হঠাৎ একটু ঘোরাঘুরি
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। ঘোরাঘুরি করতে আমরা সবাই পছন্দ করি।আর সেটা যদি হয় পছন্দের কোনো জায়গায় তাহলে তো কোনো কথাই নেই। আমার মনে হয় নানুবাড়ি প্রত্যেকটা মানুষের অনেক আবেগমাখা একটি জায়গা। যেখানে অনেক সুন্দর মুহূর্ত আমরা কাটিয়ে থাকি। এখন যখন বড় হয়েছি সেই দিনগুলো শুধুই স্মৃতি। আজ অনেকদিন পরে হঠাৎ নানু বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। বলতে পারেন কোনো প্লান ছাড়াই গিয়েছিলাম। আসলে আমার আম্মু গত দুই তিন দিন থেকে আমার নানুবাড়িতে আছেন। বাসায় একা একা কিছুতেই ভালো লাগছিল না। তাই আজ বিকেল বেলা বাবুকে এবং আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম আমার নানু বাড়িতে।
নানু বাড়িতে গিয়ে দেখলাম আমার আম্মুরা কেউ বাসায় নেই। খবর পেলাম পুকুরে নাকি তারা সবাই মাছ ধরতে গেছেন। আমার নানু বাড়িতে অনেক বড় একটি পুকুর আছে যেখানে অনেক মাছ হয়। আর সেখানে প্রত্যেক বছরই মাছ ধরা হয় পুকুরের পানি সেঁচে।এবার আমি এবং আপনাদের ভাইয়া দুজন মিলেই বাবুকে নিয়ে সেই পুকুরের কাছে চলে গেলাম। বিশ্বাস করেন সেখানে গিয়ে মাছগুলো দেখার পর আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না একটা পুকুরে কোনো মাছ ছেরে দেওয়া হয়নি তারপরও এত মাছ হতে পারে।
সেখানে যে কত টাকি মাছ ছিল সেটা হয়তো আমি বলতেই পারবোনা প্রায় মণ খানিক হবে। আর বড় বড় ৬ থেকে ৭ পাতিল শুধুমাত্র শিং মাছ এবং কৈ মাছ। এছাড়াও বড় বড় শোল মাছ ধরা হয়েছিল। বাবু তো মাছ থেকে ভীষণ খুশি। আমার মা, খালামণিরা এবং আমার মায়ের চাচাতো ভাইয়েরা সবাই মিলে অনেক মজা করে মাছ ধরেছে।শুনলাম তারা নাকি সকালবেলা পুকুরপাড়ে পিকনিকও করেছে মাছ ধরতে ধরতে। আমার তো খুবই খারাপ লাগছিল যদি সকালবেলা আসতে পারতাম বেশ ভালো সময় কাটাতে পারতাম।
এই অভিজ্ঞতাগুলো তো আমার কখনোই ছিল না পুকুরে মাছ ধরা কিংবা জমিতে মাছ ধরা। আমার আম্মুরা নাকি ছোটবেলা থেকে এমন মজা করে মাছ ধরে সবাই মিলে। যাই হোক এরপর উনারা মাছ ভাগাভাগি করবেন আমরা ততক্ষণ দেরি করে নিয়ে চলে এসেছিলাম বাসায়। আম্মু এখনো আমার নানু বাড়িতেই আছেন। সব মিলিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর সেটা আপনার সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মাছগুলো বড্ড লোভনীয় ভাবি। পুকুরের এই মাছগুলো এত বেশি উপকারী তা বলার নয়। ছোট বাচ্চাদের জন্য তো বটেই বড়রাও খেলে ভালো। আজকাল আর এইসব মাছ পুকুর থেকে পাওয়াই যায় না খুব একটা। সবই চাষের। নানুর বাড়িতে গিয়ে আপনি যে দারুন অভিজ্ঞতা করতে পেরেছেন সেটাই আনন্দের। ভালো থাকুন সবাইকে নিয়ে।
চাষের মাছের থেকে এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
হঠাৎ করে এরকম ঘুরাঘুরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনি যদি সকালবেলায় যেতেন তাহলে আপনিও সুন্দর একটা সময় কাটাতে পারতেন। সবাই অনেক আনন্দ করে মাছ ধরেছে বুঝতেই পারছি। আবার পুকুর পাড়ে পিকনিকও করেছে শুনে ভালো লাগলো। আপনি পরে গিয়ে আফসোস করেছিলেন। যাই হোক অনেক মাছ পেয়েছে দেখছি পুকুরে।
হ্যাঁ আপু সকালে গেলে সুন্দর সময় কাটাতে পারতাম সবার সাথে। সবাই অনেক মজা করে পিকনিক করেছে শুনলাম। পড়ে শুনে খুবই আফসোস করেছিলাম। যাই হোক ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
হঠাৎ করে ঘোরাঘুরি করতে কার কাছেই না ভালো লাগে। আমি নিজেও এই বিষয়টা অনেক পছন্দ করি আপু। অনেক মাছ পেয়েছে দেখছি পুকুরে। আপনি সঠিক একটা সময়ে গিয়েছেন। তবে সকালবেলায় গেলে আরো ভালো কিছু সময় কাটাতে পারতেন বুঝতে পারছি। আসলে এখন পুকুরে মাছ ছাড়া লাগে না এমনিতেই মাছ হয়ে যায়। ভালো লাগলো আপনার পুরো পোস্ট পড়ে।
তারপর যতটুকু সময় ছিলাম বেশ ভালোই কেটেছে সময।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।