ঈদ যাত্রা।।।।
চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।
শুরুতেই সকলে কে ঈদ এর অনেক শুভেচ্ছা। সবার ঈদ আনন্দে কাটুক।
গতকিছু দিন ধরাই মামার বাড়ী ঢাকা তে আসার কথা হচ্ছে। তাই হঠাৎ করেই গত শুক্রবার ২৮/০৩/২০২৫ তারিখ বেরিয়ে পড়লাম ঢাকার উদেশ্যতে।এবার আসার জন্য টিকিট ও কাটি নি। কারন এদিকের বাস গুলো ফাঁকা। ঢাকার মানুষ সব আমাদের এদিকে আসছে।
আর এমনি সময় ভাড়া নেয় ১৮০০ তবে সেদিন ১৫০০ দিয়ে আসছিলাম ওরিন এ।
বাস ও ফাঁকা ছিলো, আর রাস্তার একপাশ এ জ্যাম ছিলো ও আমাদের লাইন ফাঁক ছিলো।তাই মাঝে বিরতি দিয়ে গাজীপুর অব্দি বাস বেশ জোরে আসছিলো।
তারপর শুরু হলো জ্যাম। আর এদিকে এত গরম শেষ আধা ঘন্টায় এসে বোন একদম কাহিল হয়ে গেলো।।
রাস্তায় ঘর মুখী মানুষ দের আনন্দ দেখে বেশ ভালো লাগছিলো। সবার মধ্যে বেশ একটা আনন্দ কাজ করছিলো।
তারপর দেড়টায় বাসায় পৌঁছালাম। আর মজার ব্যাপার হচ্ছে দীদা এবং দাদু কেউ জানতো না আমরা আসবো।শুধু মামা আর মামী জানতো।হঠাৎ দেখে তো খুব খুশি। আমার অসুস্থ দীদা আর দাদু সুস্থ হয়ে গেলো।
এরপর আর কি খাবার এর আয়োজন হলো।
তারপর এখন অব্দি মজাই করছি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.