ভিডিওগ্রাফি পোস্ট।। হলুদের সমারোহ সরিষা ফুলের ভিডিওগ্রাফি।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
বর্তমান সময়ের বহুল আলোচিত একটি বিষয় হলো সরিষা ফুল। সেই সরিষা ফুলকে ঘিরেই আজকের আমার পোষ্টের আয়োজন। কিছুদিন আগেই গিয়েছিলাম সরিষা ফুলের স্বর্গে। স্বর্গে বললাম কারণ সরিষা ফুলের এই জায়গাটিতে যাওয়ার পর নিমিষেই যেন মনটা ভালো হয়ে গিয়েছিল।
আসলে এখন হয়েছে কি, খুব প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাই না আবার কাজ না থাকলেও বাইরে যাই না তেমন একটা। বাইরের কাজ যখনই শেষ হয়ে যায় তখনই বাসার উদ্দেশ্যে পা বাড়াই। মোটকথা বাইরের পরিবেশ এখন যেন দম বন্ধ হয়ে যাওয়ার মত লাগে। ঘরের পরিবেশটাই এখন যেন নিজের কাছে বেস্ট মনে হয়।
ব্যক্তিগতভাবেই আমি নিরিবিলি পরিবেশ এবং শান্তশিষ্ট পরিবেশকে সবথেকে বেশি ভালোবাসি। সেই ভালোলাগা থেকেই এখন যেন নিজ ঘরেই সব থেকে শান্তি খুঁজে পাই। কিন্তু কিছুদিন আগেই ইচ্ছে করে ঘুরতে গিয়েছিলাম সরিষা খেতে। ভাবছিলাম সরিষা ফুল দেখতে পারবো কি পারবো না। কিন্তু সরিষা খেতে গিয়ে দেখি এ যেন ফুলের স্বর্গে এসে উপস্থিত হয়েছি।
এতটাই ভালো লেগেছিল যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। গিয়েছিলাম অবশ্য পড়ন্ত বিকেলে ঠিক সে কারণেই সময়টি আরো আনন্দজনক হয়ে উঠেছিল। সেই সরিষা ফুলে সাথে কাটানো আনন্দঘন একটি মুহূর্তের ভিডিওগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সেই সাথে বেশ কয়েকটি ফটোগ্রাফিও শেয়ার করে দিয়েছি।
🔗ভিডিও লিংক:🔗
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
বাহ দারুণ একটি ভিডিওগ্রাফি শেয়ার করলেন ভাইয়া আপনি দেখে তো মুগ্ধ হয়ে গেছি। বিশেষ করে আপনার শেয়ার করা ফটোগ্রাফি দেখে আমার খুব ভালো লেগেছে। ভিডিওটি দারুণ ভাবে ক্যাপচার করলেন। সরিষার ফুল এই ভিডিওগ্রাফিটি আমার কাছে বেশ চমৎকার লেগেছে দেখে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বর্তমান সময়ে সব জায়গাতে হলুদ সরিষা ফুলের সমারোহ। আপনার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। যতদূর চোখ যায় পুরোটাই হলুদ সরিষা ফুল। আপনার ভিডিওগ্রাফির প্রথম দিকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর একটা দৃশ্য দিয়ে এটা শুরু করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।
শীতের সময়টাকে আরও আকর্ষণীয় করে তুলতে সরিষা ফুলের তুলনা নেই। একমাত্র শীতকালেই যেদিকে তাকাই শুধু সরিষা ফুলে ফুলে ভরা থাকে। আমার তো ইচ্ছে করে ক্ষেতের মধ্যে থেকে যাই। এবার গ্ৰামে গিয়ে আমিও এই সুন্দর সৌন্দর্য উপভোগ করেছি। আপনার ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো। আপনার হলুদের সমারোহ কে খুব সুন্দর ভাবে ভিডিওর মাধ্যমে ক্যামেরা বন্দি করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
নিরিবিলি এবং শান্ত শিষ্ট পরিবেশকে অনেক বেশি পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো ভাই। এটা ঠিকই বলেছেন সরিষা ফুলের স্বর্গই। অনেক সুন্দর ভিডিওগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমন জায়গায় গিয়ে হারিয়ে যেতে ইচ্ছা করে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
আজকে আপনি অনেক সুন্দর সরিষা ফুলের ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার চমৎকার এই সরিষা ফুলের ভিডিও দেখে মুগ্ধ হয়েছি। এক্কেবারে অসাধারণভাবে ভিডিওটা ধারণ করে দেখিয়েছেন আপনি।
শীতের সৌন্দর্যের অনেকটা অংশ জুড়ে রয়েছে সরিষা ফুল। সরিষা ফুলের অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। ঠিকই বলেছেন ভাইয়া, সরিষা ফুল হলো স্বর্গ। সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন। সুন্দর ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো।সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়া।
অনেক সুন্দর হলুদের সমারোহ সরিষা ফুলের ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাইয়া আপনি। আপনার করা ভিডিওগ্রাফি পোস্ট আসলেই অনেক বেশি সুন্দর হয় । ভিডিওগ্রাফির সঙ্গে বর্ণনা ও সুন্দর করে করেছেন ভাইয়া আপনি। সুন্দর এই সরিষা ফুলের ভিডিওগ্রাফি পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Daily task.

https://x.com/mdetshahidislam/status/1881334110343561602?t=yoDKYQbu2WzKch53JT-Zaw&s=19