ভ্রমণ :বারদী লোকনাথ বাবার আশ্রম।

in আমার বাংলা ব্লগ3 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব বারদী মন্দির ঘোরার কিছু আনন্দের সুন্দর মুহুর্ত। আসলে যেকোনো জায়গা ঘুরতে যেতে আমার অনেক ভালো লাগে। আর সেগুলো যদি হয় ধর্মীয় স্থান তালে তো আমি অনেক বেশি খুশি।

চালুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

IMG_20241227_101354.jpg
ঢাকায় এবার নিয়ে অনেক বারি আমার আসা হলো।আমার যেহেতু ধর্মীয় জায়গা গুলো ঘুরতে ভালো লাগে তাই আমি মামাকে এবার বলেছিলাম যে এবার বারদী লোকনাথ বাবার আশ্রম এ নিয়ে যেতে হবে।তাই গতকাল অনেক ঝামেলা উপেক্ষা করে মামা আমাদের কে নিয়ে বারদী গিয়েছিলো।
গতকাল সকালে ঘুম থেকে উঠে আগে স্নান করে নিলাম সবাই। মামা গাড়ি রিজার্ভ করে ছিলো। আমি মা,বোন,দীদা,দাদু এবং মামা মামি মিলে গিয়েছিলাম। আটটায় বাসা থেকে বের হয়ে গেলাম রাস্তায় তেমন জ্যাম ছিলোনা তাই ১০ টার মধ্য বারদী মন্দির পৌঁছে গেলাম।
গাড়ি থেকে নামতেই মামী বমি করে দিলো।

IMG_20241227_100829.jpg

এরপর মন্দির এ প্রবেশ করে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম।
সৃষ্টিকর্তার কাছে মনের সব কথা বললাম। দীদা মিষ্টি কিনে প্রসাদ হিসেবে নিলে।

IMG_20241227_113025.jpg

এরপর আরকিছু জায়গা ঘেরাঘুরি করলাম, মামি ও আমার বোন কিছু কেনাকাটা করলো।

IMG_20241227_190759.jpg

IMG_20241227_190719.jpg

IMG_20241227_113631.jpg
এভাবে আর কিছু সময় মন্দির এ ঘুরলাম। জায়গা টি অনেক বড়। সেখানে মনে হলো শুধু শান্তি।
আমরা সবাই মোম আর ধুপকাটি জ্বালিয়েছিলাম।

IMG_20241228_212515.jpg

এভাবে বেশ ভালো কটলো আমার বারদীতে।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 months ago 

Screenshot_2024-12-28-21-28-57-755_com.android.chrome.jpg

Screenshot_2024-12-28-21-28-47-769_com.android.chrome.jpg

Screenshot_2024-12-28-21-28-29-777_com.coinmarketcap.android.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

বাড়িতে লোকনাথ মন্দিরে গিয়ে মনের মত কিছুটা সময় অতিবাহিত করেছেন দেখে ভালো লাগলো। আমাদের এই বাংলার চাকলা ধামেও দারুণ সুন্দর লোকনাথ মন্দির আছে। বাবা লোকনাথের বারদীর মন্দির দেখে ভালো লাগলো। দর্শনও হয়ে গেল আপনার পোস্টের সৌজন্যে।

 3 months ago 

ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।