ছোট ছেলে আয়ানকে নিয়ে প্রথম কোথাও বেড়াতে যাওয়া:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। |
---|
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা আজ আমি ছোট্ট একটি ভ্রমন কাহিনী নিয়ে আপনাদের মাঝে একটি পোস্ট শেয়ার করব। বন্ধুরা এখানে ভ্রমণ বলতে ঘোরাঘুরি বোঝাচ্ছি আর কি। যাইহোক এটা হচ্ছে রমজানের ঈদে আমার শালার শ্বশুরবাড়িতে বেড়াতে যাওয়ার একটি ঘটনা।
![]() |
---|
চিত্র: এক
আসলে আমার খুব একটা বেড়ানো হয় না। অফিস থেকে খুব একটা ছুটি পাওয়া যায় না, যদি কখনো ছুটি হয়, তাহলে দেখা যায় আপনজন কারো বাড়িতে গিয়ে বেড়িয়ে আসি। অনেকদিন ধরে আমাকে আমার শালার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলতেছিল কিন্তু আমার আর সময় হয়ে উঠতে ছিলনা। যাই হোক সর্বশেষ সময় করে বের হলাম।
![]() |
---|
চিত্র: দুই
বাড়ি থেকে আমরা একটি ভ্যান নিয়ে সরাসরি তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তাদের বাড়িতে পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজে গেল। গিয়ে আমরা হালকা কিছু খাবার খেলাম । যেহেতু আমি প্রথমবার শালার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম সে ক্ষেত্রে আমার আপ্যায়ন অনেকটাই বেশি ছিল। এবং আমি বুঝতে পারছিলাম যে আমরা তাদের বাড়িতে যাওয়ায় তার অনেক খুশি হয়েছিল। এরপর জুমার নামাজ পড়ে এসে দুপুরের খাবার খেলাম। খাবার খেয়ে আমরা অনেকক্ষণ রেস্ট নিলাম । রেস্ট নেওয়ার পর যখন চলে আসব তখন দেখলাম তারা আমাদের জন্য গিফটের ব্যবস্থা করেছে ন।
![]() |
---|
চিত্র: তিন
আমার জন্য এবং আমার ছোট ছেলের জন্য কিছু গিফট এর ব্যবস্থা করেছিল সেগুলো আমাদের হাতে তুলে দিল আমার জন্য একটি প্যান্ট কয়েকটি শার্টের কাপড় কিনেছিল এবং ছেলে আয়ানের জন্য জামা এবং প্যান্ট দিয়েছিল, যা আপনারা আয়ানের পরনে দেখতে পাচ্ছেন। আয়ান নতুন জামা পরে অনেক অনেক খুশি হয়েছিল এটা আসলে সরাসরি না দেখলে বলে বোঝানো যাবে না।
![]() |
---|
চিত্র: চার।
এরপর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে আসার পথেই আমি আমার ছোট ছেলে আয়ান কে কোলে নিয়ে রওনা হলাম এবং আমরা যে পথ ধরে আসতে ছিলাম সে পথের দু'পাশেই ছিল ধনেপাতা ফুল। তা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, ছেলেকে দাঁড় করিয়ে কয়েকটি ছবি তুললাম। আর এভাবেই আমরা সেদিন আমাদের বেড়াতে যাওয়ার পর্ব শেষ করলাম।
আসলে এভাবে মাঝে মাঝে বেড়াতে গেলে খুব ভালোই লাগে। আমাদের সবারই উচিত পরিবারের সবাইকে নিয়ে মাঝে মাঝে কোথাও ঘুরে আসা, তাহলে সবার মন-মানসিকতাই ভালো থাকবে। বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটু ভ্রমণ কাহিনী ।আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে আপনাদের মতামত জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে।
পোস্টের সাথে সম্পর্কিত যা যাঃ |
---|
ডিভাইস | Techo provoir 4 |
---|---|
ক্যামেরা | 13MQUAD |
ক্যামেরায় | @azizulmiah |
লোকেশন | মাদারীপুর |

নতুন কোথাও ঘুরতে গেলে অনেক বেশি আদর আপ্যায়ন পাওয়া যায় ভালই লাগে । আপনাকে অনেক আপ্যায়ন করলো আবার সাথে গিফট দিয়ে দিল । ভালই হয়েছে সময় করে যেয়ে আপনি ভালো করেছেন । আসার পথে তারপর আবার সুন্দর সুন্দর ছবিও তুলেছেন ছেলের আয়ানের সাথে। ধনিয়া পাতা ফুলগুলো দেখতে ভালো লাগছে ।
প্রথমবার আপনি আপনার শালার শ্বশুর বাড়িতে গিয়েছিলেন জেনে ভালো লাগলো ভাইয়া। মাঝে মাঝে পরিবার নিয়ে কোথাও ঘুরতে যেতে অনেক ভালো লাগে। আপনার পোস্ট দেখে ভালো লাগলো। আর আপনার বাবুকে দেখেও ভালো লাগলো।