আমার করা ফটোগ্রাফি।।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।।।
১ নং ছবি।।।
ছবিটি গতকাল তোলা। মেঘাছন্ন আকাশে,গাছের পাতার মধ্যে চাঁদ টি দেখতে আমার অনেক সুন্দর লাগছিলো। তাই ক্যামেরা বন্দী করলাম।
ছবির থেকে ও বাস্তব এ এটি আর আকর্ষনীয় ছিলো।
২নং ছবি।।।
এটি আমার বাগানের ফুল। ফুল টির নাম পর্তুলিগা। এটির আর একটি রং হলুদ আছে। এটা গতকাল ফুটে ছিলো। সকালে উঠে এমন সুন্দর ফুল দেখলে মন ভরে যায়।
৩ নং ছবি।।।
এটি একটি সাদা নয়ন তারা। এটি মাটিতে পড়ে থাকা একটি ফুল ছিলো। আমি সেটাকে একটা বাঁশের উপর রেখে ছবি টি তুলে ছিলাম। এটি আমার অনেক পছন্দের ফুল।
৪ নং ছবি।।।
এই ফুল টির রং সাদা তবে এটি র নাম টাইম ফুল। এটি সকাল নয়টার দিকে ফুটে আবার বিকেল গড়াতেই নষ্ট হয়ে যায়। এই ফুল কে অফিস টাইম ফুল ও বলে শুনেছি। এটি ও আমার বাগানের।
৫নং ছবি।।।
ছবি টি তুলেছিলাম আজিজুল হক কলেজ এর পুকুর এর পাশ থেকে। এই ফুল এর নাম জানি না। তবে এটি অনেক সুন্দর ছিলো। অনেক গুলো ফুটে ছিলো। আর রোদ পরে আর ও চকচক করছিলো।
৬নং ছবি।।।
এটি সম্ভবত একটি জঙ্গলী ফুল, কিন্তু দেখতে সুন্দর। আর আমি এই ফুল এর নাম জানি না। এটি তুলেছিলাম রেললাইন এর পথে। বাতাসে ফুল গুলো অনেক সুন্দর দুলছিলো।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাই।
(Device) Tecno camon 40
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকে আপনি চমৎকার কয়েকটি ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জঙ্গলি ফুলের ফটোগ্রাফিটি। এছাড়াও বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।
ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে দেখতে। রাস্তার ধারে এদিক-ওদিক এছাড়াও বন জঙ্গলে ফুটে থাকা বিভিন্ন জংলি ফুল গুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আপনার এই ফুলের ফটোগ্রাফির মধ্যে প্রত্যেকটি ফুলই আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ফটোগ্রাফি করার দক্ষতা আপনার প্রশংসনীয়। ফুলের ফটোগ্রাফি দেখতে ভীষণ ভালো লাগে। আর বন্য ফুল এবং নাম না জানা ফুলটি আমার একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।