ব্ল্যাক অ্যাডাম||মুভি রিভিউ পার্ট-১
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আমি আপনাদের একটি সুপার হিরো মুভির রিভিউ দেব।
আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতি শুক্রবার একটি করে মুভি দেখব আর শনিবার তার রিভিউ দেব।কিন্তু সার্ভার ডাউনের কারনে আজ দিতে হচ্ছে।
ব্ল্যাক অ্যাডাম মুভি টি সুপার হিরো জনরার মুভি।এই মুভির প্রধান চরিত্র ব্ল্যাক অ্যাডাম।তবে ব্ল্যাক অ্যাডাম কে কিন্তু সুপার হিরো বলা যায়না।ব্ল্যাক অ্যাডাম মূলত একজন অ্যান্টি হিরো। হিরো রা সাধারণত মানুষ হত্যা করে না।আইনের রাস্তায় তারা অপরাধীদের শাস্তি দেয়।কিন্তু অ্যান্টি হিরো রা মানুষ মারতে দ্বিধা করে না।এটাই সুপার হিরো আর অ্যান্টি হিরোর মাঝে পার্থক্য।
মুভির নাম | ব্ল্যাক অ্যাডাম |
---|---|
জনরা | সুপার হিরো |
প্রোডাকশন হাউজ | ডিসি |
পরিচালক | জাউমে কলেট-সেররা |
অভিনয়ে | ডোয়াইন জনসন,নোহা সেন্টিনো,সারা শাহী,আলদিস হজ |
মুভির প্লট
মুভির প্রথমেই আমাদের নিয়ে যাওয়া হয় ২৬০০ খ্রীস্টপূর্বে,খান্দাক নামের একটি রাজ্যে।খান্দাক একটি স্বাধীন রাষ্ট্র ছিল।কিন্তু খান্দাক এর রাজা এখতন একদিন স্বৈরাচার ঘোষণা করেন।তিনি ছিলেন মূলত শয়তান এর উপাসক।তিনি অমরত্ব ও ক্ষমতার জন্য ছয়টি শয়তানের শক্তি একত্র করে একটি মুকুট বানাতে চান।কিন্তু এই মুকুট বানাতে হবে এটারনিয়াম নামক ধাতু থেকে।তাই রাজা এখতন তার সব প্রজা কে এটারনিয়াম এর খনি তে কাজে লাগিয়ে দেন।
একদিন একজন বৃদ্ধ শ্রমিক এটারনিয়াম এর একটি বড় টুকরা খুজে পায়।তখন বাকি সবাই তার সাথে মারামারি শুরু করে।কিন্তু তখন সেখানে একটি কিশোর চলে আসে।সে বৃদ্ধটিকে বাচায় এবং বলে চলো আমরা রাজাকে এটি দেই। এটি দিলেই রাজা আমাদের মুক্তি দেবেন।
তখন তারা সেই টুকরা নিয়ে একজন সেনাপতি গোছের লোকের কাছে যায়।এবং তাকে সেই টুকরা দিয়ে দেয়।তখন সেনাপতি বলে রাজা তোমাদের কাজে খুশি হয়েছে।তখন ছেলেটি বলে তাইলে এখন আমাদের পুরস্কার দাও যেটা দিতে রাজা প্রতিজ্ঞাবদ্ধ।তখন সেনাপতি বলে দাড়াও পুরস্কার দিচ্ছি।এই বলে সে বৃদ্ধ লোকটিকে হত্যা করে।এবং
ছেলেটিকে বলে,কি এখনো পুরস্কার চাই?
তখন ছেলেটির বাবা আসে এবং বলে যে না আমার ছেলে রাজার ক্ষমা চায়।তখন সৈন্যটি তাকে ছেড়ে দেয়।ছেলেটির বাবা ছেলেকে বলে হিরো হওয়ার দরকার নাই কোন।আমি সব সময় তোমাকে বাচানোর জন্য থাকবো না। ছেলেটি তখন বলে আমাদের হিরোর দরকার নেই আমাদের দরকার একজন মুক্তিদাতা। এই বলে ছেলেটি সৈনিকেরা হাত থেকে এটারনিয়াম এর টুকরো নিয়ে পালায় এবং সৈনিকরা তাকে ধাওয়া করে।এবং একপর্যায়ে সে সব শ্রমিকের মনযোগ আকর্ষণ করতে পারে এবং হাত দিয়ে একটি সংকেত দেয় যার অর্থ স্বাধীনতা।তখন সব শ্রমিক তার সাথে সাথে সেই সংকেত দেখাতে থাকে অর্থাৎ একমত হয় এবং বিদ্রোহ করে।
তখন রাজা বুঝতে পারে যে এই বিদ্রোহ সারা দেশেই ছড়িয়ে পড়বে যদি না এখনই আটকানো যায়।এজন্য রাজা সেই ছেলেটিকে গ্রেফতার করে এবং মৃত্যুদন্ড দেয়।যখন জল্লাদ তাকে হত্যা করতে যাবে তখন সে অদৃশ্য হয়ে যায়।এবং একটা ঘরে আবিস্কার করে।তখন ছয়জন জাদুকর যারা সেই ৬জন শয়তানের বিপরীত। ইনারা চায় দুনিয়া ভাল থাকুক।
তারা ছয়জন নিজেদের ক্ষমতা সেই ছেলের মাঝে দেয় এবং ছেলেটিকে বলে সাজাম বলতে।তখন সে এক নতুন মানুষে পরিণত হয়।সে একদম তরুন শক্তিশালী মানুষে পরিণত হয়।
এরপরের দৃশ্যে দেখতে পাই রাজার মুকুট একদম তৈরি।এই মুকুটের নাম সাবাক এর মুকুট।একজন রাজার কাছে সেই মুকুট টি নিয়ে আসে এবং যখনই সে সেই মুকুটি পড়তে যাবে তখনই সেখানে সেই ছেলেটা চলে আসে।এবং শয়তানি শক্তি বনাম জাদুকর দের শক্তির যুদ্ধ হয়।কিন্তু যুদ্ধ এত ভয়াবহ হয় যে সমস্ত খান্দাক ধ্বংস হয়ে যায়।এবং সেই রাজাও মারা যায়।তখন সেই ছেলের নাম দেওয়া হয় খান্দাক এর চ্যাম্পিয়ন।এই যুদ্ধের পর আর তার কোন খোজ পাওয়া যায়নি।
এরপরের দৃশ্য পরিবর্তন হয় বর্তমানে। তবে এখনো জায়গাটি খান্দাক।তবে খান্দাক এখন বাইরের একটি শাসকগোষ্টির শাসন করছে। যাদের নাম ইন্টারগ্যাং।এরা খান্দাক থেকে এটারনিয়াম তুলে বিদেশে পাচার করছিল এবং জনগনের উপর স্বৈরশাসন চালাচ্ছিল।
এরপর আমরা দেখতে পাই একটি ছেলে স্কেটবোর্ডে করে যাচ্ছে আর ইন্টার গ্যাংয়ের সৈনিকরা একটি ভ্যান চেক করছে।যাতে তিনজন বসে আছে।তখন ছেলেটি সেখানে যায় এবং সৈনিকরা তাকে আটকায় আর বলে যেহেতু তুমি চাকাওয়ালা বাহনে যাচ্ছ তাই এটি একটি গাড়ি।তুমি সিরিয়ালে আস।তখন ছেলেটি বলে তোমরা আমাদের দেশকে নষ্ট করছ,পানি দূষিত করছ।এই বলে পালিয়ে যায়।এতে রাগ করে সৈনিকটি সেই ভ্যান কে চেক না করেই ছেড়ে দেয়।তখন সৈনিকটি একটি মেয়ের ছবিসহ মেসেজ পায় যে এই মেয়েকে গ্রেফতার করতে হবে।
এরপর আমরা দেখি সেই ভ্যানের তিনজন ছাড়াও আরো একজন আছে।এই চতুর্থ জন সেই মেয়েটি, যাকে গ্রেফতার করার মেসেজ সৈনিকটা পেয়েছিল।এরপর আমরা দেখি সেই স্কেটবোর্ডের ছেলেটিও সেখানে আসে।আর আমরা বুঝতে পারি সেই মেয়েটির ছেলে হচ্ছে স্কেটবোর্ডের সেই বাচ্চাটি।আর ড্রাইভার হচ্ছে ছেলেটির মামা।তারা ছেলেটিকে বলে আমরা প্রচুর বিপদজনক কাজে যাচ্ছি।তুমি বাড়ি যাও।
এরপর তারা সেই সাবাকের মুকুট নিয়ে কথা বলতে শুরু করে।তারা বলে সাবাকের মুকুট খুবই শক্তিশালী।আমরা যত তারাতারি পারি ওটাকে খুজে বের করে অন্য কোথাও লুকিয়ে ফেলতে হবে,যাতে ইন্টারগ্যাং এর হাতে এটা না পড়ে।এরপর তারা একটি পাহাড়ে এসে হাজির হয়।এবং মেয়েটি জানায় এই পাহাড়ের কোথাও একটা সেই মুকুট লুকিয়ে রাখা আছে।তারা মুকুট টি খুজতে একটি গুহায় চলে আসে। সেখানে অনেক প্রাচীন লিপি লেখা আছে।আর এই প্রাচীণ লিপি অনুসরণ করতে করতে তারা মুকুটটি খুজতে থাকে।তখন তাদের তিনজন সাথির মাঝে একজন কে খুজে পাওয়া যাচ্ছে।তারা তিনজন মুকুট খুজতে বের হয়েছিল।আর একজন ভ্যানের সাথে নিচেই ছিল।তখন মেয়েটি তার সঙ্গী ইসমাইল কে জিজ্ঞেস করে সমীর কই।তখন ইসমাইল বলে সমীর বাইরে গেছে, কারন সে বদ্ধ জায়গায় থাকতে পারে না।
কিন্তু এখানে ইসমাইল এর আচরণ সন্দেহজনক মনে হয়।এরপর একসময় তারা মুকুট খুজে পায় একটি বড় ঘরের মাঝে।ওখানে তারা প্রাচীণ লিপি পায় সেখানে লেখা থাকে এখানে শুয়ে আছে খান্দাক এর চ্যাম্পিয়ন।যে তার শাস্তি ভোগ করছে।কেউ যেন তাকে না জাগায়।আর তাকে জাগাতে চাইলে বলতে হবে সাজাম।এরপর মেয়েটি সেই মুকুট সংগ্রহ করে।আর তখনই সেখানে ইন্টার গ্যাংয়ের সৈনিক চলে আসে।তারা মেয়েটিকে বলে মুকুট টি দিয়ে দাও।কিন্তু মেয়েটি না দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তু ইন্টার গ্যাংয়ের সৈনিকরা আগেই মেয়েটির ভাইকে ধরে এনেছিল। তারা বলে তুমি যদি মুকুট না দাও তোমার ভাইকে মেরে ফেলব।তখন মেয়েটি তাদের সামনে চলে আসে।তারা মেয়েটিকে বলে তোমার মরতে হবে।তোমার কোন শেষ ইচ্ছা বলো।তখন মেয়েটি সাজাম বলে চিৎকার করে।তখন সেই খান্দাক এর চ্যাম্পিয়ন সেখানে চলে আসে।
ব্যক্তিগত মতামতঃ
মুভিটি অসাধারণ।গ্রাফিক্স,অ্যাকশন এর দারুন সংমিশ্রণ।আবার সুপার হিরো মুভি বলতেই শুধু ধুমধাম অ্যাকশন তা না। বেশ ভাল পরিমান কমেডিও আছে।আমার সাজেশন থাকবে মুভিটি হলে গিয়ে দেখবেন।
OR
ভাইয়া আপনার রিভিউটি পড়ে মনে হচ্ছে মভিটি সত্যিই অনেক অসাধারণ। ছবিটির মধ্যে পরিচালক অসাধারণ গ্ল্যামার তুলে ধরেছেন। আবার অনেক কমেডি ও আছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুভি রিভিউ দেওয়ার জন্য।
এখন অব্দি এই মুভি দেখে উঠতে পারিনি। তবে দেখার ইচ্ছে আছে। আর এই কারণে আপনার পোস্ট পড়বো না। তবে আপনার লেখা যেহেতু অসাধারণ হয় সুতরাং এটাও তার ব্যতিক্রম হবে না বলে ধরে নিলাম।
ধন্যবাদ দাদা সুন্দর মন্তব্যের জন্য।দেখে ফেলুন।তবে থিয়েটারে দেখলে বেশি মজা পাবেন।
মাঝখানে কয়েকজন বন্ধু বলেছিল সিনেমাটা দেখার জন্য কিন্তু সময় তো পেলাম না। দেখি নেটফিলিক্সে কবে দেয়, তারপর দেখব।
ভাই কমেডি কই পাইলেন,আমার চোখে তো তেমন পড়লো না।আর মুভি তো পুরাটাই একশনে ভরা আর প্রথম পার্ট এ শুধু ক্যারেক্টার এই বিল্ডআপ করছে এই জন্য তেমন কোনো সিনারিও ঢুকায় নাই।আর আপনি যাদের জাদুকর বলছেন ওরা মূলত ইজিপশিয়ান গড বা দেবতা।আর শেষে একটা কথা বলি কিছু মনে কইরেন না🙏
আপনি যেটা লিখেছেন এটা রিভিউ না বরং এক্সপ্লেনেশন বলতে পারেন।এবং এমন রিভিউ দেওয়ার আগে স্পইল এলার্ট দিয়েন নাহয় আপনার পোস্ট পড়ার পর আর মুভি দেখার দরকার হবে না।মুভি রিভিউ এক জিনিস আর এক্সপ্লেনেশন আরেক জিনিস।আর আমার বাংলা ব্লগে সবাই দেখি রিভিউ এর নামে মুভি বা নাটক এর পুরা স্ক্রিপ্ট তুলে এনে বিদায় দেয়। 🙏
কমেডি বলতে আমি ব্ল্যাক অ্যাডাম এর ওয়ান লাইনার গুলোর কথা বুঝিয়েছি।আর ভাইয়া হ্যা এটা এক্সপ্লেনেশন বলা যেতে পারে।এর আগে রিভিউ দিয়েছিলাম,তখন আমাকে বলা হয়েছিল বিস্তারিত লিখতে।সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমি মুভিটা দেখেছি। ইজিপ্সিয়ান দেবতাদের নিয়ে এটা তৈরী। আমার অ্যাকশন সিনেমা ভালোই লাগে। তআই ওভার অল ভালো লেগেছে। তবে রিভিউতে কিন্তু এত ডিটেলস গল্প লিখে দিলে লোকে স্পয়েলার বলবে। আমার মতে হাল্কা একটা সাসপেন্স রেখে লেখো। যাতে লোকের দেখার ইন্টারেস্ট থাকে। আর তোমার কএমন লাগলো সেটা বেশী করে লেখো। এই যেমন অ্যাকশঞ, অ্যাক্টিং, গ্রাফিক্স, ভিএফএক্স, সাউন্ড, কস্টিউম, মেকাপ এসবে নিজের অভিমত দাও। আগামী রিভিউর জন্য শুভ কামনা।
ওকে পরেরবার থেকে খেয়াল রাখব।ধন্যবাদ দিদি সুন্দর মন্তব্যের জন্য।
গত বেশ কয়েক সাপ্তাহ ধরে ব্ল্যাক অ্যাডাম মুভিটির আলোচনা শুনতেছি। আমার রুমমেট মুভিটি দেখেছে। আমি অফিসের কাজ শেষ করে রাতে বাসায় এসে স্টিমিটে সময় দিতে গিয়ে মুভিটি দেখার সময় পাচ্ছি না। আপনার পোষ্টের বর্ণনা পড়ে ভালই লাগলো দেখার আগ্রহ বেড়ে গেল। পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম। আশা করি পরের পর্ব খুব তারাতারি পোষ্ট করবেন। ধন্যবাদ ভাইয়া।
অবশ্যই ভাই। খুব তারাতারি দেব।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ব্ল্যাক অ্যাডাম এই মুভি কখনো দেখা হয়নি। তারজন্য এই মুভি সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না।তবে আপনার পোস্ট পড়ে অনেক কিছু বুঝতে পেলাম। ছবির মধ্যে পরিচালক তার গ্ল্যামার তুলে ধরেছেন। আমার কাছে এই মুভির কাহিনী অনেক ভালো লেগেছে। একবার অবশ্যই এই মুভি দেখার চেষ্টা করব। ধন্যবাদ সুন্দর একটি মুভি রিভিউ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।