নতুন বছরের প্রথম দিনে কাটানো কিছু সুন্দর মুহূর্ত❤️

in আমার বাংলা ব্লগ3 months ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটি প্রত্যেকের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি এবং সফলতা। জীবন থেকে যে বছরগুলো চলে যায় সেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যাতে করে পরের বছরে সেই ভুলগুলো আর না হয় নতুন করে জীবনটাকে গুছিয়ে নিতে পারি। পুরনো বছর থেকে কি পেয়েছি না পেয়েছি হিসাব করে নি। তবে সুন্দর একটি পরিবার সংসার সন্তান সবকিছু নিয়ে খুব ভালো কেটেছে। ওঠাপাড়া সবকিছুতেই লেগেই থাকে সেটা নিয়ে পড়ে না থেকে সামনের দিকে এগোতে হবে।

1000018600.jpg

1000018608.jpg

1000018614.jpg

1000018604.jpg

বছরের প্রথম দিনেই শহরে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে। বেশ ক'দিন ধরে ভালই ঠান্ডা পড়েছে। তাই কিছু শীতের পোশাক কিনতে গিয়েছিলাম। সেই মুহূর্ত না হয় অন্য একদিন শেয়ার করব। কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম ছেলের পছন্দের রেস্টুরেন্ট চাটনিতে।সাথে আমার মা এবং ছোট বোন ছিল তাই ভাবলাম মুহূর্ত তা সুন্দরভাবে কাটাই।আমি তো সেরকম কোন রেস্টুরেন্ট নাই তাই ভাবলাম অনেকদিন পর যেহেতু এসেছি ছেলেকে ফুচকা খাইয়ে নিয়ে যাই।

1000018594.jpg

1000018593.jpg

1000018597.jpg

তো যাই হোক প্রথমে রেস্টুরেন্টে ঢুকতেই ছেলের কিছু ফটোগ্রাফি করে নিলাম। এটা আমার ভীষণ খুশি রেস্টুরেন্টে এসে।এই প্রথম মনে হয় কিছু ফটোগ্রাফি করতে দিলও চুপ করে। এরপর ভিতরে ঢুকে আমরা মেনু দেখে অর্ডার করতে খুব বেশি দেরি করেনি কারণ আমরা ঠিক করেই রেখেছিলাম ফুচকা খাব। বাবুর জন্য ঝাল কম করে একটা নরমাল ফুচকা এবং আমাদের জন্য নিয়েছিলাম দই ফুচকা। আমার মা আবার রেস্টুরেন্টের খাবার খুব একটা পছন্দ করেন না তাই আমরা দু বোন খেয়েছিলাম।

1000018616.jpg

1000018617.jpg

1000018619.jpg

1000018624.jpg

1000018622.jpg

আপনার ফটোগ্রাফিতে লক্ষ্য করলে বুঝতে পারবেন বাবু কতটা খুশি ছিল। অনেকদিন পর এমন সুন্দর মুহূর্ত কাটালাম। দিনশেষে পরিবারের সাথে সময় কাটানো খুবই দরকার। নতুন বছরে কে কেমন সময় কাটাচ্ছেন অবশ্যই জানাবেন। আমার তো বছরের শুরুটা বেশ ভালোভাবে কাটলো। আশা করছি পুরোটা বছর দুঃখ সুখ সব মিলিয়ে কাটবে। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate

 3 months ago 

হ্যাঁ আপু প্রচন্ড ঠান্ডা শুরু হয়ে গেছে। বছরের প্রথম থেকেই ঠান্ডা যেন আরো বেশি। আপনারা কেনাকাটার উদ্দেশ্যে শহরে গিয়েছিলেন আর বিস্তারিত গুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন তাই অনেক কিছু দেখতেও জানতে পারলাম। বছরের প্রথম দিনটা অনেক সুন্দর কাটিয়েছেন। আমি অবশ্য বাসাতে ছিলাম। বাবুর অসুস্থতা যাচ্ছেনা তাই বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে নেই এই মুহূর্তে। আপনার ভালো লাগার মুহূর্তটা দেখে খুবই ভালো লেগেছে আমার।

 3 months ago 

এসময় বাবুকে সাবধানে রাখবেন আপু।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

বছরের প্রথম দিনে সকলে মিলে সকলে মিলে আনন্দ করেছেন যার ফলে বাবু খুব খুশি হয়েছে। সকলে মিলে কেনাকাটি করতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। বছরের প্রথম দিন আনন্দ করে সময় কাটাতে খুব ভালো লাগে।

 3 months ago 

সব মিলিয়ে সত্যিই সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

আপু আপনার শেয়ার করা দই ফুচকার ফটোগ্রাফি দেখে আমার তো খেতে ইচ্ছা করছে। দই ফুচকা আমার ভীষণ ভালো লাগে। বছরের প্রথম দিনেই আপনার মা ও বোনকে নিয়ে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন রেস্টুরেন্টে। তবে এর আগে আপনারা শীতের কেনাকাটা করেছেন সেই মুহূর্ত দেখার জন্য অপেক্ষায় রইলাম।

 3 months ago 

দই ফুচকা আমারও ভিষন পছন্দের। পরিবারকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 months ago 

নতুন বছরের প্রথম দিনে খুব ভালো সময় অতিবাহিত করেছিলেন দেখছি। আর মজা করে খাবার খেয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো। বাবু অনেক বেশি খুশি হয়েছে দেখছি। ফুচকা গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না। ইচ্ছে করছে ওখান থেকে নিয়ে খেয়ে ফেলতে। নতুন বছরের প্রথম দিনটা আরো স্পেশাল করে তুললেন সবাই সুন্দর সময় কাটিয়ে।

 3 months ago 

হ্যাঁ আপু বাবু ফুচকা পেয়ে খুবই খুশি হয়েছিলো।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।