এটাকে কি মেসান্তর বলা চলে?(১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
হ্যালো,আমার বাংলা ব্লগ বাসী।আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালোই আছেন,আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
এক গৃহ থেকে অন্য গৃহে চলে গেলে তাকে বলা হয় গৃহান্তর।এক দেশ থেকে অন্য দেশে গেলে তাকে বলে দেশান্তর।তাহলে এক মেস থেকে আরেক মেসে গেলে কি সেটা মেসান্তর হবে?😁
যাইহোক,কথায় আসি।যারা আমার পোস্ট পড়েন তারা জানেন যে আমি মেসে থাকি মাস তিনেক হলো।মেসের অভিজ্ঞতা এর আগে আমার কখনোই ছিলনা।এবারই প্রথম।আর সত্যি বলতে গেলে, সেই অভিজ্ঞতা মোটেও ভালো হয়নি।যা বুঝেছি তাতে মেস আমার মতো ছেলের জন্য না।না খেতে পারতাম ভালোভাবে না বসতে পারতাম না ঘুমাইতে পারতাম।পরে খুজে দেখি আমি একাই এমন বান্দা না।আরো বেশ কয়েকজন আছে যারা এমন গ্যারাকলে পরেছে।তো আমি এটাকেই ক্যাপিটাল হিসেবে কাজে লাগিয়েছিলাম।মানে,যারা যারা এমন ছিলাম সবাইকে বলেছিলাম যে একটা ফ্যামিলি বাসা ভাড়া নিলে কেমন হয়।বাহ,সবাই দেখি রাজি।রোজার ভেতর বাসা খুজেও বের করেছিলাম।আর প্ল্যান ছিল ইদের ছুটি থেকে এসে বাসায় জিনিসপাতি তুলবো।কারণ,বাসা পেয়েছি ৭ তলায়।তো রোজা থেকে যদি বই,চাল এগুলোর বস্তা পড়ার টেবিল তোশক এগুলো তুলতে যাই,নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থা হতো।
তো প্ল্যান অনুযায়ী,ইদ শেষ করে এসে পরেরদিনই সবাই নিজ নিজ জিনিস ফ্ল্যাটে তুলেছিলাম।নয়জন ফ্রেন্ড মিলে দুইটা ইউনিট নিয়েছি।
ওদের চালের পরিমাণ কম হলেও আমার চালের বস্তায় ছিল এক মন চাল।আল্লাহ!তুলতে যে কি প্যারাটাই না হয়েছিল আমার।যখন মনে হয়,যে আমি এক মনের বস্তা ৭ তলায় তুলেছি তখন নিজেকে যোদ্ধার থেকে কিছু কম মনে হয়না,😜।
এমনিতে ফ্ল্যাটটা খুব সুন্দর।তিনটি বেড রুম,একটা কিচেন,বেশ বড় একটা ড্রয়িং রুম,দুইটা ওয়াশরুম আর দুইটা বেলকুনি।আর লোকেশন একদম আমার প্রাইভেটগুলোর সামনে।তাই বেশ সুবিধাই হয় প্রাইভেটে যেতে।
আমার রুমে আমি আর বন্ধু তানভীর থাকি।আর অন্য দুই রুমের একটাতে জিসান আর একটাতে থাকে সাদমান।
মোট কথা,আলহামদুলিল্লাহ আমি এখানে বেশ ভালো আছি।বাসার মতোই ফিল পাই এখানে।বুয়া আছে,নিজেরা যখন যা বলি তাই রান্না করে দেয়।আর যেভাবে বলি ঠিক সেভাবেই।ছাদটাও বেশ বড়।বিকেল বেলা ছাদে গেলে মনটা এমনি ভালো হয়ে যায়।
আমার ফ্লাটের এপাশ ওপাশ থেকে আর ছাদের উপর থেকে আউটসাইড ভিউ দেখাই আপনাদের।
আমাদের ইউনিটের দুই বেলকুনি থেকে তোলা আউটসাইডের লুক।
এগুলো ছাদ থেকে তোলা।দিন যাক,ইনশাল্লাহ আরো অনেককিছু দেখাবো।
Shot on. Oppo f19 pro
Location
Date.14/05/22
ধন্যবাদ আপনাকে বাস্তবিক একটা পোস্ট উপহার দেয়ার জন্য। আসলে মেস পরিবর্তন হলে খুবই কষ্টকর হয়ে থাকে, কেননা নিজের গোছানো জিনিসগুলোকে আবার অন্য একটি জায়গাতে বহন করে গোছাতে যেমন সময় লাগে তেমনি অনেক কষ্টকর মনে হয় ধন্যবাদ আপনাকে।
আসলেই ঠিক বলেছেন ভাই🙂।কতটা যে কষ্ট হয়েছিল চালের বস্তা তোলার সময়।
যাইহোক,আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 🥰
ঠিকই বলেছেন ভাই আপনি এটাকে মেসান্তর বলতে পারেন কোন সমস্যা নাই। তবে ফ্যামিলি বাসা ভাড়া নিলে যে ফ্যামিলি হয়ে যাবে তা কিন্তু নয় এটাও কিন্তু আপনাদের এক প্রকার মেস। কারণ মেস ছেড়ে আমি মনে করি আর একটু আধুনিক মেসে শিফট হয়েছেন এবং বিষয়টি আমাদের মাঝে খুব চমৎকারভাবে শেয়ার করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন😆আধুনিক মেস।
অসংখ্য ধন্যবাদ আপনাকেও🥰
এটা দারুণ বলেছেন এক মেস থেকে অন্য মেসে গেলে সেটা মেসান্তার হা হা। ভাই কেবল এই যন্ত্রণার শুরু শিক্ষাজীবনে আরও কতবার যে এই মেসান্তর করতে হবে তার ঠিক নাই। আর আমার কাছে এর থেকে বিরক্তিকর আর কিছু নেই। তবে আপনার এই ফ্ল্যাটের রুমটা অনেক সুন্দর। বাইরেটাও দেখছি সুন্দর।
হুম,আসলেই বেশ সুন্দর পুরো ফ্ল্যাটই।ভালোবাসা নিয়েন🥰