গোড়ায় গলদ রাখতে নেই!

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)

16-07-2025

১ শ্রাবণ , ১৪৩২ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


workspace-2985783_1280.jpg

copyright free image from pixabay

কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো ও সুস্থ্য থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কয়েকদিন ধরেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশে এখন বর্ষাকাল। সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে! বাহিরে ছাতা ছাড়া যাওয়া সম্ভব না। তবে কর্ম ব্যস্ততার কারণে অনেকেই ছুটছে বৃষ্টিকে উপেক্ষা করেই! বৃষ্টির দিনে শরীরে অলসতা ভীষণভাবে চেপে ধরে আসলে। তবে বৃষ্টির দিনেও যেতে হয় ভার্সিটিতে! কিছু করার নেই আসলে। একটা এটেন্ডেন্স সেখানে খুবই গুরুত্বপূর্ণ! বৃষ্টির দিনেও দেখা যায় ক্লাসে শতভাগ উপস্থিত সবাই! জীবন একটা রুটিনের মধ্যে চলে আসছে বলা যায়! তো সবমিলিয়েই তো জীবন। ব্যস্ততা থাকবেই তবুও জীবন ছুটে চলবে জীবনের নিয়মে!

আমাদের জীবনে সবারই কোনো না কোনো লক্ষ্য থাকেই! কিভাবে সে লক্ষ্য পূরণ করা যায় সেটা নিয়েই সবাই ভাবে। তবে সবাই যে লক্ষ্য নিয়ে ভাবে ব্যাপারটাও এমন না। এমন অনেকেই আছে যাদের জীবন নিয়ে কোনো টেনশন নেই! যেমন যাচ্ছে জীবন তেমনই যাওয়া ভালো। কোনো মাথাব্যথা নেই আসলে জীবন নিয়ে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় তারা ভীষণ সুখী মানুষ! আবার মনে হয়, উদ্দেশ্যহীন এ জীবন আর কতদিন চলবে! আমরা জীবনে যে ভুলটা করি সেটা হলো বর্তমানকে সময় দেয় না। ভবিষ্যৎ এর চিন্তায় মগ্ন হয়ে পরি আসলে। সে ভবিষ্যৎ নিয়ে আমাদের নানা ধরনের সমস্যা! কিভাবে কি করবো, কিভাবে আগাবো, কাজটা শুরু করবো কিভাবে এসব নানা ধরনের প্লেন আমরা করে ফেলি আসলে।

সে প্লেনটা সাকসেস হবে না যদি আপনি শুরুতেই ভুল করে বসেন! আপনি যদি ভুল রাস্তায় হাটেঁন তাহলে আপনি কখনোই জীবনে সাফল্যের দেখা পাবেন না! আপনাকে আগে সঠিক রাস্তা খুঁজে বের করতে হবে। আপনি যে টার্গেটটি নিয়েছেন সেটার জন্য কি ভালো ও কি মন্দ সেটা বুঝতে হবে। ধরুন, আপনি উচ্চ শিক্ষার জন্য বাহিরে যেতে চান! আপনি আইলেটস প্রিপারেশন না নিয়ে বাংলা কম্পিউটার একাডেমিতে ভর্তি হয়েছেন কম্পিউটারের জ্ঞান অর্জন করার জন্য! কিন্তু আপনার প্রধান উদ্দেশ্য ছিল কি বাহিরে দেশে পড়তে যাওয়া! কিন্তু আপনি কি মনে করেন আপনি বাহিরের দেশে যেতে পারেন! সেটা মোটেও সম্ভব হবে না! আপনি শুরুতেই ভুল করে ফেলেছেন আপনার পক্ষ্যে বাহিরে পড়তে যাওয়ার আশা বাদ দিতে হবে।

আবার এমন অনেক ছাত্রই আছে যারা সিলেবাস না বুঝেই পড়াশোনা শুরু করে দেয়। সেটা হতে পারে জবের অথবা চাকরি প্রত্যাশীদের। বুঝতে হবে কি পড়তে হবে আর কি পড়তে হবে না! শুরুতেই যদি ভুল করে ফেলেন তাহলে আশানুরূপ কোনো কিছুই হবে না। আপনি যদি এক গাধা বই মুখস্থ করে গেলেন অথচ আপনি কখনো জানলেনই না জবের সিলেবাসটা কি অথবা এডমিশনের সিলেবাসটা কি! শুধু পড়ে গেলেই তো হবে না! আপনাকে বুঝতে হবে কি পড়তে হবে। আমি অনেককেই দেখেছি এ ভুলটা করে থাকে। যার ফলে একটা সময় পরে বুঝতে পারে আসলে এটা ঠিক হয়নি তাদের! জীবনের এসব ছোট ছোট বিষয়গুলো মাথায় নিয়ে এগিয়ে যেতে হয় আসলে। তবে সাফল্য দরজায় খুব শীঘ্রই কড়া নারে!

জীবনে সফল হতে হলে সবকিছুই প্লেন নিয়ে আগানো উচিত। আর সঠিক পরিকল্পনা করতে পারলে একটা কাজের অর্ধেক বলে বিবেচনা করা হয়! তার মানে সঠিক পরিকল্পনা করতে পারলে যেকোন কাজ সহজেই করা যায় এবং সফলতা খুব শীঘ্রই আসে। এজন্য কোনো কাজ করার আগে সেটার পূর্ববর্তী প্রস্তুতি নিয়ে নেয়াটা বুদ্ধিমানের কাজ। শুরুতেই যদি সমস্যা থাকে তাহলে সে কাজে আর যাইহোজ সফলতা এতো সহজে আসে না।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর বিএসসি করছি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (ডুয়েট) থেকে । পাশাপাশি লেখালেখি করে আসছি গত চার বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  
 8 days ago 

Upvoted! Thank you for supporting witness @jswit.

Congratulations @haideremtiaz, your post was upvoted by @supportive.