ঈদ আনন্দ🌙❤️
হ্যালো",
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি ঈদের দিনটি সবার খুব ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ আমার দিনটি বেশ ভালই কেটেছে। আমি ঈদের দিন সকাল থেকে শুরু করে সারাটা দিন কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিনকে ঘিরে আমাদের কত শত আয়োজন থাকে দীর্ঘ এক মাস রোজা রাখার পর সেই অপেক্ষার প্রহর শেষ হয় ঈদের আনন্দ দিয়ে। ঈদের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম।
বাবা ছেলে মাঠে যাবে এর জন্য সকালবেলা উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। খুব বেশি রান্না করিনি যেহেতু ঘুরতে যাব তাই অল্প করে দুই প্রকার সেমাই মাছ-মাংস পোলাও ইত্যাদি রান্না করেছিলাম। যেহেতু গ্রামে থাকি তাই আশেপাশের আত্মীয়-স্বজনকে নিয়ে সকালের খাবারটা সেরে ফেলেছিলাম। সকালে সবাই হালকা নাস্তা করে মাঠে নামাজ আদায় করতে গিয়েছিল। এরপর সবাই মাঠ থেকে এসে পোলাও মাংস খেয়েছে।
ভেবেছিলাম সকালের খাবার খেয়েই বের হয়ে যাবো শহরের উদ্দেশ্যে কিন্তু এত পরিমাণে রোদ ছিল তাই আর সাহস করতে পারেনি বের হবার। এরমধ্যে বাবু আবার ঘুমিয়ে পড়ে তাই আমি রং বাবুর বাবাও একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি প্রায় আড়াইটা বেজে গেছে। এরপর রেডি হয়ে আমরা রওনা দেই শহরের উদ্দেশ্যে। প্রথমে আমাদের শহরের বাড়িতে গিয়েছিলাম শাশুড়ির সাথে দেখা করতে। এরপর গিয়েছিলাম আপনাদের ভাইয়া আর গ্রামের বাড়িতে। যেখানে আমার শশুর থাকে।
গ্রামে গেলে সবাই অনেক খুশি হয়। জন্মের পর শায়ান মনে হয় এবার প্রথম তার দাদু বাড়িতে গেল ঈদে। তাই ওকে পেয়ে আমার শ্বশুর বাড়ির লোকেরা খুবই খুশি হয়েছিল। এরপর আমরা সেখানে সন্ধ্যা পর্যন্ত সময় কাটিয়েছি।এরপর খাওয়া দাওয়া করে বাসায় চলে আসি।আমি আমার পরিবার আত্মীয়-স্বজন নিয়ে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি ঈদে।
আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1906773686918812026?t=ZbwXX36hXsm4JTSlzny-uQ&s=19
পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করার মজাই অন্যরকম। একা একা ঈদ কখনো সুন্দর হয় না। পরিবারের সবার সাথে ঈদ কাটালে অনেক বেশি আনন্দ পাওয়া যায়।