বাড়ি ঘর মেরামত।।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
ঘটনার শুরু বৃষ্টি আর আমার দুর্ভাগ্য থেকে।আমাদের বাড়ির বয়স একবছর এর মতো হলো।এর মধ্যে একটি বেড রুম এর চাল লাগানোর পরের দিন থেকেই বৃষ্টি হলে জল পরে।আর এদিকে তিন চার মাস আগে রান্না ঘর আর ডাইনিং এর চাল লাগালাম। এখন দেখি সেই রান্না ঘরে ও ডাইনিং রুম দিয়েও জল পরে।দেখে তো মা আর আমার দু জন এর মন খারাপ।
সেজন্য গতকাল আবার মিস্তিরি ডাকলাম।
মিস্তিরি যখন আসে তখন আমি টিউশন এ। মা ফোন দিয়ে বলল তাই টিউশন না পড়ে চলে আসলাম। এসে গেলাম বাঁশ, টিন ও টুই কিনলাম।
এরপর মিস্তিরি আর আমি মিলে যেখানে যেখানে জল পরার সমস্যা ছিলো সেগুলো ঠিক করলাম। কিন্তু কাল কেউ ঠিক করার সময় বৃষ্টি হলো।কিন্তু সব ঠিক হবার পর এখন আর বৃষ্টি নেই। এখন বুঝবো কি করে যে সমস্যা আর আছে কি না। যদিও বালতি করে জল ঢেলেছি চালে দেখলাম জল পরল না। এখন দেখা যাক কি হয় বৃষ্টি হলে।
ভেবেছিলাম মিস্তিরির ভুল তাই হয়তো এবার মুজুরি কম নিবে। কিন্তু সে পুরো ১৬০০ নিয়ে চলে গেলো।
এখম এক ঘন্টার জন্য হলেও আমার বৃষ্টির খুব দরকার।
যাইহোক আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি।ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.