM7zngQ-GD1sHHHnFy2QQ&s=19
https://x.com/Polashislam681/status/1941061553828270269?t=LkRps0FjzHLqOW9xxqK-ZA&s=19
https://x.com/Polashislam681/status/1941061030081450001?t=ZW52oOPcfJm0-thwpxs8Zg&s=19
আমি যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। এরকম নাটক গুলোতে আমার কাছে সব সময় ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। যে নাটকের কাহিনী আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ভাবছি সময় পেলে নাটকটা দেখব।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
নাটকের রিভিউ যদি পড়া হয়, তাহলে নাটক আর দেখা লাগে না। কারণ রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনীটা সুন্দরভাবে জেনে নেওয়া যায়। সবাই অল্প সময়ের মধ্যে এই নাটকটার রিভিউ পোস্ট পড়ে নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারবে। আশা করছি আপনি এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাবেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার কাছ থেকে আজকের অসাধারণ নাটকের রিভিউ পড়ে খুব ভালোই লাগছে৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনাকে আমাদের মাঝে রিভিউ এর মাধ্যমে শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।