মামার সাথে ঘোরাঘুরি।

in আমার বাংলা ব্লগ2 months ago
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব মামার সাথে ঘোরাঘুরির কিছু মুহুর্ত। ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে।

IMG_20250212_174948.jpg
গত বুধবার সকালের দিকে বোনকে ডাক্তার দেখিয়ে বাসায় আসার পর তখন দুপুর হয়ে গিয়েছিলো। আর বোনের।অসুখ টা খুব একটা জটিল নয় জন্য বেশ মানসিক শান্তি লাগছিলো। ডাক্তার এর ওখান থেকে আসার সময় মামা বললো বাসায় অনেক গুলো ঔষধ আছ দীদা আর দাদুর সেগুলো নিয়ে সন্ধ্যাতে মামার অফিসে যেতে আর সাথে নতুন প্রসক্রিপশন নিয়ে যেতে বললো।পুরনো গুলো।বদলে নতুন নিবে তাই।

IMG_20250212_174540.jpg
তাই ছয়টা বাজতে বেরিয়ে পড়লাম, কাসাই বাড়ি রেল গেট দিয়ে বেড়িয়ে চার নম্বর সেক্টর দিয়ে রিকশা করে পপুলার এর সামনে গেলাম। সেক্টর এর রাস্তা দিয়ে ঘুরতে আমার অনেক ভালো লাগে।দুঃখ একটাই ছবি তুলতে পারি নি কারন ছবি তুলে দেবার মানুষ ছিলো না।তারপর ঔষধ কিনলাম। আমার বোনের একটা সাবান এর দাম ৭৫০ টাকা নিলো।
তারপর সেখান থেকে বেড়িয়ে রিকসা নিয়ে গেলাম রাজলক্ষী তে।চারপাশে উচু দালান আর আলোর মেলা সাথে বাহারি দোকান। এর পর গেলাম আজমপুর বাস স্টান্ড এ টিকিট কাটতে। সেখান থেকে বেড়িয়ে হাটা শুরু করলাম, মামার সাথে কোন দিক কোন দিক যে হাঠলাম আমি বলতে পারবনা তবে হাঠতে অনেক মজা পেয়েছি।
এরপর গেলাম একটা রেস্তোরাঁ। সেখানে খাসির কাবাব আর নান রুটি খেলাম।

IMG_20250212_192216.jpg

IMG_20250212_183736.jpg

সেখান থেকে হাঠতে হাঠতে দেখি আমরা আবার পপুলার এর কাছে এসে গেছি। তারপর একটা রিকসা নিয়ে মামা ভাগ্নে মিলে সেক্টর এর ভেতর এর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আসলাম। আর আসার সময় মামি, বোন আর দীদা দাদুর জন্য মিস্টি আর কেকে নিলাম।

IMG_20250212_195844.jpg

IMG_20250212_195652.jpg
বাসায় এসে আবার ও খওয়া দাওয়া করলাম,মজা করলাম। তারপর ঘুমিয়ে গেলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 months ago 

Screenshot_2025-02-14-20-23-35-691_com.android.chrome.jpg

Screenshot_2025-02-14-20-22-59-830_com.android.chrome.jpg