কোটি টাকার চেয়ারম্যান: একটি ব্যতিক্রমধর্মী রাজনৈতিক ব্যঙ্গাত্মক নাটক।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
আজকে সরকারি ভাবে অফিস বন্ধ থাকায় বাসায় বসে দারুন একটি নাটক দেখেছি। আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক একটি উত্তেজনা বিরাজ করছে। হয়তো পরিচালক সেই বিষয়টির উপর ভিত্তি করে এই নাটকটি নির্মাণ করেছেন। নাটকটি বর্তমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে। নাটকের মাধ্যমে বর্তমানে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।
নাটকের কিছু প্রয়োজনীয় তথ্য -
নাম- কোটিরটাকার চেয়ারম্যান
পরিচালক- মিতুল খান
প্রযোজক- আকাশ সরকার
অভিনয়ে- নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিম, সাইদুর রহমান পাভেল, শিবলু মৃধা, জাহিদ ইসলাম, জাবেদ গাজী, হানিফ, শামীম, শফিজ মামুন সহ আরো অনেকে।
সময়- ৪৫ মিনিট
ভাষা- বাংলা
দেশ- বাংলাদেশ
মুক্তির তারিখ - ৮ই জুন ২০২৫
সংক্ষিপ্ত রিভিউ -
বাংলা নাটকে রাজনীতি ও ব্যঙ্গের সংমিশ্রণ নতুন কিছু নয়, তবে "কোটি টাকার চেয়ারম্যান" নাটকটি সেই পুরনো ঘরানাকে নতুন মোড়কে উপস্থাপন করেছে। মিতুল খানের রচনা ও পরিচালনায় নির্মিত এই নাটকটি বর্তমান সমাজব্যবস্থার নানা অসঙ্গতি, লোভ, ক্ষমতার অপব্যবহার এবং লোক দেখানো উন্নয়নের বাস্তব প্রতিচ্ছবি।
নাটকের মূল উপজীব্য একটি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন ও সেই নির্বাচনের পেছনের কোটি টাকার খেলা। গল্পে উঠে এসেছে ক্ষমতালোভী প্রার্থীদের চরিত্র, নির্বাচনী প্রচারাভিযানের নাটকীয়তা এবং গ্রামের সাধারণ মানুষের আশা-নিরাশার চিত্র। অনামিকা মন্ডলের চিত্রনাট্য সহজ ও বুদ্ধিদীপ্ত, যেখানে প্রতিটি চরিত্র বাস্তব ও বিশ্বাসযোগ্য।
নিলয় আলমগীর চেয়ারম্যান চরিত্রে যথেষ্ট সাবলীল ও বিশ্বাসযোগ্য ছিলেন। তার অভিনয়ে ক্ষমতার লোভ ও কৌশল ফুটে উঠেছে চমৎকারভাবে। জান্নাতুল সুমাইয়া হিম এবং সাইদুর রহমান পাভেল সহ অন্যান্য অভিনেতারাও চরিত্রানুযায়ী ভালো পারফর্ম করেছেন। বিশেষ করে শিবলু মৃধা ও জাহিদ ইসলামের সংলাপ ও এক্সপ্রেশন নাটকের হাস্যরস ও তীক্ষ্ণতাকে আরও জীবন্ত করেছে।
বিকাশ সাহার সিনেমাটোগ্রাফি গ্রামীণ আবহকে সুন্দরভাবে ধারণ করেছে। সালাউদ্দিনের সম্পাদনা ও রঙের কাজ নাটকটিকে পেশাদারী রূপ দিয়েছে। নাসিফ অনির ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের বিভিন্ন দৃশ্যে উপযুক্ত আবেগ জাগাতে সাহায্য করেছে।
অপূর্ব অভির ফটোগ্রাফি ও নাহিদ হোসেনের পোস্টার ডিজাইনও চোখে পড়ার মতো। পুরো নাটকটির প্রোডাকশন ভ্যালু যথেষ্ট উচ্চমানের, যা ময়ূর এন্টারটেইনমেন্ট-এর প্রযোজনায় আরও নিখুঁত হয়েছে।
"কোটি টাকার চেয়ারম্যান" কেবল একটি বিনোদনধর্মী নাটক নয়—এটি সমাজের ক্ষমতা, দুর্নীতি, এবং রাজনৈতিক নাটকের বাস্তব প্রতিচ্ছবি। এটি দর্শকদের হাসাবে, চিন্তায় ফেলবে এবং প্রশ্ন তুলবে এই সমাজ কি আসলেই বদলাবে?
দেখা উচিত তাদের জন্য যারা রাজনৈতিক ব্যঙ্গ, গ্রামীণ প্রেক্ষাপট ও বাস্তবধর্মী গল্প পছন্দ করেন। বর্তমানে আমাদের দেশের যা কিছু চলতেছে সবকিছু এই নাটকের মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আশা করি যারা এই নাটকটি দেখবে বর্তমানে আমাদের দেশের রাজনৈতিক চিত্র একটু হলেও বুঝতে পারবে।
আমরা সবাই জানি এখন নির্বাচন মানেই টাকার খেলা। নির্বাচনের সময় লাখ টাকা খরচ করে কোটি টাকা দুর্নীতি করবে। জানিনা বাংলাদেশে এই খেলা কখন শেষ হবে। কখন বাংলাদেশের মানুষ বুঝতে পারবে।
নাটকের লিংক-
রেটিং পয়েন্ট-
৬/১০
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
https://x.com/RamimHa74448648/status/1952739075963674894?t=_5mFn5QxdPOQo_qZd-oaiQ&s=19
https://x.com/RamimHa74448648/status/1952739563543183445?t=rYDcoQ4sQA0doLZDiNXD_A&s=19
এরকম নাটকগুলো আমি আগে একটু বেশি দেখে থাকতাম। তবে এখন আর খুব একটা নাটক দেখা হয় না। আমি মুভি দেখতে একটু বেশি ভালোবাসি। আর তাই সময় পেলে মুভি বেশি দেখা হয়। কিন্তু মাঝেমধ্যে আবার নাটকও দেখার জন্য চেষ্টা করি। সুন্দর সুন্দর এবং শিক্ষনীয় নাটকগুলো আমার অনেক বেশি পছন্দের। আপনি যে নাটকের রিভিউ করেছেন, এটা যদিও দেখি নিই। তবে রিভিউটা পড়ে অনেক ভালো লাগলো।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ আপনি আজকে আমাদের সবার মাঝে শেয়ার করে নিয়েছেন। নাটকটার রিভিউ পড়তে আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর সুন্দর নাটকগুলো আমি অনেক পছন্দ করি। নাটকটা না দেখা হলেও রিভিউটা পড়ে ভালো লেগেছে। এত সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
মাঝেমধ্যে এরকম ভিন্নধর্মী নাটকগুলো দেখতে ভালই লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। যদিও এই নাটকটি এখনো দেখা হয়নি। রিভিউ পড়ে আমার কাছে নাটকটি বেশ ভালই লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
এরকম মজার মজার নাটক দেখতে সত্যি ভালো লাগে ভাই। আমি যখন সময় পাই তখন নাটক দেখি। অসাধারণ নাটকের ভিডিও আপনি শেয়ার করেছেন আজকে। সময় পেলে নাটকটি পুরোপুরি দেখার চেষ্টা করব।
ভাইয়া আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।যদিও নাটকটি দেখা হয়নি তবে নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো।ভাবছি সময় করে নাটকটি দেখে নিবো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার নাটকের রিভিউ পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ আর নিলয় আলমগীর এবং হিমির নাটকগুলো এমনিতে অনেক সুন্দর হয়ে থাকে। আজকে যেভাবে আপনি এত চমৎকার একটি বিষয়কে কেন্দ্র করে এই নাটকের রিভিউ শেয়ার করেছেন তা পড়ে অনেক বেশি ভালো লাগছে৷ ধন্যবাদ আপনাকে চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷