ফটোগ্রাফি: আমার তোলা কিছু ছবি।।।
যাই হোক চলুন শুরু করা যাক আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি।
১ নং ছবি।।
প্রথম এ যে ছবি টি দেখতে পাচ্ছেন এটি আজকে তোলা। আজ মা আর আমি আটটার দিকে একটা কাজে বাহিরে গিয়েছিলাম। তখন হঠাৎ আকাশে চোখ গেলো। চারপাশে গাছ আর মাঝে চাঁদ। গাছ গুলো যেনো চাঁদ কে ঘিরে রেখেছে। তবে ছবির থেকে ও বাস্তবে আর ও সুন্দর ছিলো।
২ নং ছবি।।
ছবিতে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল। এর হলুদ রঙ আর মাঝের খয়েরী রঙ আমার মনকে বারবার আর্কষন করে।ছবি টি তুলেছিলাম ফুড ভিলেজে হোটেল এর বাগান থেকে। রোদ এ ফুলটি চকচক করছিল।
৩ নং ছবি।।
খাবার এ পছন্দের তালিকাই আইসক্রিম আমার খুব পছন্দের। শুধু আমার নয় আমার পুরো পরিবার এরই পছন্দ। গত সপ্তাহে এমন দুই বাটি ও সাথে কাঠি আইসক্রিম
অনেক গুলো খাওয়া হয়েছে। আর যে জন্য মোটামুটি সবারই ঠান্ডা ও লাগছে।
৪নং ছবি।।
যে গরম পড়ছে তাই একটু শীত এর সৃতিচারণ করি। এখন মনে হয় ঠান্ডা ই ভালো ছিলো।এই ছবি টি তুলেছিলাম শীতের সময়।
৫ নং ছবি।।
লুডু আর কফি একটা পারফেক্ট কম্বিনেশন। তাও আবার এই কফি বানিয়েছিলো আমার মামা। মামা অনেক সুন্দর কফি বানায়। সকলে মিলে কফি পান করলাম ও লুডু খেললাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.