আমার তোলা কিছু ছবি।।
যাইহোক চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।।।
১ নং ছবি।।।
শুরুটা খাবার দিয়ে করলাম। পাস্তা আমার খুব পছন্দের। আর গতকালের এই পাস্তা আমার বোন বানিয়েছে।দেখতে যেমন সুন্দর খেতে ও তেমন সুস্বাদু ছিল।
২ নং ছবি।।।
সচারাচর এখন আর এই পোকা দেখা যায় না, আমার।চোখে পরে নি। গতকাল দেখি ডাইনিং রুমে এর ভিড় করেছে। লাইট বন্ধ করে রাখলে আবার চলে যায়।
৩ নং ছবি।।।
বৃষ্টি আর খিচুড়ি এক দম পরিপূর্ণ জুটি। এই কদিন অনেক বৃষ্টি তাই মা গন্ধ পাতার বড়া, বেগুন ভাজা ও মসুর ডাল এর খিচুড়ি তৈরি করেছিলো। অনেক সুন্দর ও মজাদার ছিল সাথে বৃষ্টি ময় শীতল পরিবেশ।
৪ নং ছবি।।।
বৃষ্টি দেখতে আমার অনেক ভালো লাগে। আর সেদিন বৃষ্টি দেখার সময় মাটির দিকে তাকিয়ে দেখলাম জল গুলো এত সুন্দর তরঙ্গ তৈরি করছে তাই ক্যামেরাবন্দি করলাম।
৫নং ছবি।।।
এটি আমার কলেজের ছবি। গুলো মুলত গাছ এর ফুল তবে দেখতে কাশফুল এর মতো। বাতাসে এগুলো দুলছিলো আর আমি দেখছিলাম। এক সময় ক্যামেরাবন্দি করলাম।
৬নং ছবি।।।
এটি ও আমার কলেজে এর ছবি। এটি আমার বিভাগের ভবনের সামনে তোলা। সূর্য ভবনের উপর এত সুন্দর করে ছিলো গাছ এর পাতার ফাঁকা অংশ দিয়ে অনেক সুন্দর লাগছিলো।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে। তবে লাইটের পোকার ফটোগ্রাফিটি দেখে প্রথমে মনে হচ্ছিল যেন উপর থেকে কিছু ঝড়ে পড়ছে। বেশ ভালো লাগলো দেখতে আর তার সাথে ভালো লাগলো পাঁচ নম্বর ছবিটি। বৃষ্টির এমন সুন্দর দৃশ্য দেখতে আমারও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য