আমরা শোকাহত... আমরা স্তব্ধ... আমরা দায়বদ্ধ...
হৃদয় ভাঙা একটি দুপুর- ঢাকা, দিয়াবাড়ির মর্মান্তিক দুর্ঘটনায় আমরা শোকাহত
২১ জুলাই ২০২৫, দুপুর ১টার কিছু পর। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় চোখে পড়লো একের পর এক খবর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে একটি ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে! প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। কয়েক সেকেন্ড চুপ করে থাকলাম। তারপর ভিডিও দেখতে গিয়ে বুকটা কেঁপে উঠল। আগুনে পুড়ে যাওয়া ক্লাসরুম। ধোঁয়ার কুন্ডলী। আর ছোট ছোট নিষ্পাপ শিশুদের চিৎকার...
এই দৃশ্য কোনো সিনেমা নয়, এই ব্যথা কোনো গল্পের পাতা থেকে নয় এটি আমাদের রাজধানী ঢাকার বুকে ঘটে যাওয়া বাস্তব এক দুর্বিষহ অধ্যায়।
একটি প্রশিক্ষণ বিমান, যা আকাশে উড়বার কথা ছিল, সেটি আজ মাটিতে নেমে এসে ছিন্নভিন্ন করে দিল শত শত স্বপ্ন। স্কুলের প্রাইমারি সেকশন বিল্ডিংয়ের উপর ভেঙে পড়ে ফাইটার জেটটি। অনেকেই তখন ক্লাসে ছিল। অনেকেই ক্লাস শেষ করে ঠিক তখনই বের হচ্ছিল। কেউ হয়তো টিফিনের জন্য বের হচ্ছিল, কেউ ছবি আঁকছিল, কেউ হয়তো জানালার বাইরে তাকিয়ে ভাবছিল ভবিষ্যতের কথা।আর সেই মুহূর্তেই আগুন এসে কেড়ে নিল তাদের শ্বাস, ছিঁড়ে দিল বুক।
সর্বশেষ আপডেট দেখলাম, এখন পর্যন্ত ১৬ জন নিষ্পাপ প্রাণ চলে গেছে।বিমানের পাইলটও একটু আগে মারা গেছে। অনেক শিশু পুড়ে গেছে,অনেকের অবস্থা এখনও আশঙ্কাজনক। অনেকে আর কখনও হাঁটতে পারবে না, হাসতে পারবে না, লিখতে পারবে না। কী ভয়াবহ এক বেদনা! নিথর ছোট ছোট দেহগুলো যাদের দিকে তাকিয়ে সারা জাতি আজ নিশ্চুপ।
আমার মন আজ খুব ভারাক্রান্ত। একটা ক্লাসরুমে আমি নিজেও বহু বছর আগে বসেছিলাম। আমিও তো একদিন এমনিই নিষ্পাপ ছিলাম। ভাবতে পারি না, আজ যারা এমন বীভৎস মৃত্যু দেখলো তারা তো আমাদেরই ভবিষ্যৎ ছিল।এই দুর্ঘটনার দায় কার? কেন এমন এলাকায় ফাইটার জেট ওড়ানো হলো যেখানে শত শত শিশু নিয়মিত ক্লাস করে? কেন আমাদের জীবনের নিরাপত্তা এতটা অনিশ্চিত?
আজ শুধু শিশুদের শরীর নয়, আমরা জাতি হিসেবে একসাথে পুড়ে গেছি। আজ শুধু কয়েকটা পরিবার কান্নায় ভাসছে না, কান্নায় ভেসে গেছে একটি দেশ, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ।দোয়া করি, যারা চলে গেছে তারা জান্নাতের ফুল হয়ে থাকুক। আর যারা এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে, তারা ফিরে আসুক জীবনের দিকে।
আজ আমি কিছুই লিখতে পারছি না ঠিকভাবে। কেবল চোখে বারবার ভাসছে সেই ছোট ছোট বাচ্চাদের আগুনে পুড়ে যাওয়া বিধ্বস্ত শরীর।
আমরা শোকাহত... আমরা স্তব্ধ... আমরা দায়বদ্ধ...
আজ এখানেই শেষ করছি। অন্য কোন একদিন ভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
X-Promotion
Daily Tasks
Comments Link:-
https://x.com/mohamad786FA/status/1947262530440839672?s=19
Ss
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5