দয়ালু চোরের গল্প 😊
হ্যালো
কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন সুস্থ আছেন। আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশির্বাদে ও সৃষ্টি কর্তার কৃপায়।
আমি @shapladatta বাংলাদেশ থেকে। আমার বাংলা ব্লগের একজন ভেরিফাই নিয়মিত ইউজার। আমি গাইবান্ধা জেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি।
আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেবো দয়ালু চোরের গল্প। আশা করছি আপনাদের ভালো লাগবে।
চোর হয় কখনো অভাবে কখনো স্বাভাবে কখনো বা স্বাভাবে চোর সখে চোর। যে-ভাবেই চোর হোক না কেন চুরি করা মহাপাপ।
স্বাভাবের চোর তার চুরি করার কোন প্রয়োজন না থাকলেও চুরি করে থাকে।অভাবের চোর।অভাবের কারণে চুরি করে থাকে অভাব হয় কর্মহীনতার কারণে আর কাজ না করে অভাবে পড়ে চুরি করে।
চোরের আবার প্রকার ভেদ আছে এই যেমন ছিচকে চোর,পেশাদার চোর,শিংকাটা চোর ইত্যাদি।ছিচকে চোর যা কিছু হাতের কাছে পায় তাই চুরি করে আর শিং কাটা চোর গ্রামের বাড়ির ঘরের শিধ কেটে চুরি করে থাকে।ছোট বেলায় শিং কাটা চোর বলতে বুঝতাম চোরের মাথায় বড়ো বড়ো ভয়ংকর শিং থাকে আর তা দিয়ে শিধ কেটে চুরি করে নিয়ে যায়। মায়েরা কতো শিংকাটা চোরের গল্প শুনিয়ে ভাত খাওয়াতো ঘুম পাড়াতো।
সখের বশে বন্ধুদের নিয়ে চুরি করে কেউ কেউ এই শখের বসে চোরের প্রধান কাজ মানুষের ফলমূল চুরি করে খাওয়া।আম,কাঁঠাল ও ডাব, তরমুজ, কলা বাঙ্গিএই ফল গুলো সখের চোরের বিশেষ আকর্ষণ।
আমাদের এলাকায় দয়ালু চোরের উৎপাত বেড়ে গেছে যেমন কয়েকটা ঘটনা তুলে ধরি।
আমাদের কিছু জমি আছে রাস্তার ধারে আর রাস্তার ধারে যাদের জমি আছে তারা তাদের জমির এরিয়ায় ফলও সবজির গাছ লাগিয়ে থাকে যেমন কলা বা সজিনা,লাউ ইত্যাদি গাছ।আমাদের জমির ধারে সজিনাডাঁটা ও কলার গাছ লাগানো আছে। বিচি কলা,কাঁচকলা,চিনি চাম্পা কলা ও মালভোগ কলা লাগিয়েছি আমরা।
তো বেশ ভালো ফলন হয় আমার সব থেকে পছন্দের কলা কাঁচকলা কারণ এই কাঁচকলার ভাজা,তরকারি ও ভর্তা খেতে দারুণ লাগে।আজকে গিয়ে দেখলা কাঁচকলার ছড়ি হয়েছে একটা এখনো খাওয়া যাবে কিন্তুু আর কয়েকদিন গেলে একদমই পরিপূর্ণ হবে।কাঁচকলা অল্প পরিপক্বতায়ও খাওয়া যায়।আগের দিনে মানুষ কাঁচকলা গাছের ছড়ি থেকে চাহিদা অনুযায়ী পেড়ে এনে খেতো।যদি একটা লাগে একটা দুটো লাগলে দুটো এরকম করে পেরে এনে খাওয়া হতো আর বাকি কলা গাছেই বড়ো হতো থাকতো এভাবে পূরা কলা খাওয়া যেতো কিন্তুু এখন আর সেভাবে খাওয়া সম্ভব হয় না কারণ যদি একটা কলাও পেরে এনে খাওয়া হয় তবে বাকি কলার ছড়িটি পুরোটাই চুড়ি হয়ে যায়।দয়ালু চোর অপেক্ষায় থাকে কবে গিরস্থা তার কলা পেড়ে খাবো তারপর পুরোটা তার হয়ে যাবে।গত বছর এক ছরি কলার মধ্য থেকে দুটো কলা পেড়ে এনেছিলো আর সেই রাতেই বাকি কলা সব চুরি করে নিয়ে গেছে দয়ালু চোর।
এরকম আর এক ব্যাক্তির মালভোগ কলা হয়েছিল এক বিশাল ছড়ি। পরিপক্ক হয়েছে মালিক কলা পারছেন না এদিকে চোরের তো তর সইছে না।মালভোগ কলা বেশি পরিপক্ব হলে পাকলে শক্ত কচকচে হয়ে যায় তাই তারাতাড়ি পাড়তে হয়।মালিক এটা লক্ষ্য করেনি তাতে কি দয়ালু চোর তো আছে এলাকায় সে বিশেষ কায়দায় পুরা কলা পেরেছে এবং মালিকরা দুভাই তাই দু ভাইয়ের জন্য গাছেই দু কান্দি রেখে দিয়েছে। পরদিন মালিক কলার চুরি হয়ে দেখে ও চোরের অভিনব বুদ্ধি ও দয়ালুতা দেখে হাঁসবে না কি কাঁদবে তা বুঝতে পারছে না।কথায় আছে না যে চোরের ও ধর্ম আছে এই চোরটি দয়ালুর পাশাপাশি ধার্মিক তাই সে মালিকের হক নষ্ট করেনি। মালিকের হিস্যা বুঝিয়ে দিয়েছে 😊।
পাশের বাড়ির লাউ গাছে লাউ ভর্তি।চমৎকার লোভনীয় লাউ ধরেছে বেশ কয়েকটা গাছে।লাউ গুলো ঝুলে ঝুলে আছে। লাউ গাছের মালিক একদিন একটি লাউ ছিরেছে আর অমনি দয়ালু চোর পুরা লাউ গাছের যতো লাউ ছিলো সব চুরি করে নিয়ে গেলো।
আমাদের পুকুরে মাছ ছারা হয়েছিলো এবং অনেক দিন থেকে মাছ ধরা হয়নি বিশাল বড়ো সাইজের মাছ হয়েছে জন্য মাছ মারার জন্য মাঝি নামানো হলো বেশ লোভনীয় মাছ পাওয়া গেলো যে যার মতো চলে গেলো বাড়িতে। কয়েকদিন পর আবারও পুকুরে মাছ ধরার জন্য মাঝি নামানো হলো আর মাঝির জালে ধরা পড়লো বিশাল আকৃতির একটি গ্রাস কাপ মাছ আর সেই মাছের গলায় রশি লাগানো।আড কারো বাকি রইলো না জানতে যে চোর মাছটি ধরে গলায় দড়ি লাগিয়ে হয়তো গাছের শিকারে সাথে বেঁধে রেখেছিলো আর কোন ভাবে মাছটি হয়তো দড়ি সহ মাছটি শিখর থেকে ছুটে গেছে আর চোর আর মাছটি নিতে পারে নি।
এসব ঘটনার জন্য আমাদের এলাকার সবাই চোরের নাম দিয়েছে দয়ালু চোর আর
এই হলো আমার এলাকার দয়ালু চোরের গল্প।এই দয়ালু চোরের দয়া আছে আর সেকারনে তারা মালিকের জন্য রাখে কিংবা মালিক খাওয়ার পর অবশিষ্ট চুরি করে এরকম মনে দয়া না থাকলে করা সম্ভব না🙃।ফটোগ্রাফিতে যে কলাটি দিয়েছি সেটি আমাদের গাছের কলা।কলা গুলো গাছ থেকে পেরে পেরে খেতে পারলে অনেক দিন খাওয়া যেতো কারণ গাছে থাকলে নষ্ট হতো না কিন্তুু সেভাবে কলা পারলে তো দয়ালু চোর পুরা কলার ছড়িটি চুরি করে নিয়ে যাবে।পুরা কলায় পেরে এনে খেতে হবে।
আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্যকোন পোস্টের মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ ও নিরাপদ থাকুন।
টাটা
পোস্ট | বিবরণ |
---|---|
পোস্ট তৈরি | @shapladatta |
শ্রেণী | জেনারেল রাইটিং |
ডিভাইস | OppoA95 |
লোকেশন | বাংলাদেশ |
আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
চোর আবার দয়ালু গল্পটা যেমন হাসির তেমন মজার। চোর হিসাব করে দুই ভাইয়ের জন্য দুই কান্দি কলা রেখে গেছে গাছে। এরকম দয়ালু চোর হলে নিজেও খাওয়া হয় আবার চোরেও খায় । এরকম সুন্দর গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
হাহাহাহা হাস্যকর হলেও সত্যি ঘটনা আপু।ঠিক বলেছেন এরকম চোর হলে চোরের ও মালিকের দু'জনার খাওয়া হয়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
https://x.com/DattaShapla/status/1908134372622180440?t=8OwAvPPCm-6c51nJm_tThg&s=19
X লিঙ্ক
https://x.com/DattaShapla/status/1908146326321414159?t=6Sj22N308qvQ5SudqhHTaQ&s=19