চাঁদ রাতে হাতে মেহেদি লাগানোর অনূভুতি

in আমার বাংলা ব্লগ7 days ago

হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

ঈদ মোবারক। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ এলেই হাতে হাতে মেহেদি দেওয়ার ঘুম পড়ে যায়। তবে গ্রামের ঈদ এবং শহরে ঈদের মধ্যে অনেক পার্থক্য আছে।শহরে যতই জীবন ব্যবস্থা উন্নত হোক না কেন গ্রামের মতো আনন্দ কখনোই হয় না।সেই চাঁদ রাত থেকে শুরু করে ঈদের সারাটা দিন হই-হুল্লোরে কেটে যায়। আর যারা শহরেই ঈদ উদযাপন করেন হয়তো বদ্ধ ঘরে কাটে বিকেলবেলা একটু ঘোরাঘুরি খাওয়া-দাওয়া এই আর কি। আমি নিজেও এর ভুক্তভোগী তাই বললাম আর কি।

1000039336.jpg

এবার প্রথমবার গ্রামে ঈদ করছি। তাই ঈদের আনন্দটা একটু বেশি লাগছে। কেননা ঈদের আগের দিন থেকে শুরু হয়ে যায় বাচ্চাদের ঈদের আনন্দ। বিকেল থেকে আমার ভাস্তিকে দেখছি সবাইকে হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। ছোট ছোট বাচ্চারা কত খুশি হাতে মেহেদি দিতে পেরে। ওদেরকে দেখে বারবার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল একটা সময় একটা মেহেদি নিয়ে আমিও কারো কাছে অপেক্ষা করতাম কখন আমাকে হাতে মেহেদি পরিয়ে দেবে। এরপর একটা সময় নিজেও শিখে গেলাম হাতে মেহেদি লাগানো।

1000039333.jpg

1000039334.jpg

তারপর থেকে আমি নিজেই হাতে মেহেদি লাগাতাম, পাশাপাশি অন্যদের হাতেও লাগিয়ে দিতাম। এখন আর সেই ধৈর্য নেই বললেই চলে। চাঁদরাতে সবাই মিলে বসে গিয়েছিল আমার বাসায় হাতে মেহেদি লাগাতে। ওদেরকে দেখে আমারও ইচ্ছে করলো যে হাতটা একটু মেহেদির রঙে রাঙিয়ে নেই। আমরা মেয়েরা যতই ব্যস্ত থাকি না কেন দিনশেষে নিজেকে একটু পরিপাটি রাখা উচিত। যদিও ঈদের দিন খুবই ব্যস্ততায় কাটে তবে বিকেলে একটু ঘোরাঘুরির প্লান আছে। শহরে যাবো শশুরবাড়ির পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করতে।

1000039335.jpg

কারণ শায়ানের দাদা-দাদির সাথে ওকে দেখা করানো এবং সবার সাথে একটু সুন্দর সময় কাটানোর চেষ্টা করব।সে সকল মুহূর্তগুলো তুলে ধরার চেষ্টা করব। চাঁদ রাতে হাতে মেহেদি লাগিয়েছেন কে কে অবশ্যই জানাবেন। আর আমার মেহেদি ডিজাইন টা কেমন হয়েছে সেটাও বলবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 7 days ago 

আপু আপনার হাতে লাগানো মেহেন্দির ডিজাইনটি কি সুন্দর হয়েছে দেখতে। আজকে প্রত্যেকের ব্লগেই দেখছি অনেকে মেহেন্দি লাগিয়েছেন আর সবার ডিজাইন কি সুন্দর। আপনার নিজেরাই এত সুন্দর আঁকেন যেন মনে হয় প্রত্যেকেই মেহেন্দি আর্টিস্ট। কালকে সারাদিন অনেক ব্যস্ত তাই কাটবে এবং বিকেলে শহরে যাবেন লিখেছেন সবকিছুর জন্য আপনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি আর আশা করি এই খুবই ভালো কাটবে ।