পরিবারের সবাই মিলে কাঁঠাল খাওয়ার অনূভুতি ❤️

in আমার বাংলা ব্লগ8 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

আশা করছি সবার সময় খুব ভালো কাটছে। আমি তো খুবই সুন্দর সময় কাটাচ্ছি গ্রামে এসে। কিছুদিন আগে সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম পরিবারের সবার সাথে। আমার কাছে পরিবার মানে শুধু ভাই বোন মা বাবা নয়। আমার আশেপাশে যত প্রতিবেশী আছে সবাইকে আমি খুবই আপন ভাবি। যদিও এর মধ্যে দু-একজন অপছন্দের আছে তারপরও তাদের সঙ্গে মিশে চলার চেষ্টা করি। যাইহোক আমি গত দুদিন আগে আমাদের গ্রামের বাজার থেকে বড় সাইজের একটি কাঁঠাল কিনে এনেছিলাম। এবার আমি তো তেমন একটা কাঁঠাল খাই না আমার বাড়িতেও খুব একটা কাঁঠাল কেউ পছন্দ করেনা। তবে কাঁঠাল যদি একটু শক্ত থাকে সেটা খেতে আমার বেশ ভালো লাগে। তাই দোকানদারকে সেভাবেই বলেছিলাম উনি ভালো দেখে একটা কাঁঠাল আমাকে দিয়েছিলেন। কাঁঠালটের দাম নিয়েছিল প্রায় আড়াইশো টাকা। গ্রামের দিকে খুব অল্প টাকা হলে কিন্তু বিশাল সাইজের কাঁঠাল পাওয়া যায়। যা শহরের দোকানগুলোতে হয়তো অনেকটাই দাম নিবে।

20240724_125752.jpg

এবার ঘটনা হলো এত বড় কাঁঠাল কিভাবে খাব। তখন আমার মা বললেন আমার আশেপাশে বড়মা আর ভাবিরা আছেন তাদেরকে ডেকে আনতে। সবাই মিলে একসাথে খুব মজা করে খাব। আমিও মায়ের কথা মতো সবাইকে দেকে আনলাম। ছবিতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার দুই বড়মা আমার ভাস্তি আমার ছোট বোন মা সবাই ছিল। এবং আমরা খুবই হাসাহাসি করছিলাম গল্প করছিলাম এবং সাথে কাঁঠাল খাচ্ছিলাম। বাহিরে কিছু লোকজন বসা ছিল টঙে আমি বাটিতে করে কিছু কাঁঠাল নিয়ে গিয়ে তাদেরকেও দিয়ে এসেছিলাম।

20240724_123924.jpg

20240724_124719.jpg

সত্যি কথা বলতে কাঁঠালটা এত মজার ছিল আমরা সবাই খেয়ে খুবই প্রশংসা করছিলাম। বছরের এই প্রথম মনে হয় আমি কাঁঠাল খেলাম। কাঁঠালটি এতই বড় ছিল যে আমরা এতগুলো মানুষ মিলেও পুরোটা শেষ করতে পারিনি। অর্ধেক রেখে দিতে হয়েছিল পরে খাওয়ার জন্য। তবে দুঃখের বিষয় পরে আর কাঁঠালটি কেউ খায়নি কাঁঠাল নষ্ট হয়ে গিয়েছিল। আমার খুবই খারাপ লাগছিল কাঁঠালটি নষ্ট হওয়ায়।আসলে পরে খাবো ভেবে রেখেছিলাম কিন্তু এত পরিমানে গরম পড়েছিল যে কেউ আর কাঁঠাল খাওয়ার সাহস পায়নি। কারণ কাঁঠাল খেলে কিন্তু অনেক গরম অনুভব হয়।

20240724_125342.jpg

20240724_125332.jpg

20240724_125259.jpg

যাইহোক সবাই মিলে যেকোনো খাবার খাওয়ার মজাই আলাদা। বিশেষ করে বিভিন্ন ফলমূল মেখে খাওয়া। যেটা আমি বরাবরই করে থাকি। বিশেষ করে গ্রামে আসলে আমি যে কোনো খাবার সবাইকে নিয়েই খাওয়ার চেষ্টা করি। এতে সবার মধ্যে আন্তরিকতা বাড়ে।তো যাই হোক কেমন লেগেছে আজকের ব্লগটা আপনাদের কাছে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 months ago 

কাঁঠাল আসলে কবি গুরুপাক খাবার। মানে এটি হজম করতে অনেকটা সময় লাগে। আপনার কাঁঠালটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু। মানে একটু শক্ত শক্ত টাইপের দিন কাঁঠাল গুলো হয় সেরকম টাইপের। এটা সত্যি কথা লিখেছেন যে সবাই মিলে কাঁঠাল খেলে তার একটা আলাদা অনুভূতি। শুধু কাঁঠাল কেনো যেকোনো কিছু। কথায় আছে না আনন্দ ভাগ করে নিলে দ্বিগুণ হয়। সেরকম। খুব ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 8 months ago 

হ্যাঁ কাঁঠালটি খেতে খুবই সুস্বাদু ছিলো। সবাই খুবই মজা করে খেয়েছি।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

পরিবারের সবাইকে নিয়ে অনেক সুন্দর কাঁঠাল খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত বড় সাইজের কাঁঠাল শহরের দিকে আসলে অনেক দাম বেশি নিতো। হালকা শক্ত টাইপের কাঁঠাল আমারও খুব পছন্দের কাঁঠাল। যদি হজম করতে পারেন তাহলে এ কাঁঠাল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। যাইহোক এত সুন্দর একটি কাঁঠাল খাওয়ার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 8 months ago 

শক্ত টাইপের কাঁঠাল আমারও খুবই পছন্দের ভাইয়া। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 8 months ago 

কাঁঠাল ভালো মিষ্টি হলে খেতে ভালো লাগে। তবে অতিরিক্ত গরম কাঁঠাল বেশি খাওয়া মোটেও ঠিক নয়। যাইহোক যেকোন কিছু সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। সত্যি বলতে গ্রামে লোকের অভাব নেই। সবাই মিলে খাওয়ার আনন্দ অনেক ।

 8 months ago 

আমি কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না আপু। তবে সবাই মিলে খাওয়ার জন্য এটা নিয়েছিলাম এবং সবাই খুব মজা করে খেয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 8 months ago 

কাঁঠালটি দেখছি বেশ বড় সাইজের। তবে কাঁঠাল খুব একটা খেতে পারি না। কিন্তু একটু শক্ত শক্ত হলে খেতে ভালোই লাগে। সবাই মিলে কাঁঠাল খেয়েছেন জেনে খুবই ভালো লাগলো আপু। নিজের কাটানো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 8 months ago 

হ্যাঁ ভাইয়া কাঁঠালটি অনেক বড় সাইজের। আমিও কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না। তবে শক্ত শক্ত হলে খেতে ভালই লাগে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 8 months ago 

কাঁঠাল খুব একটা খাওয়া না হলেও সবার সাথে বসে একটু একটু খেতে ভালোই লাগে। বাজার থেকে দেখছি বেশ বড় সাইজের কাঁঠাল কেনা হয়েছিল। আর দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু ছিল। ভালো লাগলো আপু আপনার পোস্ট দেখে।

 8 months ago 

জ্বি আপু কাঁঠালটি অনেক সুস্বাদু ছিল। সবাই মিলে খুব আনন্দ করে খেয়েছি। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 8 months ago 

আসলে যেকোনো জিনিস সবাই মিলে খাওয়ার মজাই আলাদা। যদিও আমি কাঁঠাল খেতে পছন্দ করি না, তবে মাঝেমধ্যে ওয়েদার কিছুটা ঠান্ডা থাকলে এবং কাঁঠাল শক্ত হলে অল্প খেয়ে থাকি। কাঁঠাল খাওয়ার পর সত্যিই গরম অনেক বেশি লাগে। যাইহোক সবাই মিলে খাওয়ার পরেও যেহেতু পুরো কাঁঠাল শেষ করতে পারেননি, তাহলে বুঝাই যাচ্ছে কাঁঠালটি অনেক বড় ছিলো। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

এটা ঠিক বলেছেন আবহাওয়া ঠান্ডা থাকলে কাঁঠাল খেতে ভালো লাগে। আমরা যেদিন কাঁঠালটি খেয়েছিলাম সেদিন অনেক সুন্দর মেঘলা আকাশ ছিল এবং সবাই খুবই আনন্দ করে খেয়েছিলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 8 months ago 

সবাই মিলে কোন কিছু খেলে ভালোই লাগে।তবে আপু কাঁঠালটির বাকি অংশ নষ্ট হয়ে যাওয়াতে আমার ও খুব খারাপ লাগলো। আর এজন্য ছোট ছোট দুটো কাঁঠাল আনলে ভালো করতেন।আমি সেটাই করি।কারন সবাই কাঁঠাল পছন্দ করে না।আর শহরে দেয়ার মতো আশেপাশে তেমন কেউ নেই।তবে আপনি সবাইকে ডেকে একসাথে বসে খেয়েছেন এটা খুব ভালো লাগলো দেখে।অসংখ্য ধন্যবাদ আপু অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 8 months ago 

হ্যাঁ আপু সবাই মিলে যে কোন খাবার খেতে খুবই ভালো লাগে। বাকি কাঁঠালটা নষ্ট হয়ে যাওয়াতে আমারও খুবই খারাপ লেগেছিল আপু। যাই হোক অন্তত সবাই মজা করে খেয়েছিলাম এটাই অনেক। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।

 8 months ago 

আমি কাঁঠাল খেতে খুব বেশি একটা ভালোবাসি না আপু। তবে যদি কাঁঠাল একটু শক্ত হয় তাহলে মোটামুটি খাই। আপনাদের ওখানে মনে হয় কাঁঠালের দাম অনেক বেশি। আড়াইশো টাকা হলে তো আমাদের এখানে পাঁচটা কাঁঠাল হয়ে যেত। হা হা হা.... যাইহোক, পরিবারের সবাই মিলে যে এত বড় একটা কাঁঠাল খেয়েছেন, তা জেনে খুব ভাল লাগছে। যদিও কাঁঠালটা পুরোপুরি শেষ করতে পারেননি, এটা একটু কষ্টের ব্যাপার। শুধু শুধু কাঁঠালের বাকি অংশ নষ্ট হয়ে গেল না খাওয়ার কারণে।

 8 months ago 

আমার পছন্দের সাথে মিলে গেছে ভাইয়া। আমিও কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না তবে শক্ত হলে বেশ ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।