ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগ2 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার তোলা কিছু ফটোগ্রাফি। কয়দিন ধরে এত বাতাস বইছে যে মাথা সবসময় ভার হয়ে থাকছে।আর বাতাসের সাথে শুধু ধুলা।

যাইহোক চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।

১ নং ছবি।

IMG_20250202_185614.jpg
উপরের ছবি তে দেখতে পাচ্ছেন বাদাম ভাজা, এক গ্লাস জল ও আদা দেওয়া লাল চা। চা টি আমার বোন বানিয়েছিলো।সন্ধ্যার নাস্তায় এরকম গরম চা আর বাদাম খেতে বেশ মজা লাগে।

২ নং ছবি।

IMG_20250201_213602.jpg

মাটির ব্যাংক সবারই বেশ পরিচিত। এটি গত বছর পুজায় ছোট মামা বোন কে দিয়েছিলো। দাদুর কাছে ছিলো ব্যাংক টি তারপর দাদু আবার আমাদের দিলো। গতকিছু দিন আগে।এটি ভেঙ্গে বেশ ভালো টাকা পেয়েছি।

৩ নং ছবি।

IMG_20250201_070926.jpg
ছবি তে দেখতে পাচ্ছেন দুটি সন্ধ্যা মালতি ফুল ফুটে আছে। এই ফুল গুলো আমরা অনেক সুন্দর লাগে।রাস্তার কোনে ফুটে ছিলো।তাই একটু ক্যামেরা বন্দি করলাম।

৪নং ছবি।

IMG_20241204_133838.jpg

বরফ এর মধ্যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ। সেদিন মাছ বাজার এ গিয়ে ছবি টি তুলেছিলাম। আর মামীর জন্য দু কেজি চিংড়ি মাছ নিয়েছিলাম।

৫ নং ছবি।

IMG_20241122_205203.jpg

হরিবাসর এর মেলায় ঘুরতে গিয়ে ছবি তুলেছিলাম। এগুলো বেশির ভাগ গুলো কাসা পিতলের জিনিস। এগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়। এগুলো দেখতে যেমন সুন্দর তেমনি দামি।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

location

Device : xawmi.MT 9i

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_2025-02-07-22-04-30-282_com.android.chrome.jpg

Screenshot_2025-02-07-22-02-49-967_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-02-07-22-02-26-915_com.android.chrome.jpg

 2 months ago 

ভাইয়া ভিন্ন ভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে আমি অনেক অনেক পছন্দ করি। আপনি আজকে রেনডম ফটোগ্রাফি পোস্ট করেছেন দেখে ভালো লাগলো। তবে অনেক বেশি ভালো লেগেছে টাকার ব্যাংক দেখে। আমের আকৃতিতে তৈরি তাই ভালোলাগাটা বেশি ছিল।

 2 months ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 months ago 

ভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে আমার। যেখানে ফুলের ফটোগ্রাফি রয়েছে চিংড়ির ফটোগ্রাফি রয়েছে মাটির ব্যাংক এর ফটোগ্রাফি। সবগুলো সুন্দর বর্ণনার সাথে উপস্থাপন করেছেন ভাইয়া। আর রেনডম ফটোগ্রাফি মানে ভিন্ন ভিন্ন কিছু দেখার সুযোগ।

 2 months ago 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে মাটির ব্যাংকের ফটোগ্রাফি দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। ফটোগ্রাফি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 months ago 

আপনাকে ও ধন্যবাদ দাদা এত সুন্দর মন্তব্য করার জন্য।