মামার বাড়িতে কাটানো শেষ দিন।
সকাল আর দুপর এ জমিয়ে লুচি, পায়েস, খাসির মাংস, পোলাও,ডিম ভুনা, বেগুনি দিয়ে ভোজন সারলাম।
এবার সন্ধ্য লাগতে ঝুম বৃষ্টি, আমি স্নান করে একটু মন্দির এ গেলাম, তারপর বাসায় এসে মামার সাথে কেক কাটলাম।
এরপর বেশ কিছু সময় গল্প গুজব করলাম, বেশ ভালো সময় কাটলো, কিন্তু আমার দাদু তো অস্থির কারন রাতের গাড়িতে যাবো।আমাদের গাড়ি ছিলো সাড়ে দশটায়। এরপর তৈরি হয়ে সবাই কে প্রণাম করে নয়টা চল্লিশ এ সিএনজি নিয়ে বেরিয়ে পড়লাম দাশুড়িয়া বাস স্টান্ড এ।
গাড়ি অনেক দেরি করে আসে, আবার মধ্যে রাস্তায় গাড়ি নষ্ট হয় সব মিলিয়ে প্রায় এক ঘন্টা সময় নষ্ট হয়। এরপর ভোর চারটায় অবশেষে এ বাসায় ঢুকি। তারপর কোন রকম রুম পরিষ্কার করে নিজেরা পরিষ্কার হয়ে একটু বিশ্রাম নেই। দীদা রান্না করা খাবার দিয়ে দিয়েছিলো তাই খাবার কোনে প্যারা নাই। দীদা দাদুকে বাসায় ঢুকে ফোন দিলাম তারপর তারা ও ঘুমাইলো। এভাবে আসলাম মামার বাড়ি থেকে নিজের বাড়ি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
পথের মধ্যে গাড়ি নষ্ট হলে মন খুবই খারাপ হয়। ঠিক মামার বাড়ি থেকে ফিরতে পথে আপনারা বেশ ঝামেলার সম্মুখীন হয়েছেন এবং একঘন্টা সময় লস হয়েছে। বিস্তারিত বিষয়গুলো আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ।