নাটক রিভিউ || "দাঁড়ালে দুয়ারে"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "দাঁড়ালে দুয়ারে"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | দাঁড়ালে দুয়ারে |
---|---|
গল্প | হাসিব হোসাইন রাখি |
প্রযোজক | তানভীর মাহমুদ |
পরিচালনা | রাফাত মজুমদার রিংকু |
অভিনয়ে | ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ৫০:৫২ |
নাটকে নায়কের নাম থাকে রায়হান আর নায়িকার নাম কেয়া। কেয়া রায়হানকে আগে থেকে চিনলেও রায়হান আগে থেকে তাকে চিনত না। হঠাৎ করে একদিন একটা ঘটনার মাধ্যমে রাস্তায় তাদের দেখা হয়। তারপর তারা এসেছে চা খেতে বসে এবং কেয়া বলে যে সে রায়হানকে আগে থেকে চিনে। তারপর কেয়া বলে যে একটা কোচিংয়ে তারা দুজনেই ক্লাস নিত। সেভাবে পরিচয় হয়। কেয়া সেখানে বসে রায়হানের নাম্বারটা নিয়ে নেয়।
তারপর সেদিন রাতে কেয়া তাকে কল দেয়। অন্যদিকে রায়হান ও কেয়ার কলের অপেক্ষায় ছিলো। তারপর তাদের কথা হয়। এর মধ্যেই তারা দুজনেই তাদের পছন্দের কথা বলে দেয় একে অপরকে। এভাবে তাদের মধ্যে সম্পর্ক শুরু হয়। কেয়ার পরিবারে শুধু তার বাবা আছে। অন্যদিকে রায়হানের পরিবারে তার ভাই ও ভাবি আছে। তাদের সম্পর্ক টা বেশ ভালো চলছিল। তবে সমস্যা ছিল রায়হানের কোনো চাকরি ছিলো না।
অন্যদিকে কেয়ার বাবা তাকে কিছু না জানিয়ে কেয়ার ফুফাতো ভাইয়ের সাথে কেয়ার বিয়ে ঠিক করে। পরে অবশ্য জানতে পেরেছে। তখন কেয়া রায়হান কে তার বাবার সাথে দেখা করিয়ে দেয়। তবে যেহেতু ওর চাকরি ছিলো না তাই কেয়ার বাবা এটা মেনে নেয় না। এরপর থেকে রায়হান কেয়ার থেকে দূরে দূরে থাকতো। কেয়া রায়হান কে বলে যে পালিয়ে বিয়ে করে ফেলতে তবে রায়হান রাজি হয় না।
তারপর কেয়ার বাবা দেখে যে কেয়া এটার জন্য খুবই কষ্ট পাচ্ছে তাই উনি রায়হানের সাথে কথা বলে। উনি রায়হানের কাছে ক্ষমা চায় কারণ উনি ইচ্ছা করে রায়হান কে কাজ থেকে বের করে কেয়ার কাজিন কে কাজ টা দেয়। পরে কেয়ার বাবার অনুরোধে রায়হান রাজি হয়ে যায়। তবে এসব কিছুই কেয়া জানত না। কেয়ার এঙ্গেজমেন্ট এর দিন রায়হান কে নিয়ে ওর বাবা আসে আর কেয়া কে সারপ্রাইজ দেয়। এভাবেই নাটক টা শেষ হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
এদের জুটি টা আমার বরাবরই খুব ভালো লাগে। এই নাটকের গল্পটা অসাধারণ ছিল। নাটকের শিক্ষনীয় কোন ব্যাপার সেভাবে ফুটিয়ে তোলা হয়নি। তবে নাটক একটা হ্যাপি এন্ডিং ছিল এটাই বেশ ভালো লেগেছে। আর সেই জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা হল একজন মানুষকে ভালবাসতে হলে নির্দিষ্ট কিছু কারণ লাগে না। কোন কারণ ছাড়াই একজন মানুষকে ভালোবাসা যায় এবং সে মানুষটার মায়ায় পড়া যায়। এ ব্যাপার গুলো নিয়ে মূলত নাটকটা সাজানো।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1915000493300204021?t=Ltak0Raz0iNClfay-YIpkA&s=19
https://x.com/IsratMim16/status/1915001476478640196?t=SjqEgOePTuZklOdxPJd1OA&s=19
https://x.com/IsratMim16/status/1915001852414005610?t=U3fTeVAtu-Ht2iaq3ARW0A&s=19
নাটক রিভিউ পোস্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আর এই নাটকটি ও আমার কাছে অসাধারণ লেগেছিল। আমিও কয়েকদিন আগে নাটকটি দেখেছিলাম। মাঝেমধ্যে সময় পেলে দেখা হয় নাটক। কিন্তু আমি প্রচুর ব্যস্ত থাকি তাই কম সময় পাই। আপনার এই নাটক রিভিউ পোস্টে আমার কাছে দুর্দান্ত লেগেছে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
দাঁড়ালে দুয়ারে এই নাটকটি খুবই সুন্দর । নাটকটি আমি দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার নাটক রিভিউ খুবই দুর্দান্ত হয়েছে । ধন্যবাদ আপনাকে আপু।
ঠিকই বলেছেন নাটকটি দেখতে আমার কাছে খুব ভালোই লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ওয়াও আজকে আপনি চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে নাটক রিভিউ শেয়ার করেছেন। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। ধন্যবাদ আপু আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা অবিরাম।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন সেটি যেরকম সুন্দর হয়েছে তেমনি যেভাবে নাটককে ফুটিয়ে তুলেছেন আমি এই নাটকটি সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম৷ অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷