নাটক রিভিউ || "শালিক বালিকা"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "শালিক বালিকা"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | শালিক বালিকা |
---|---|
গল্প | মাহমুদ মাহীন |
পরিচালনা | মাহমুদ মাহীন |
অভিনয়ে | ইয়াশ রোহান, তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ৫৩:৪২ |
প্রথমেই দেখা যায় নাটকের নায়িকাদের বন্ধুদের সাথে এটা জায়গায় বসে এসএসসির একটা রেজাল্ট নিয়ে কথা বলছে। এই অংশটুকু মূলত নাটকের মাঝখানের দিকের একটা অংশ ছিল। নাটকে নায়িকা স্কুলে থাকতে মোটামুটি খারাপ একটা স্টুডেন্ট ছিল অর্থাৎ পড়ালেখায় খুব একটা মনোযোগী না। তারপর হঠাৎ একদিন তাদের গ্রামের স্কুল একটা স্যার আসে ঢাকা থেকে। সে স্যার কে দেখে নায়িকা পছন্দ করে ফেলে। সে স্যার টাই মূলত এই নাটকের নায়ক। এভাবে বেশ কিছুদিন চলছিল। নায়িকা বেশ কয়েকবার বলেছেও কিন্তু স্যার ভাবতো এগুলো পাগলামি। কিন্তু নায়িকা সত্যিই ভালোবাসতো। এভাবেই যাচ্ছিল।
নায়িকার অনুরোধে সেই স্যার তাকে বাসায় পড়াতে আসতো। নায়িকার মা নেই। তার বাবা গ্রামের প্রভাবশালী একজন লোক ছিলো। তো, যেহেতু নায়িকা পড়াশুনায় মনোযোগী না তাই স্যার পড়াতে আসলেও সে পড়াশুনা করত না উল্টো দুষ্টামি করত। পরে একদিন ওর স্যার বলে ও যে এসএসসি তে এ+ পায় তাহলে স্যার ওর সাথে সম্পর্ক করবো। এই আশা নিয়ে সে পড়াশুনা শুরু করে ভালো মত। পরে যখন রেজাল্ট বের হয় সে স্কুলের সবচেয়ে ভালো রেজাল্ট করে। কিন্তু পরে জানতে পারে ওই স্যার ঢাকায় চলে গেছে কিন্তু নায়িকা কিছুই জানে না।
তারপর নায়িকাও ঢাকা চলে আসে পড়াশোনা করার জন্য। পড়াশোনার পাশাপাশি সে প্রত্যেক দিন তার ওই স্যারকে খুঁজতো। প্রত্যেকদিন সে স্টেশনে দাঁড়িয়ে থাকতো। এভাবে করে চার বছর কেটে গেল । তারপর হঠাৎ একদিন সে একটা বাসে তার স্যার এর দেখা পায়। পরে স্যারের কাছ থেকে জানতে চাই কেন সে গ্রাম ছেড়ে তাকে কিছু না বলে চলে এসেছে। পরে সে জানতে পারে যে তার বাবা তার স্যারকে জোর করেছে গ্রাম থেকে চলে আসার জন্য। সবশেষে স্যার ও বলে যে এতগুলো বছর সে তাকে অনেক মিস করেছে। পরে তারা বিয়ে করে নায়িকার বাবার কাছে যায় আর বাবাও সব মেনে নেয়। এভাবেই শেষ হয় নাটক।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
বরাবরই একটু ভিন্ন ধরনের গল্পের নাটক গুলো দেখতে আমার কাছে ভালো লাগে। এটাও সেরকম একটা গল্প ছিল। নাটকটা মুলুত রোমান্টিক একটা গল্প ছিল। আর নাটকে মেইন যে জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা হচ্ছে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করা। আরেকটা বিষয় হচ্ছে মন থেকে কাউকে খুঁজলে তাকে একদিন না একদিন খুঁজে পাওয়া যায়। সব মিলিয়ে আমার কাছে মোটামুটি ভালই লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1956404156668997844?t=GJ4tRxIpq8TYASDLKpD28Q&s=19
এই রকম সুন্দর সুন্দর নাটক রিভিউ যত পড়ি তত ভালো লাগে।আজ আপু আপনি শালিক বালিকা নাটকের রিভিউ শেয়ার করেছেন।এত সুন্দরভাবে নাটক রিভিউ শেয়ার করেছেন আপু আপনি যে রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হবে না কারোর ।এত সুন্দর একটি নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। আজকে আপনি দারুন একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিভিউ টা শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
নাটকটি দেখতে আমার কাছেও বেশ ভালোই লেগেছে। সম্ভব হলে দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
শালিক বালিকা নাটকের ট্রেইলার কিছুদিন আগে দেখছি আপু।তবে ইয়াশ রোহানের সাথে তটিনীর অভিনয় আমার কাছে অনেক ভালো লাগে।যাই হোক আপনার পুরো নাটকের রিভিউ পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
নাটকটি আমার কাছেও বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
একেবারে চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার নাটকের রিভিউ পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি এখানে সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেভাবে সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে এই নাটকের রিভিউ শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে অসাধারণ একটি নাটক সম্পর্কে জানতে পারলাম৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷৷
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।