পুজার উপহার।

in আমার বাংলা ব্লগ6 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম অনেক দিন পর একটি নতুন পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার পুজার উপহার। দেখতে দেখতে পুজা চলে গেলো। আর আমি এদিকে একটা পোস্ট ও করতে পারি নি ব্যাস্ততায়। এখন তাই একটু অবসর এ পোস্ট করতে বসলাম। এর আগে আপনাদের কে দেখিয়েছিলাম আমার বাবার শশুর বাড়ীর উপহার। এবার দেখাবো আমার মামার বাড়ীর উপহার এবং সেটা ও আমার আর আমার বোনের জন্য।

IMG_20241008_125825.jpg
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
গত ৮/১০/২০২৪ তারিখ এ হঠাৎ কুরিয়ার থেকে ফোন আসলো। আর আমি আগে থেকে জানতাম মামা কিছু পাঠিয়েছে। কারণ মামা কয়দিন আগে আমার কোমর এর মাপ জানতে চেয়েছিলো। আমি তখনই বুঝেছি যে আমার জন্য কেনাকাটা হচ্ছে।তাই তারাতারি করে পার্সেল নিয়ে এসে খুললাম। সেখানে অনেক কিছু ছিলো।
শুরুতে খুলেই দেখলাম আমার বোনের জন্য দুইটি প্যান্ট, দুই সেট সালোয়ার কামিজ আর দুইটি হাতের চুড়ি।

IMG_20241008_124554.jpg

IMG_20241008_125819.jpg

IMG_20241008_125729.jpg

IMG_20241008_125716.jpg

এত ক্ষন শুধু আমার বোনের টা দেখলাম। এবার শুরু হলো আমার টা। আমার জন্য তিন টি গেঞ্জি, দুইটি ফুল প্যান্ট, আর সারপ্রাইজ হিসেবে ছিলো পাঞ্জাবি। আর সবচেয়ে মজার ছিলো মামার পাঠানো জ্যাকেট। এই সব গুলো জিনিস পেয়ে আমি তো মহাখুশি। সব কয়টা জিনিসই আমার অনেক সুন্দর লেগেছে।তবে আমার প্যান্ট দুটো অনেক বড় হয়েছে। আর আমার মায়ের জন্য চার হাজার টাকা পাঠিয়েছিলো মামা, মায়ের শাড়ী কেনার জন্য।

IMG_20241008_131909.jpg

IMG_20241008_125926.jpg

IMG_20241008_125907.jpg

IMG_20241008_125842.jpg
এগুলই ছিলো আমার মামার বাড়ি থেকে পাঠানো আমাদের জন্য পুজার উপহার। এই টা কে আসলে উপহার বলা যায় না এগুলে ছিলো তাদের ভালোবাসা। যা কোন কিছুর মাধ্যম এ আমি প্রকাশ করতে পারব না।
যাই হোক, আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। আপনাদের কেমন লাগলো জামা কাপড় গুলো অবশ্যই জানাবেন।সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 months ago 

পূজা উপলক্ষে আপনারা ভাই-বোনেরা তো দেখছি অনেকগুলো উপহার পেয়েছেন। প্রত্যেকটা উপহার বেশ সুন্দর ছিল। মামার বাড়ি থেকে ভালোই উপহার পেয়েছেন। আপনার বোনের ড্রেস গুলো কিন্তু ভীষণ সুন্দর।