ছোট্ট একটা দুর্ঘটনার কবলে পড়লাম

in আমার বাংলা ব্লগ4 months ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

rickshaw-6216564_1280.jpg

ইমেজ সোর্স

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ব্লগে তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ছোট্ট একটা দুর্ঘটনা নিয়ে কিছু কথা শেয়ার করব। আসলে চলার পথে আমাদের যে করো সাথেই যে কোন সময় দুর্ঘটনা করতে পারে। অনেক ক্ষেত্রে অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটে । তবে সচেতন থাকলেও যে দুর্ঘটনা ঘটবে না সেটা কিন্তু বলা যায় না। কারণ নিজে সচেতন থাকার পরও অন্য কারোর অসচেতনতার কারণে দুর্ঘটনা ঘটতেই পারে। গতকালকে এমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে। আমি সাধারণত চলার ক্ষেত্রে সাবধানতা সব সময় অবলম্বন করি। গতকালকের টোটো করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম। আসলে টোটো আমরা রিজার্ভ করেই যাচ্ছিলাম একটা বিশেষ কাজের উদ্দেশ্যে। আর যে টোটোওয়ালা কে নিয়ে যাচ্ছিলাম, সেই টোটো ওয়ালার রাস্তাও পরিচিত ছিল না । যাইহোক, অনেকটা দূরের রাস্তায় ছিল তাই টোটোওয়ালা টোটো একটু দ্রুত গতিতে ছুটিয়ে আমাদের গন্তব্যস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

তবে টোটো ওয়ালার যেহেতু রাস্তা অপরিচিত ছিল তাই হঠাৎ করেই রাস্তার একটা স্পিড ব্রেকার এর উপর দিয়ে খুব জোরে টোটো টি কে সে এগিয়ে নিয়ে যাই। এই সময় গাড়ি বেশ ঝাকুনি খায় এবং আমি সিটের উপর থেকে অনেকটা উপরে উঠে যায়। আর আমার মাথা গিয়ে লাগে টোটোর একদম উপরে ছাদে যেখানে রড ছিল। সাথে সাথেই আমি অনেকটা ব্যাথা পাই। সেই সাথে কি আমার সাথে ঘটল সেটাও হঠাৎ করে বুঝে উঠতে পারিনা। কিছু সময়ের জন্য সবকিছু কেমন জানি থমকে যায়। যেহেতু মাথায় আঘাত লেগেছিল তাই ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে থাকে। সাথে সাথে সেই টোটো ওয়ালা টোটো থামিয়ে আমার মাথায় কিছু সময় জল দেয়। আমার সাথে আমার পরিবারের লোকও ছিল। তারা টোটো ওলাকে বেশ রাগ করছিল । টোটো ওয়ালা তার ভুল বুঝতে পারে এবং বলে তার রাস্তাটা পরিচিত ছিল না তাই সামনে যে স্পিড ব্রেকার ছিল সে সেটা দেখতে পাইনি।

যাই হোক, সেই সময় টোটো থামিয়ে কিছু সময় আমাকে রেস্ট করানো হয়। আমিও কিছু সময় চুপচাপ করে বসে থাকি। মাথাটা কেমন জানি ঝিনঝিন করছিল সেই সময়। আসলে অনেকটা জোরে আঘাত লেগেছিল একদম মাথার উপরের অংশ। কিছু সময় রেস্ট নেওয়ার পর কিছুটা ভালো ফিল হলে টোটো ওয়ালা খুব আস্তে আস্তে টোটো নিয়ে যায় আমাদের গন্তব্য স্থানে। যাই হোক, প্রথমে যে কথাটা বলছিলাম, এখানে আমার কোনো অসচেতনতার ব্যাপার ছিল না তবে টোটো ওয়ালার ভুলের কারণে আমাকে দুর্ঘটনার কবলে পড়তে হলো। এমন ব্যাপার কিন্তু অনেকের সাথেই ঘটে। যাই হোক, তারপরও আমাদের দিনশেষে সচেতন থাকতে হয়।


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীজেনারেল রাইটিং
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Add a little bit of body text_20240911_022744_0000.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 4 months ago 

আর আমার মাথা গিয়ে লাগে টোটোর একদম উপরে ছাদে যেখানে রড ছিল।

বেশ কয়েক মাস আগে আমার সাথেও এমন ঘটনা ঘটেছিল। বেশ ভালোই ব্যথা পেয়েছিলাম সেদিন। যাইহোক আপনি তো মনে হচ্ছে অনেক ব্যথা পেয়েছেন ভাই। টোটো দিয়ে চড়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।