নাটক রিভিউ || "তোমাদের গল্প"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "তোমাদের গল্প"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি গতকাল রাতে দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | তোমাদের গল্প |
---|---|
গল্প | সিদ্দিক আহমেদ |
পরিচালনা | মোহাম্মদ মোস্তফা কামাল রাজ |
অভিনয়ে | ফারহান আহমেদ জোভান, তানজিম সাইয়ারা তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ০১:৩২:১০ |
নাটকে নায়ক হচ্ছে রাতুল এবং নায়িকা শালু। রাতুল ছোটবেলা থেকে তার মায়ের সাথে শহরে থাকে। তার পরিবার বলতে শুধুমাত্র তার মা আছে। তার বাবা অনেক ছোটবেলায় মারা যায়। এছাড়া তার রক্তের সম্পর্কের আর কেউ নেই। তার বাবা ছোটবেলায় পালিয়ে বিয়ে করেছে যার কারণে তার দাদা দাদির পরিবার তার বাবা-মাকে মেনে নেয়নি। এই কারণে সে ছোটবেলা থেকে কাউকেই চিনে না। হঠাৎ একদিন তার দাদি তার মাকে কল দিয়ে বলে যে এই ঈদ তিনি তার সব নাতি নাতনিদের সাথে করতে চায়। তখন রাতুলের মা তাকে বলে গ্রামে যাওয়ার জন্য। তবে রাতুল প্রথমে একটু রাগ করে। সে বলে যারা ছোটবেলা থেকে খবর নেয়নি এখন কেন তাদের কাছে যাব। তবে তার মা তাকে জোর করে গ্রামে পাঠায়।
গ্রামে যাওয়ার পর তার দুই চাচা চাচি এবং দাদির সাথে দেখা হয়। তার বড় চাচা চাচী দুজনেই খুব ভালো এবং রাতুরকে বেশ আদর করে তবে তার ছোট চাচা চাচী তাকে তেমন একটা দেখতে পারে না। তারা বারবার বলে সে সম্পত্তির কারণে এত বছর পরে এসেছে। বাকি সবাই তাকে খুবই আদর করতো। তার ছোট চাচার মেয়ে হচ্ছে শালু। আর তার আরো দুইজন চাচাতো ভাই বোন আছে। প্রথম প্রথম রাতুলের গ্রামে এডজাস্ট করতে অনেক সমস্যা হচ্ছিল। তখন তার মা তাকে বলেছে যে ঈদের দিন পর্যন্ত কষ্ট করে থাকার জন্য। রাতুল ঈদের দিন পর্যন্ত গ্রামে ছিল। এর মধ্যে সে তাদের সবার আদর পেয়ে বেশ খুশি হয়েছে।
ঈদের দিন নামাজ পড়ে তারা সবাই মিলে রাতুলের বাবার এবং দাদার কবর জিয়ারত করে। তারপর তারা বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে। তার কিছুক্ষণ পর রাতুল শহরের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রাম থেকে সবাইকে ছেড়ে যাওয়ার সময় তার নিজেরও খুব খারাপ লেগেছে। আর এই কয়েকদিনের মধ্যে শালু কে হে ভালবেসে ফেলেছিল।
রাতুল শহরে যাওয়ার পর গ্রামের সবাইকে অনেক মিস করেছে। সবাই তাকে যেভাবে আগলে রাখত সে এই কথাগুলো বারবার কল্পনা করতো। তার মায়ের সাথে শেয়ার করার পর তার মা বলে যে গ্রামে একটা কল দেওয়ার জন্য। তখন রাতুল গ্রামে কল দেয়। এর মধ্যে রাতুলের দাদীর সাথে রাতুলের মায়ের কথা হয়। তখন রাতুলের দাদি বলে এবার যেন রাতুলের সাথে তার মা আসে। কারণ রাতুলের দাদি যে কাজটার জন্য যেতে বলেছে সেই কাজটা হয়নি। এটা শুনে তারা দুজনেই খুব খুশি হয়।
রাতুল তার মাকে নিয়ে গ্রামে চলে যায়। এবার গ্রামে যাওয়ার সময় সে খুব খুশি ছিল। এবার তাদের গ্রামে যাওয়ার কারণ হচ্ছে সম্পত্তির ভাগাভাগীর ব্যাপারে। তার দাদা রাগ করে রাতুলের ২ চাচার নামে সম্পত্তি দিয়ে গিয়েছে তার বাবার নামে কোন সম্পত্তি দেয়নি। তাই রাতুলের দাদি ঠিক করেছেন উনার যে সম্পত্তি রয়েছে তা তিনি রাতুলকে দিয়ে যাবেন। এতে করে তার ছোট চাচা একটু রাগ দেখায়। তখন রাতুল বলে যে সে সম্পত্তি চায় না সে তার রক্তের মানুষগুলোর সাথে একটু ভালো থাকতে চায়। এটা শুনে তার ছোট চাচা চাচি কান্না শুরু করে। আসলে ওরাও রাতুল কে আদর করত তবে একটা রাগের কারণে তারা এটা দেখাতো না। রাতুলের চাচারা রাগ করেছিল যে একটা মেয়ের সাথে দুই তিন বছরের সম্পর্কের কারণে রাতুলের বাবা তার পুরো পরিবার ছেড়ে চলে যায়। আর এই কারণেই তারা তাদের ভাইকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। এই জন্য রাতুলের চাচা রাতুল কে দূরে সরিয়ে রাখত। যখনই রাতুলকে দেখতো তখনই তার ভাইয়ের জন্য খুবই খারাপ লাগতো। তারপর তাদের সবার মধ্যে মিল হয়ে যায়।
এর মধ্যে রাতুল শালু কে বিয়ের প্রস্তাব দেয় একটা নূপুর দিয়ে। এই নুপুর দিয়ে রাতুলের বাবা তার মাকে প্রপোজ করেছে। শালু ও এ প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তাদের পুরো পরিবার ও এতে রাজি হয়। এভাবে নাটকটা শেষ হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
এই নাটকটা ঈদের সময় রিলিজ করা হয়েছে। তবে আমি কিছুদিন আগে দেখেছি। বরাবরের মতোই ভিন্ন ধর্মী গল্পের নাটক গুলো আমার বেশ ভালো লাগে। এই নাটকটাও সেইরকম ছিল। একটা পরিবারের মধ্যে কি রকম বন্ধন থাকা উচিত সে বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে নাটকে। মানুষের রক্তের সম্পর্ক কতটা গুরত্বপূর্ণ সেটাও দেখানো হয়েছে নাটকে। মানুষ রক্তের সম্পর্ক থেকে যতই দূরে থাক একটা সময় তারা আপন হয়ে যায়। সব মিলিয়ে পুরো নাটকটা আমার কাছে খুবই ভালো লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1919733062927036776?t=iVKZyLzV3fEBegz862tDvw&s=19
https://x.com/IsratMim16/status/1919733567506333834?t=mixpj1ouzyY6dxk1EXg6Pw&s=19
আপু আপনি অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।জোভানের নাটক আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি।তবে পুরো নাটকের রিভিউ পড়ে নাটকটি দেখার আগ্রহ বেড়ে গেলো।সময় করে নাটক টি দেখে নিবো।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
হ্যাঁ সময় করে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে খুব ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আরে বাহ্ আজকে দেখছি আপনি চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন।আমি যদিও তেমন একটা নাটক দেখি না তবে সময় পেলেই নাটক রিভিউ পড়ার চেষ্টা করি। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে এই নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
এরকম সুন্দর সুন্দর নাটকগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যখনই সময় পাই তখনই নাটক দেখার জন্য চেষ্টা করি। আজকে আপনি দারুন একটা নাটকের রিভিউ নিয়ে সবার মাঝে হাজির হয়েছেন। পুরো কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ রিভিউ টা শেয়ার করার জন্য।
আসলে পুরো কাহিনীটা আমার কাছেও বেশ ভালোই লেগেছে। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য।
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
খুবই সুন্দর হয়েছে আপনার আজকের এই নাটকের রিভিউ৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালোই লাগছে৷ একইসাথে এখানে এত সুন্দর একটি নাটক আপনার কাছ থেকে পড়ে যেরকম ভালো লাগছে, তেমনি এখানে নাটকের রিভিউ পড়ে যেন নাটকটি চোখের সামনে ভাসছে৷ তবে আমি আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷