একসাথে দুই টা ট্রিট পাওয়ার অনূভুতি 🤗

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি আগে যে বাসায় ছিলাম সেখানে বৃষ্টি চাকি বৌদির সঙ্গে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল এটা আপনারা সবাই জানেন। এখনো সেই সম্পর্কটা আছে।মাঝেমধ্যে যাওয়া আসা হয়, গল্প হয়। গতকাল সন্ধ্যায় বৌদি ফোন দিয়ে তার বাসায় যেতে বলেন। আমরা এখন যে বাসায় থাকি সেখান বাসায় থেকে আগের বাসায় যেতে এক মিনিট সময় লাগে। আমি বাবুকে নিয়ে গিয়ে দেখি অনেক ভাবিরা মিলে আড্ডা দিচ্ছে। প্রথমে ভাবলাম যে হয়তো সব ভাবীরা এসেছে তাই আমাকেও ডেকেছে কিন্তু পরে দেখলাম বিকাশ স্যার বেশ অনেকগুলো মিষ্টি এবং আরও কিছু খাবার নিয়ে এসেছেন।

20231111_202422-01.jpeg

বৌদির মেয়েদেরকে প্রাইভেট পড়ান বিকাশ স্যার।বৌদির বাসায় যাওয়া আসার সুবাদে উনার সঙ্গে কথাবার্তা হতো। উনি আমাদের এই মহল্লায় অনেকগুলো ছাত্রছাএীকে পড়ান।বিয়ের চার বছর পর উনি বাবা হয়েছেন সেই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াবেন তাই এই আয়োজন। আমি ও উনার পরিচিত তাই আমাকেও ডেকেছেন।

20231111_200853-01.jpeg

ছাত্র-ছাত্রীসহ তাদের অভিভাবককে ডেকে বৌদির বাসায় ছোট্ট একটা পার্টির আয়োজন করা হয়েছে বলতে পারেন। আমরা ভাবীরা সবাই মিলে গল্প করছিলাম।আর বাচ্চারা সবাই বেশ আনন্দে খেলাধুলা করছিল। যাইহোক অনেকক্ষণ গল্প করার পর এবার খাবার দাবার গুলো প্লেটে সাজিয়ে নিয়ে সবাইকে দিয়ে দেওয়া হয়।বিকাশ স্যার আমাদের জন্য মিষ্টি, নিমকি,কলা এবং কোক এনেছিলেন। এরমধ্যেই দেখি রিতু ভাবি আমাদের জন্য এক প্লেট মিষ্টি নিয়ে হাজির। এই মিষ্টি গুলোও নতুন বেবির হওয়ার উপলক্ষেই। রিতু ভাবীর ছেলে বাবু হয়েছে। রিতু ভাবিকে অনেকেই চিনে থাকবেন। উনি" আমার বাংলা ব্লগ" এর ভেরিফাইড মেম্বার।

IMG-20231111-WA0015-01.jpeg

20231111_195130-01.jpeg

যাইহোক একই সাথে একই সময়ে দুটো ট্রিট পাওয়ার মজাই আলাদা। যদিও সবগুলো খেতে পারিনি বাসায় এনেছিলাম। একসাথে এতগুলো মিষ্টি তো আর খাওয়া যায় না।দুই বাবুর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইলো। ওরা যেনো সুস্থভাবে বেড়ে ওঠে এবং মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠে। আপনারাও দোয়া রাখবেন নতুন বাবুদের জন্য।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 2 years ago 

প্রথমে দোয়া করি সবাই যেন সুস্থ এবং ভালো থাকো। চার বছর পর বাবা হওয়া সত্যিই অনেক খুশির বিষয়। তবে একটা ট্রিট পেলে অনেক ভালো লাগে আর আপনি তো দেখছি এক সাথে দুটো। অনেক ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলেই ভদ্রলোকের অনুভূতি ছিল অব্যক্ত, কারণ খুশি মুখে বলে প্রকাশ করা বেশ কষ্টসাধ্য।

 2 years ago 

বেশ আনন্দময় সময় কাটালেন সব ভাবীরা মিলে, নতুন বাবুর হওয়ার জন্য। আর সেই সাথে বেশ খাওয়া দাওয়াও করলেন। নতুন বাবুদের জন্য অনেক অনেক দোয়া ।আর সেই সাথে নতুন বাবা,মার জন্য শুভকামনা।

 2 years ago 

এটা সত্য আসলেই আমাদের সময়টা বেশ গতকাল ভালই কেটেছে। ধন্যবাদ আপু আপনাকে৷

 2 years ago 

প্রথমে দোয়া রইল দুই বাবু যেন সুস্থ সবল ভাবে বেড়ে উঠতে পারে। আসলে আপু হঠাৎ এমন ট্রিট পাওয়ার মজাই আলাদা। আপনি তো এক সাথে দুটি ট্টিট পেয়েছেন। আসলে আপু এতগুলো খেতে পারেনি আমাদের বললেও পারতেন হা হা হা। ধন্যবাদ আপু আপনার ট্রিট পাওয়ার অনুভূতিগুলো পরে বেশ ভালো লাগলো।

 2 years ago 

মানুষের জীবনে সুখকর মুহূর্তের সঙ্গী হতে পেরে আমি নিজেও বেশ গর্বিত।

 2 years ago 

এরকম সম্পর্ক সবসময় আপনার জীবনে ভালো মুহূর্ত নিয়ে আসুক সেটাই প্রত্যাশা করি। আসলে এক ঢিলে দুই পাখি মারার মত দিদির বাসায় বেড়াতে গিয়ে দারুন সময় উপভোগ করার পাশাপাশি সুন্দর মিষ্টান্ন খাবারের আয়োজন । জেনে ভালো লাগলো তাকে আমি ভালোভাবে চিনি অনেক ভালো মনের মানুষ এই ধরনের সম্পর্ক আজীবন বেঁচে থাকুক সেটাই প্রত্যাশা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমিও মনেকরি এই সম্পর্কগুলোর স্থায়িত্ব বৃদ্ধি পাক এবং এই সুখবর মুহূর্তের সঙ্গে থাকতর পেরে আমরা নিজেরাও বেশ খুশি।

 2 years ago 

ট্রিট পেতে কার না ভালো লাগে আর যদি হয় ডাবল ট্রিট তাহলে তো কথায় নেই।তবে জেনে ভালো লাগলো দুটো ট্রিটেই নতুন অতিথি উপলক্ষে। কামনা করি নবাগত বাচ্চারা যেন সুস্থ থাকে।সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন জেনে বেশ ভালোই লাগলো।ধন্যবাদ সুন্দর আনন্দঘন মূহুতের পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছ থেকেও দিদি দ্রুত ট্রিট নিতে হবে। সব মিলে সময়টা আসলেই বেশ ভালো কেটেছে।

 2 years ago 

দীর্ঘ একটা সময় পর তাদের পরিবারের একটা নতুন সদস্য আসছে এটা খুবই খুশির খবর, প্রথমবারের সবকিছু খুব বেশি অনুভূতি দেয় মানুষকে। এরকম চমৎকার একটা অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আসলেই এমন আনন্দের সংবাদ গুলো, অনেকটাই সুখকর মুহূর্ত বয়ে নিয়ে আসে প্রতিটি পরিবারের।