মগের মুল্লুক😪
হ্যালো,
আমার বাংলা ব্লগ বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদ ও সৃষ্টিকর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো মানুষ কে ফাঁসানোর জন্য ও মানুষের প্রতিবাদী মুখ বন্ধ করার কাজ আমরা সৃষ্টিির সেরা জীব মানুষ কি ভাবে মানুষের প্রতি অন্যায় করি ও মিথ্যা কথা ছরাই এবং বগের মুল্লুক ভাবি।
সৃষ্টির সেরা জীব মানুষ আর এই সৃষ্টির সেরা জীব ভাবতে লজ্জা হয় কখনো কখনো।মানুষ প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য বা প্রতিবাদী মুখ বন্ধ করার জন্য কতো নিচে নামতে পারে।
মনে করুন কেউ একজন তার কর্মস্থলে অবহেলার শিকার হচ্ছে বা নিজের ন্যায্য অধিকার হারাচ্ছে সে তার এবং তার কলিগদের অধিকার আদায়ের জন্য কথা বলছে তখন তার সেই অধিকার এবং প্রতিবাদী ভাষাকে চিরতরে মুছে ফেলানোর জন্য যতো নোংড়ামো করা যায় তা করে থাকে কিছু নোংড়া ব্যাক্তিরা।
তার অধিকারের আওয়াজ ও প্রতিবাদের আওয়াজ বন্ধ করার জন্য কখনো তাকে চরিত্রহীন প্রমাণ করার চেষ্টা করে কখনো তাতে নানান ট্যাগ লাগিয়ে অপরাধী বানানোর চেষ্টা করে। প্রতিবাদী ব্যাক্তিকে নানা ভাবে হয়রানি করবে।চরিত্র নিয়ে কথা বলবে।এক কথায় ডজনে ডজনে অভিযোগ করবে।আমার প্রশ্ন যদি সে এতো বড়ো অপরাধী হয়ে থাকে আপনারা কোথায় ছিলেন তখন। কেন তার নামে কোন অভিযোগদায়ের করেননি।যেহেতু তার নামে এতো অভিযোগ ও অপরাধ প্রমাণ এখন বলছেন তাহলে এতোদিন তার উপরে কোন একশান না নেয়ার কারণে আপনি বড়ো অপরাধী।
মানুষ এতো নোংড়া হতে পারে কি করে তাদের নোংড়া কথাবার্তা শুনলে মনে করি মাঝে মাঝে যে তারা হয়তো চিরজীবনব্যাপী দুনিয়ায় থাকার একটা সার্টিফিকেট নিয়ে এসেছে।
অমানুষ পারে না এমন কোন কাজ নেই।তারা নিজেদের সার্থের জন্য কোন কাউকে অপমান করতে পারে। নিজেদের মিথ্য ঢাকার জন্য ধরাকে সরা বানাতে পারে।তারা যা করবে তা সঠিক আর অন্যরা যা করে তাই ঠিক।
এমন এক অবস্থা যে সে যদি বলে সূর্য পশ্চিম দিকে ওঠে সেটাকেই মানতে হবে বা মানাতে বাধ্য করার চেষ্টা করবে।অন্য মানুষ কে অসম্মান করবে কিন্তুু সেই মানুষ যদি প্রতিবাদ করে তাহলে তা অন্যায় ভাবে প্রতিহত করবে।
সব থেকে আশ্চর্য যে তারা প্রতিপক্ষ কে ফাঁসাতে নিজের পরিবারের ক্ষতি করতেও দ্বিধা করে না।সেই ব্যাক্তিদের লেকচার শুনলে মনে হয় মাত্র স্বর্গ থেকে নেমে এসেছে কিন্তুু তাদের সাথে মতের পার্থক্য হলেই সর্বনাশ ঘটে যাবে।
তারা যাকে ইচ্ছে অসম্মান করবে যাকে ইচ্ছে নিজের মতের সাথে তাল মিলিয়ে চলতে বাধ্য করবে কিন্তুু তার প্রতিবাদ করা যাবে না। প্রতিবাদ করলেই তুমি শেষ। জীবনের ঝুঁকি। সে যে ভাবে চলবে সে যে ভাবে যে কৃষ্টি-সংস্কৃতিতে অভ্যাস্ত তোমাকে ও তা করতে বাধ্য করবে।তাদের একটাই কথা আমি যদি ভাত খাই তোমাকেওতো ভাতেই খেতে হবে কোন ভাবেই তোমাকে পোলাও খেতে দেয়া হবে না।
সেই ব্যাক্তিরা মুখে মানে মিথ্যা বলা মহাপাপ কিন্তুু সেটা তাদের জন্য নয় তারা মিথ্যা বল্লে পূর্ণ হয়।দিন দিন পৃথিবীটা কেমন জানি বিবর্ণ বিধস্ত হয়ে যাচ্ছে। সৃষ্টির সেরা জীব মানে কুকুর বিড়াল,সব পশু পাখিদের মনে হয় এবং নিকৃষ্ট মনে হয় মানুষ জাতিকে।
আগের দিনে মানুষ ভয় পেতো পশুদের কে এখন মানুষের ভয়ের কারণ মানুষ। কথায় আছে পশুর আক্রোশ থেকে বাঁচা সম্ভব কিন্তুু মানুষের আক্রোশ থেকে নয়।এখন মানুষ মানুষের শত্রু।কখন আপনি আমি আমরা মানুষ নামের পশুর আক্রমণের শিকার হবো তা জানি না।পৃথিবীর কিছু মানুষ পৃথিবীটাকে মবের মুল্লুক ভাবে।
বাইরে, ঘরে,চলার পথে আমরা কেউ মানুষের কাছে নিরাপদ নই।বিপদে পড়লে কোন মানুষের কাছে সাহায্য পাওয়ার আশা করাটা আজ বিলাসিতা। সবার একটা জিনিস মনে রাখা উচিত আমি যেমন ব্যাবহার করবো প্রকৃতি আমাদেরকে ছার দেয় ছেরে দেয় না।
আমাদেরর প্রতিটি হিসাব দিতেই হবে আজ নয়তো কাল।বেঁচে থাকতে নইলে মরার পর সব তোলা থাকবে।সবাই কে সন্মান করা শেখা মানুষত্বের কাজ।মনের পশুকে বলি দেয়া প্রতিটি মানুষের উচিত
আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
মানুষ যেমন সৃষ্টির সেরা জীব ঠিক এখন৷ ততোটাই নিকৃষ্টতম প্রাণীতে পরিণত হয়েছে মানুষ।এখন সবাই নিজের স্বার্থের জন্য সবকিছুই করতে পারে কেউ কারো ভালো চায় না এটাই বর্তমান পরিস্থিতি।কিছু বলার নাই যা হচ্ছে যা হবে সবকিছু মুখ বুঁজে সহ্য করতে হবে।সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঠিক সৃষ্টির সেরা জীবন নিকৃষ্টতম হিসেবে পরিচিয় দিচ্ছে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমরা বর্তমানে এমন একটা যুগে বসবাস করছি সেখানে মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশা নিতান্তই বোকামি ছাড়া কিছুই না। আপনি সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন আপু। বেশ ভালো লাগলো পড়ে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।