আমার শখের ছাদ বাগানের রাতের দৃশ্য 📸🪴

in আমার বাংলা ব্লগ8 days ago

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি পোস্টে স্বাগতম। যদিও এই পোষ্টটি রাতে লেখার কথা ছিল কিন্তু প্রচুর মাথা ব্যাথা করছিল ঘুমিয়ে পড়েছিলাম। তাই সকালে ঘুম থেকে উঠে পোস্ট লিখতে বসলাম। গতকাল বিকেলবেলা বাবুকে ঘুমিয়ে দিতে গিয়ে নিজেই যে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। একঘুমে একদম সন্ধ্যে হয়ে গেছে। ঘুম থেকে উঠে মনে পড়লো বিকেলে ছাদে পানি দেওয়া হয়নি। যেহেতু প্রচুর রোদ তাই গাছগুলোর অবস্থা একদম খারাপ হয়ে যায় পানি না দিলে। তাড়াহুড়ো করে মোবাইল হাতে নিয়ে লাইট জ্বালিয়ে ছাদে উঠি।

1000042165.jpg

বরাবরই ছাদে উঠলে আমার খুবই ভালো লাগে কারণ আমার ছাদ গাছে গাছে ভরে গেছে। এবং বেশ কয়েকটি সবজিও এসেছে গাছে। প্রথমে আমি আগে পানি দিলাম সব গাছে। ভাবলাম সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করি,অবশ্য সাথে একটি ভিডিওগ্রাফিও করেছি। শুধু গাছ লাগালে নয় গাছের যত্ন নিলে তার থেকে ভালো কিছু আশা করা যায়। এই যেমন আমার মাত্র একটি বেগুন গাছে প্রায় সাতটির মত বেগুন হয়েছে।অনেকগুলো বেগুনের চারা লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো মরে গেছে একটিমাত্র বেঁচে ছিল। যাই হোক আমি এতেই অনেক খুশি।

1000042083.jpg

1000042084.jpg

1000042079.jpg

1000042076.jpg

আমি ছাদে একটি করলা গাছ লাগিয়েছিলাম দেখলাম বেশ কয়েকটি করলা এসেছে এবং করলাগুলো প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। ভাবছি একদিন ছাদ থেকে কিছু সবজি সংগ্রহ করে আপনাদের সাথে কোনো একটা রেসিপি শেয়ার করব। আমার ছাদের এই লাউ গাছগুলোর ফটোগ্রাফি আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম। এখন প্রায় অনেকগুলো লাউ এসেছে যদিও অনেকগুলো লাউ এর আগে এসেছিল কিন্তু কেন জানি নষ্ট হয়ে যাচ্ছে।মরিচ গাছগুলোতেও মরিচ ধরতে শুরু করেছে।

1000042080.jpg

1000042082.jpg

1000042081.jpg

আরো বেশি ভালো লাগলো পুঁইশাক দেখে। পুঁইশাকের পাতাগুলো এবং ডগা এত সুন্দর হয়েছে যে দেখেই আমার রান্না করতে মন চাচ্ছে। যাইহোক কিছু ফটোগ্রাফির পাশাপাশি আমি একটি ভিডিওগ্রাফি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা বেশ ভালো উপভোগ করবেন। আমার ছাদে কিন্তু সবজি থেকে শুরু করে ফুলের গাছ সবকিছুই আছে। নতুন করে ছাদটাকে আবারও সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। সেই মুহূর্তও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।

ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন। 🙏

আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000116.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 8 days ago 

বাসার ছাদ বাগানে কিছু রোপন করলে তখন নিজের কাছেও ভালো লাগে। আপনি দেখছি ছাদ বাগানে অনেক কিছু গ্রহণ করেছেন। তবে এটি ঠিক বলেছেন গাছ লাগালে যত্ন করতে হবে। আর এরকম ছাদ বাগান থাকলে বিভিন্ন ধরনের গাছপালা থাকলে নিজের মনটা ভালো থাকে। ধন্যবাদ খুব সুন্দর করে ছাদ বাগানের বিভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।