আমার ব্যবহারকৃত মোবাইল রিভিউ || ২০-০৭-২১🇧🇩

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা মোটামুটি ভালো আছেন।

• শুরুতেই শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাতে চাই বাংলা ব্লগের প্রতিষ্ঠা @rme স্যার এবং উনার অন্তর্ভুক্ত টিম দের যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমি আমার বাংলা ব্লগে নিজের মাতৃভাষায় পোস্ট করতে পারছি সেজন্য আমার মনের অন্তর থেকে তাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ স্যার।

images (3).jpeg

Source

মোবাইলের গুরুত্বপূর্ণ বিষয়
(১) মোবাইলের নাম: itel vision one (6990tk only)
(২) মোবাইলের ডিসপ্লে:6.5 ins
(৩) মোবাইলের বডি: polycarbonate plastic
(৪) মোবাইলের প্রসেসর:uniso sc 836a
(৫) মোবাইলের ফন্ট 📷 ক্যামেরা: 5mp
(৬) মোবাইলের ব্যাক 📷 ক্যামেরা:(8+0.2)mp
(৭) মোবাইল সিকিউরিটি: face unlock 🔓+fingerprint sensor
(৯) মোবাইলের ব্যাটারি: 4000 mah
(১০) মোবাইলের চার্জিং সিস্টেম: no
(১১) ওটিজি সিস্টেম: yes
(১২) ব্লুটুথ:yes
(১৩) ডিসপ্লে কোয়ালিটি : IPS panel
(১৪) ইউএসবি type-c : yes
(১৫) ডিপ সেন্সর: yes

ফোনের পারফরম্যান্স এবং আমার অভিজ্ঞতা

• যদি ফোনের পারফরম্যান্সের কথা বলি তাহলে বলা যায় যে এটি একটি মিট লেভেলের ফোন। কেননা আমরা জানি যে একটি গাড়ির গুরুত্বপূর্ণ বিষয় যেমন তার ইঞ্জিন তেমনি একটি ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার প্রসেসর আমরা জানি যে বর্তমানে সবথেকে ভালো প্রসেসর হলো Qualcomm Snapdragon 888 যাইতে আমেরিকান কম্পানি প্রসেসর ।নম্বর অবস্থান করছে MediaTek helio g95
যা মূলত বর্তমানের সেরা প্রসেসর হিসেবে বাজারে অনেক খ্যাতি অর্জন করেছে। সুতরাং মিডিয়াটেক এবং স্ন্যাপড্রাগন এর প্রসেসর গুলো যে ফোনে ব্যবহার করা হবে সাধারণভাবে সে ফোনগুলোর পাক-ভারত অনেক বেড়ে যাবে। কিন্তু আমার ফোনে ব্যবহার করা হয়েছে unisosc 83 6a যা মূলত একটি 28 ন্যানোমিটারের প্রসেসর অর্থাৎ বর্তমান পেক্ষাপটে processor-টা দুর্বল।
তবে আইটেল কোম্পানি আইটেল ভীষণ ওয়ান ফোনটি অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করায় ফোনের পারফরম্যান্স আমি বাজেট তুলনায় অনেক ভালো পাই।

6990 টাকা ফোনটি কতটুকু ভালো

আমি প্রথমেই বলেছি যে আমার ফোনটি যেহেতু একটি মিট লেভেলের ফোন। ফোনের কোয়ালিটি মোটামুটি মানসম্মত কেননা আপনি যদি 6990 টাকা বাজেটের অন্যান্য কোম্পানির ফোনের সাথে তুলনা করেন তাহলে দেখবেন তারা ফোনে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছে তার তুলনায় আইটেল কোম্পানি অনেক ভালো ভালো কম্পনেন্ট ব্যবহার করে আসছে । সাধারণত স্যামসাং প্রো ভিভো শাওমি কোম্পানি গুলো এখন এন্ড্রয়েড এর শীর্ষে রয়েছে। এবং সবথেকে বিখ্যাত আছে অ্যাপেল কোম্পানি যারা নিজস্ব আই ও এস ফোন বিক্রয় করে থাকেন যা বিশ্ব বিখ্যাত। সে তুলনায় আমার ফোন এর পারফর্মেন্স আমি অনেক ভালো পাই। কেননা এটা দিয়ে আমি পাবজি ,ফ্রী ফায়ার ,কল অফ ডিউটি, এক্সপার্ট নাইন gta-vice-city ইত্যাদি ভারী গেম গুলো আমার মোবাইলে প্লে করেছি যার পারফরমেন্স অনেক ভাল ছিল অর্থাৎ এই বাজেটে এই মোবাইলটা আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি অনেকটা ভালো।

• আমি মোবাইলটি 11 মাস ব্যবহার করছি আমার এই মোবাইল সম্পর্কে একটি মোটামুটি ধারণা চলে এসেছে। আপনার বাজেট যদি ছয় থেকে সাত হাজার হয় তাহলে অন্যান্য কোম্পানির চেয়ে এই ফোনটি যদি আপনি চেঞ্জ করেন আপনার জন্য বেস্ট হতে পারে। কিন্তু আপনার বাজেট প্রতি একটু বেশি হয় তাহলে আমি বলব এই ফোনটি না নেওয়ার জন্য নয় দশ হাজার টাকার মধ্যে রিয়েল মি কোম্পানি অনেক ভালো ভালো ফোন দিয়ে থাকে। আর যেহেতু এটি ভারি গেম খেলার জন্য না। আপনার ডেইলি লাইফে এটি দিয়ে থাকবে।

আমার পোস্টটি পড়ার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ
@emonv

Bangladesh

Sort:  
 4 years ago 

আপনার ব্যবহৃত ফোন সম্পর্কে অনেক ভালো রিভিউ করেছেন ।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

Thanks 👍 brother