গান কভার:)- আমার একটা সাথী ছিলো দেশের বাড়ীতে।
"বিনোদন প্রেমিকদের কে স্বাগতম" |
---|
![]() |
---|
শুভ বিকেল 💞
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবোগান কভার:)- আমার একটা সাথী ছিলো দেশের বাড়ীতে। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।
- গান:- আমার একটা সাথী ছিলো দেশের বাড়ীতে।
- শিল্পী:- এস ডি রুবেল।
- কভার:- @limon88.
প্রতি সপ্তাহের ন্যায় আজকেও একটি গান কভার নিয়ে হাজির হলাম। প্রতি সপ্তাহে একটি করে গান কভার করে আপনাদের কে বিনোদন দিতে পারলে ভীষণ ভালো লাগে। আজকে মূলত দুপুরের পর অফিসে থেকে ছুটি নিয়েছি। হয়তো যারা আমার পোস্ট ভিজিট করেন তারা বলতে পারবেন আমার শশুর অসুস্থ। এইজন্য মূলত আজকে দুপুরের পর ছুটি নিয়েছি। অফিসে থেকে বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। এর পরে ভাবলাম যে মিরপুর যাবো রাতে আসতে দেরি হবে এজন্য একটা গান কভার করে ফেলি। এর পরে ফ্রি হয়ে পছন্দের একটি গান কভার করলাম। গানটির নাম হচ্ছে আমার একটা সাথী ছিলো দেশের বাড়ীতে। এক সময়ের জনপ্রিয় একটি গান। এধরনের গান গুলো যত শুনি তত বেশি ভালো লাগে। আমি আমার সর্বোচ্চ দিয়ে গান কভার করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। নিচে গানের ভিডিও লিংক শেয়ার করলাম। গানটি শুনে আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞
গানটির লিরিক্স:-
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে
মিষ্টি প্রেমের লিখতো চিঠি প্রতি মাসেতে
হঠাৎ একদিন খবর এলো
সাথীর নাকি বিয়ে হলো
আমার অজান্তে
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
কাজের ফাকে যেতাম ছুটে
দেখতে সাথীর মুখ..
রেশমি চুড়ি কাজল টিপে
খুঁজে পেতো সুখ
কাজের ফাকে যেতাম ছুটে
দেখতে সাথীর মুখ
রেশমি চুড়ি কাজল টিপে
খুঁজে পেতো সুখ..
এক পলকে দেখে সে আমায়...
আসতো ছুটে বুকে জড়াতে...
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
বিকেল বেলা পুকুর ঘাটে
জমতো আসর বেশ
মাছ ধরারি ছলে প্রেমের
গল্প হতো শেষ
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে
আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে
মিষ্টি প্রেমের লিখতো চিঠি প্রতি মাসেতে
হঠাৎ একদিন খবর এলো
সাথীর নাকি বিয়ে হলো
আমার অজান্তে
এখন বলো দেশে যাবো কার আশাতে
এখন বলো দেশে যাবো কার আশাতে
=== 💘 ধন্যবাদ সবাইকে 💘 «««
বিভাগ | গান পোস্ট। |
---|---|
ডিভাইস | realme 9 |
বিষয় | আমার একটা সাথী ছিলো দেশের বাড়ীতে। |
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
কভার | @limon88 |
![]() |
---|
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
ভাইয়া আপনার কণ্ঠে গান শোনতে অনেক ভালো লাগলো। বেশ ভালো একটা গান কভার করেছেন।এই সব গান সহজে শোনা হয় না। বেশ ভালো লাগলো গানটি। ধন্যবাদ আপনাকে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
https://x.com/HouqeLimon/status/1858092633450803688?t=joQUgZ47JahOzJ1avQZ09Q&s=19
আপনার শ্বশুরের জন্য দোয়া রইল যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। যাই হোক আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর গান কভার করেন। আপনার গান শুনতে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। এসডি রুবেল এর গিন আপনার কণ্ঠে শুনে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।
আমিন সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
প্রথমেই আপনার শ্বশুরের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আপনি আমাদেরকে অনেক সুন্দর একটি গান গেয়ে শোনালেন। আপনার কন্ঠে গানটি শুনতে খুবই ভালো লাগলো।এত সুন্দর ভাবে গানটি কাভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই গানটা প্রথমবারের মতো শুনলাম। আগে কখনো এই গানটা শোনা হয়নি। নিশ্চয়ই পুরনো একটা গান। আপনি খুব সুন্দর ভাবে পুরো গানটা কভার করেছেন। শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সব সময় খুব সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
প্রথমেই আপনার সুস্বাস্থ্য কামনা করছি। গানটি আমি এই প্রথমবার শুনলাম। আপনার কন্ঠে গানটি শুনতে পেরে অনেক ভালো লাগলো। আপনি নিখুঁতভাবে গানটি আমাদের মাঝে পরিবেশন করেছেন। সুন্দর গানটি আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার শ্বশুরের জন্য দোয়া রইল। প্রত্যেক সপ্তাহে খুব সুন্দর ভাবে আমাদের মাঝে গান উপস্থাপন করেন। আপনার কন্ঠে গানগুলো শুনতে পেয়ে অনেক ভালো লাগে। বেশ সুরেলা কন্ঠে গান আমাদের মাঝে কভার করে শেয়ার করেন। আজকের গানটি আপনার কন্ঠে শুনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই পোস্টটি শেয়ার করার জন্য।
দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আপু।
এই গানটি শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। ছোটবেলায় এই গান অনেক শুনেছি। আপনি অনেক সুন্দর ভাবে গান গেয়ে উপস্থাপন করেছেন ভাইয়া। গান শুনে খুবই ভালো লাগলো।
আপনার কন্ঠে গাওয়া গান গুলো শুনতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে শিল্পী এস ডি রুবেলের একটি জনপ্রিয় গান পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন গাইছেন ভাইয়া।