আমরা তোলা কিছু ছবি।

in আমার বাংলা ব্লগ20 days ago
সবাই কে আমার নমষ্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার তোলা কিছু ছবি।

চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট।।।।

১ নং ছবি।।।

566.jpg
প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন কৃষ্ণচুড়া ফুল। এটি আমার পছন্দের ফুল গুলোর মধ্যে একটি। এই গাছের ফুল গুলো দেখলে মন শান্ত হয়ে যায়। এই ফুল গুলো বেশির ভাগ রাস্তার পাশে দেখা যায়।

২ নং ছবি।।।

558.jpg
রেললাইন মানেই এক আবেগ। যত বার যায় এখানে ছবি তুলি। এখানে হাঁটতে অনেক ভালো লাগে। আর চারপাশের পরিবেশ টাও অনেক সুন্দর।

৩ নং ছবি।।।

548.jpg
মিষ্টি দেখলেই লোভ লাগে।যেকোনো শুভ কাজে এর প্রয়োজন। এটি অনেক সুস্বাদু একটি খাবার, তবে স্বাস্থ্যর জন্য একটু ক্ষতিকর। তবে পরিমান মতো খেলে কিছু হয় না। মিষ্টি আমার খুব প্রিয়।

৪নং ছবি।।।

462.jpg

পর্তুলিগা এটি আমার বাগানের ফুল। কয়দিন আগে মা এই গাছ টি লাগিয়েছে। প্রতিদিন একটা করে ফুল ফোটে। হলুদ রং এর ফুল টি অনেক সুন্দর। তবে বেশি সময় বাঁচে না। সকালে দেখলে মন ভালো হয়ে যায়।

৫নং ছবি।।।

194.jpg
এই গাছ টির নাম মনে নেই। তবে এটি একটি ইনডোর প্লান্ট। এটি আমার বাগানের গাছ। এটি দেখতে গোলাপ এর মতো পেচানো। তবে এটি অনেক সুন্দর লাগে আমার কাছে।

৬ নং ছবি।।।

559.jpg

ছবিটি প্রকৃতির। সেদিন কলেজ যাবার সময় তোলা। হঠাৎ দেখি আকাশ মেঘে কালো হয়ে গেলো।দমকা বাতাস একটু ভয় লাগছিলো আবার মজা ও লাগছিলো। বৃষ্টি নামার আগের মুহুর্ত টা সুন্দর হয়।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাই কে।

Device : Tecno camon 40
location

Sort:  
 20 days ago 

4154.jpg

4155.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 20 days ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে। কৃষ্ণচূড়া ফুল গাছ দেখতে অনেক সুন্দর লাগে কারণ পুরো গাছ ভর্তি হয়ে থাকে কৃষ্ণচূড়া ফুলে। আপনার ইনডোর গাছটি দেখতে অনেক সুন্দর। সুন্দর পেঁচানো গাছটি দৃষ্টি আকর্ষণ করছে। অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 18 days ago 

ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 20 days ago 

আপনার জন্য প্রত্যেকটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফিটি অনেক সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে দেখতে। আপনার বাগানের ফুল গাছটি এবং ইনডোর গাছটি দেখেও অনেক ভালো লাগলো ধন্যবাদ।

 18 days ago 

ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 20 days ago 

খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। কৃষ্ণচূড়া ফুলের ফটোগ্রাফি টি খুব সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণচূড়া ফুল আমারও বেশ পছন্দের। বাকি ফটোগ্রাফিও বেশ ভালো ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 18 days ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 18 days ago 

কৃষ্ণচূড়া ফুলটা বেশ সুন্দর লাগছে ভাই। রেললাইন এর ফটোগ্রাফি টাও বেশ সুন্দর ছিল। অন‍্যান‍্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 18 days ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।