আমার করা ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ6 days ago
সবাই কে আমার নমষ্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও অনেক ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার তোলা কিছু ছবি। কয়দিন এত বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ তো থাকেই না তাই আর পোস্ট করা হয়ে ওঠে না। কারন আমি যখন পোস্ট করব সেই সময়ই বিদ্যুৎ যায়। ### যাই হোক চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।

১ নং ছবি।।

5268.jpg
প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন একটি পুরনো বাড়ি আর কিছু গাছ। বাড়ি টি খুব বেশি পুরনো নয়, তবে অনেক দিন জনগনের আনাগোনা না থাকায় দেখতে ভুতুড়ে হয়ে গেছে।
আমার এমন পুরনো বাড়ি অনেক ভালো লাগে।

২ নং ছবি।।

5143.jpg

এটা এ বছর বৃষ্টির ছবি। এত জোরে বৃষ্টি আর বাতাস হচ্ছে এই কয়দিন। তবে এই বৃষ্টি দেখতে সুন্দর হলেও সবার জন্য হয়তো সুখের না। তবে এর মধ্যে আমি একটু ছবি তুলে রাখলাম।

৩নং ছবি।।

5082.jpg

গতকিছু দিন আগে বসার সামনে দেখি মুড়ি মাখা ওয়ালা মামা বসে আছে। অনেক দিন এই মুড়ি মাখা খাওয়া হয় না। তাই ২০ টাকার কিনে নিয়ে আমি, মা আর বোন মিলে খেলাম। অনেক মজার ছিলো।

৪নং ছবি।।

3574.jpg

আমার বোন হচ্ছে নুডুলস বিশেষজ্ঞ। সে যে কত রকম করে নুডুলস বানায় তা আমি বলতে পারবো না। তবে যেমন করে বানায় খেতে অনেক সুস্বাদু হয়। সেদিন বানিয়ে ছিলো সুপ নুডুলস।

৫নং ছবি।।

5266.jpg

গাছ আর আকাশ দেখতে অনেক সুন্দর লাগে। গাছ এর পাতার ফাঁকা দিয়ে আকাশ কিংবা সূর্য আলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 6 days ago 

5421.jpg

5422.jpg

 6 days ago 

আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি ছিল অসাধারণ। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন। সব থেকে বেশি ভালো লেগেছে আমার আকাশের ফটোগ্রাফি। এছাড়াও খাবারের ফটোগ্রাফি গুলো দারুন ছিল।দেখতে বেশ লোভনীয় লাগছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 4 days ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

 6 days ago 

আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে দেখতে। তবে খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই অনেক বেশি লোভ হচ্ছিল। জেনে ভালো লাগলো যে আপনার বোন অনেক ধরনের নুডুলস রান্না করতে পারে। তবে আমার ওখানকার মুড়ি মাখা খেতে অনেক ভালো লাগে। ভীষণ সুস্বাদু হয় ওখানকার ছোলা দিয়ে মুড়ি মাখা। ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 days ago 

ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।