নাটক রিভিউ || বাজি
আসসালামু আলাইকুম,
আমার বাংলা ব্লগের সকল বন্ধুরা ,আপনারা সবাই কেমন আছেন ? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে বাজি। এই নাটকটি ১০ দিন আগে রিলিজ হয়েছে। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল। এই নাটকটি একেবারে বাস্তব সম্মত,তাই দেখতে খুব ভালো লেগেছে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় হিন্দি মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নাটক | বাজি |
---|---|
রচনা ও পরিচালনা | মোঃ তৌফিকুল ইসলাম |
অভিনয়ে | মুশফিক আর ফারহান,কেয়া পায়েল,মীর রাব্বি এবং আরও অনেকে |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্রচার | ৪ঠা এপ্রিল ২০২৫ |
দৈর্ঘ্য | ১ ঘন্টা ৫৬ মিনিট |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকের সংক্ষিপ্ত কাহিনী নিম্নরুপঃ
নাটকের শুরুতে দেখা যায়, নাটকের নায়ক ফারহান তার বন্ধুদের সাথে প্রায়ই বাজি ধরে বিভিন্ন বিষয় নিয়ে এবং সে সবসময় জিতে যায়। এতে করে তার এক বন্ধু মনে মনে তাকে শত্রু ভাবা শুরু করে। সে নিজে নিজে এটাও বলে,সুযোগ পেলে ফারহানের ক্ষতি করবে। যাইহোক ফারহান তার বন্ধুর সাথে বাজি ধরে, ১০ মিনিটের মধ্যে মুরগি ধরার। তো তখনই রাস্তায় কেয়া পায়েলকে দেখতে পায় ফারহান এবং দেখামাত্রই কেয়া পায়েলকে পছন্দ করে ফেলে। তারপর থেকে ফারহান তো কেয়া পায়েল এর পিছনে চুম্বকের মতো লেগে থাকে। সে ধীরে ধীরে কেয়া পায়েল এর মন জয় করে ফেলে এবং তারা চুটিয়ে প্রেম করতে থাকে। তারা দু'জন দু'জনকে ভীষণ ভালোবেসে ফেলে। যাইহোক একদিন ফারহানের সাথে এক লোকের পরিচয় হয় এবং সেই লোক বলে যে, বাজি ধরায় তোমার ভাগ্য খুব ভালো।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
তাই তোমার উচিত লাখ লাখ টাকার জুয়া খেলা। কিন্তু ফারহানের টাকা পয়সা নেই বলে, সেই লোক ফারহানের পিছনে টাকা ইনভেস্ট করতে রাজি হয়। অর্থাৎ ফারহান লাখ লাখ টাকার জুয়া খেলবে এবং সেই লোক সব টাকা দিবে। কিন্তু শর্ত হচ্ছে লাভ লস অর্ধেক অর্ধেক। ফারহান তো এটা শুনে রাজি হয়ে যায়। কারণ তার টার্গেট হচ্ছে আর্থিক উন্নতি করতে হবে এবং কেয়া পায়েলকে বিয়ে করতে হবে। তাছাড়া কেয়া পায়েল ফারহানকে বারবার বলছে, চাকরি কিংবা ব্যবসা করার। যাইহোক সেই লোক ফারহানকে জুয়ার আস্তানায় নিয়ে যায় এবং ফারহান লাখ লাখ টাকা জিতে ফেলে। তারপর সে নতুন বাড়িঘর তৈরি করে। ফারহানের উন্নতি দেখে কেয়া পায়েলের বাবা মা তাদের বিয়েতে রাজি হয়ে যায়। তাই কেয়া পায়েল ফারহানকে বলে,তাদের বাড়িতে গিয়ে,তার বাবার সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে। তাছাড়া কেয়া পায়েল বারবার ফারহানকে বলে জুয়া খেলা ছেড়ে দিতে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
কিন্তু ফারহান বলে সেদিন শেষবারের মতো জুয়া খেলে,তাদের বাসায় যাবে বিয়ের কথা বলতে। আর ফারহান সেদিন জুয়া খেলে ১ কোটি টাকা হেরে যায়। তো সেই লোক ফারহানকে বলে ৫০ লাখ টাকা দ্রুত তাকে দিতে। এরপর ফারহান তার বাড়ি বিক্রি করে তাকে অনেক টাকা পরিশোধ করে। তারপর কেয়া পায়েল ফারহানকে বড় একটা ব্যাগ দেয় এবং সেই ব্যাগে স্বর্ণ ছিলো অনেক। যাতে করে সেই লোকের সব টাকা শোধ করে দেয়। তো ফারহান সেই লোকের সব টাকা শোধ করে দিলেও, সেই লোক ফারহানকে মেরে ফেলতে চায়। কারণ সেই লোক প্রায়ই বাজে কথা বলতো কেয়া পায়েলকে নিয়ে এবং ফারহান সেটা সহ্য করতে পারতো না। তাই সেই লোককে বলেছে, তার জিভ টেনে ছিঁড়ে ফেলবে। তো সেজন্য সেই লোক ফারহানকে মেরে ফেলতে চায়। যাইহোক এরপর কি হলো সেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই নাটকটি দেখতে হবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটকের লিংক👇👇
ব্যক্তিগত মতামত
জুয়া একেবারে জঘন্য একটা জিনিস। কারণ জুয়া খেলে মানুষ একেবারে নিঃস্ব হয়ে যায়। হয়তোবা জুয়া খেলে জেতার পর,মানুষ সাময়িক শান্তি পেয়ে থাকে। কিন্তু এই টাকা যেতেও সময় লাগে না। জুয়া খেলতে খেলতে অনেক মানুষ নিজের পরিবার পর্যন্ত হারিয়ে ফেলে। এই নাটকে ফারহান জুয়া খেলে একেবারে নিঃস্ব হয়ে যায়। যদিও ফারহানকে তার ভালোবাসার মানুষ এবং তার মা বারবার বলে, বাজি না ধরতে। কিন্তু লোভে পাপ পাপে মৃত্যু। তাই সে অনেক টাকা জুয়া খেলে হেরে যায় এবং তার জীবনটা একেবারে এলোমেলো হয়ে যায়। যাইহোক এটা একেবারে বাস্তব সম্মত একটি নাটক। এই ধরনের শিক্ষণীয় নাটক গুলো দেখে, আমাদের শিক্ষা নেওয়া উচিত। সবাই বেশ ভালো অভিনয় করেছে। বিশেষ করে ফারহান এবং কেয়া পায়েল এককথায় দুর্দান্ত অভিনয় করেছে।
আমার রেটিং
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @mohinahmed |
ডিভাইস | Samsung Galaxy S24 Ultra |
তারিখ | ১৫.৪.২০২৫ |
লোকেশন | নারায়ণগঞ্জ,ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার পরিচয়
🥀🌹আমি মহিন আহমেদ। আমি ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলায় বসবাস করি এবং আমি বিবাহিত। আমি এইচএসসি/ইন্টারমিডিয়েট পাশ করার পর, অনার্সে অধ্যয়নরত অবস্থায় দক্ষিণ কোরিয়াতে চলে গিয়েছিলাম। তারপর অনার্স কমপ্লিট করার সুযোগ হয়নি। আমি দক্ষিণ কোরিয়াতে দীর্ঘদিন ছিলাম এবং বর্তমানে বাংলাদেশে রেন্ট-এ- কার ব্যবসায় নিয়োজিত আছি। আমি ভ্রমণ করতে এবং গান গাইতে খুব পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি এবং আর্ট করতেও ভীষণ পছন্দ করি। আমি স্টিমিটকে খুব ভালোবাসি এবং লাইফটাইম স্টিমিটে কাজ করতে চাই। সর্বোপরি আমি সবসময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আন্তরিকতার সহিত কাজ করতে ইচ্ছুক।🥀🌹
ডেইলি টাস্ক প্রুফ এবং লিংক:
https://x.com/mohin3242127/status/1912221375164739772?t=k2N_ZDY3awTO7YCon6RX_Q&s=19
https://x.com/mohin3242127/status/1912222179259031714?t=Rniwep81oCVR9WQTrI3YkA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
X-promotion
চমৎকার একটি নাটক রিভিউ করেছেন ভাইয়া। তবে এটা কি হলো? খুবই ইন্টারেস্ট নিয়ে নাটকটি পড়ছিলাম। নাটকটি খুব সুন্দর লাগছিল। পুরোটা রিভিউ করলেই পারতেন। এখন বাকি অংশটা ইউটিউব থেকে দেখতে হবে। তবে নাটকটা কিন্তু খুব সুন্দর। জুয়া খেলা আসলে অনেক ক্ষতিকর। নাটকের বাকি অংশটা ইউটিউব থেকে দেখে নিয়ে তারপর আপনাকে ধন্যবাদ জানাবো।
পুরো কাহিনী লিখলে তো কেউ নাটক দেখতে চায় না। তাই শেষের দিকে আমি কিছুটা আকর্ষণ রেখে, নাটক রিভিউ পোস্ট শেয়ার করে থাকি।
আপনি আজকে আমার খুবই পছন্দের নায়ক নায়িকার নাটকের রিভিউ করেছেন। তারা দুজনে কিন্তু সব সময় তাদের নাটকে অনেক সুন্দর অভিনয় করে থাকে। আপনি আজকে যে নাটকটার রিভিউ করেছেন, এই নাটকের কাহিনীটা দারুন ছিল। আমি তো ভাবছি সময় পেলে এই নাটকটা দেখব।
তারা দুজন আসলেই খুব ভালো অভিনয় করে থাকে। এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন। এত সময় নিয়ে নাটক না দেখে আমি মনে করি রিভিউ পড়ে নিলেই ভালো। এটার মাধ্যমে সম্পূর্ণ কাহিনী অল্প সময়ের মধ্যেই পড়ে নেওয়া যায়।
চেষ্টা করেছি এই নাটকের রিভিউ যথাযথভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। এতো চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বেশ সুন্দর নাটক রিভিউ করেছেন আপনি। আপনার নাটক রিভিউ দেখে খুব ভালো লাগলো। বাজি এই নাটকটি খুবই সুন্দর। ধন্যবাদ আপনাকে নাটক রিভিউ করার জন্য।
এই নাটকটি আসলেই খুব সুন্দর। সত্যি বলতে একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।