স্মৃতিচারণ: শৈশবের ছেলে বেলায় পাশের সাথে ফুটবল খেলার স্মৃতিচারণ
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার, ১২ ই এপ্রিল ২০২৫ ইং
আমার শৈশবের সবচেয়ে রঙিন অধ্যায়গুলোর একটি জায়গা জুড়ে ছিল ফুটবল। তবে সেটা কোনো আধুনিক স্টেডিয়ামের ঘাসে নয়, ছিল গ্রামের ধুলোমাখা মাঠে। আর সবচেয়ে উত্তেজনাময় ছিল পাশের গ্রামের ছেলেদের সাথে বাজি রেখে খেলা। বাজি মানে আবার টাকা-পয়সা নয়, কখনো গাছের পাকা আম, কখনো হাটের নতুন ফুটবল, কখনো আবার হারলে পুরো দলকে পরের ম্যাচে জলপানা খাওয়াতে হবে – এই ছিল আমাদের শর্ত।প্রতি শুক্র বা শনিবারে ঠিক হতো ম্যাচের দিন। আমাদের দল নামেই ‘টাইগার একাদশ’, আর ওদেরটা রকেট ক্লাব।
নাম শুনেই বোঝা যায়, কারা একটু বেশি আত্মবিশ্বাসী ছিল! আমাদের মাঠটা একটু ছোট, কিন্তু সেটা আমাদের বাড়তি সুবিধা – নিজেদের মাঠে নিজেদের রাজত্ব। তবে ওদের মাঠে খেলতে গেলে যেন একটা যুদ্ধই শুরু হতো। ফুটবল মাঠ আর যুদ্ধক্ষেত্রের পার্থক্য কোথায়, সেটা তখনো আমাদের জানা ছিল না।আমরা বল নিয়ে মাঠে নামতাম বুকভরা স্বপ্ন নিয়ে। গোল করবো, বাজি জিতবো, সবাই মিলে হই-হুল্লোড় করবো। কেউ যদি গোল মিস করতো, পরেরদিন পর্যন্ত তাকে খোঁচা খেতে হতো
তোর ওই শটটাই আমাদের সব শেষ করলো!" আর যদি কোনোদিন আমরা জিততাম, সেদিনের আনন্দে কেউ মাঠ থেকে সরতে চাইতো না। কেউ লাফাতো, কেউ মাঠে শুয়ে পড়তো খুশিতে।পাশের গ্রামের ছেলেদের আমরা আগে থেকেই চিনতাম। হাটে বাজারে মুখ দেখা হয়েছে বহুবার, কখনও মিষ্টি বিনিময়, কখনও হালকা খোঁচা। কিন্তু আজকের খেলায় মুখে হাসি থাকলেও, চোখে চোখ রাখলেই বোঝা যায়, কেউই হারতে চায় না।বাজিটা কী ছিল, তা আসলে তেমন গুরুত্বপূর্ণ নয়।
হয়তো হেরে গেলে পুরো দলকে লালু ভাইয়ের চায়ের দোকানে চা খাওয়াতে হবে, বা জয়ী দলকে কাঁধে তুলে মাঠের একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত পর্যন্ত নিয়ে যেতে হবে। কিন্তু আসল বাজি ছিল সম্মানের, আমাদের গ্রামের সম্মান, আমাদের বন্ধুদের হাসিমুখ, আর নিজের গর্ব। আমরা আমাদের গ্ৰামের ছেলেরা সকলেই খেলাধুলা করতাম খুবই বেশি। বিশেষ করে ফুটবল একটু বেশি খেলতাম। পাশের গ্ৰামের ছেলেরা ও বেশ দারুন ফুটবল খেলতেন। কিন্তু আমরা তাদের সামান্য কিছু ভুলের কারণে সেদিন তাদের কে এক গোলে হারিয়েছে। ম্যাচ টি জেতার পর আমাদের মনের মধ্যে অন্যরকম আনন্দ কাজ করছিল।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1911113571024683020?t=yPrJM_LsOEqTOsCiZTo4Iw&s=19
https://x.com/Riyadx2P/status/1911112700710785065?t=yPrJM_LsOEqTOsCiZTo4Iw&s=19
https://x.com/Riyadx2P/status/1911112967841890521?t=yPrJM_LsOEqTOsCiZTo4Iw&s=19
https://x.com/Riyadx2P/status/1911113225560838490?t=yPrJM_LsOEqTOsCiZTo4Iw&s=19
Screenshot