শপত || 10% Beneficiary To @shy-fox
এস এস সি পরীক্ষা শেষ সব বন্ধুরা আজ উন্মুক্ত যে যে ভাবে পারি আনন্দ করি আমাদের একটা অভ্যাস ছিল প্রতিদিন একটি চা স্টলে আড্ডা দেওয়া । সারাদিন যে ভাবে থাকুক না কেন বিকাল বেলা সেই সেলিমের চা দোকানে সবাই মিলিত হতাম আর যদি ঐ দিন আমাদের ক্রিকেট ম্যাচ থাকতো তাহলে তো কথাই নেই সারাক্ষণ ঐ ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনা কে কিভাবে ব্যাট করেছে কিভাবে বল করেছে ।
আড্ডা দিতে দিতে কখন সময় অনেক হয়ে যেত বুঝতেই পারতামনা । আমাদের মাঝে বন্ধুত্বের অনেক মিল ছিল যদি কারও কোন রকম সমস্যা হত সবাই তাকে সাহায্য করতাম আমরা শপত করতাম যে বন্ধুর জন্য আমরা জীবন দিতে ও রাজী থাকিবো । এভাবেই আমাদের অটুট বন্ধন । এক পযার্য়ে এস এস সি ফল প্রকাশ হল যে যার মত কলেজ বেছে নিল যে যার মত একেক কলেজে চলে গেল । তার পরও আমাদের মাঝে যোগাযোগ হত ফোনে ঈদে বাড়ি আসলে ।
এক সময় পড়া লেখার জীবন শেষ করে সবাই যার যার সংসার জীবনে আর আমাদের মাঝে বন্ধুত্বের বন্ধণ দুরত্ব হতে লাগল আজ কেউ দেশের সনামধন্য বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক কেউ ম্যাজেষ্টেট কেউ কেউ বড় বড় কোম্পানির মালিক । এখন আর সেই সেলিমের চা দোকানের খবর আর কেউ রাখেনা কেউ কেউ আবার কোন বন্ধুর সাথেও যোগাযোগ করে না কারণ এখন তারা সবাই বড় দরনের সনামধন্য লোক । আমি সেলিমের চা দোকানে যায় বসে বসে সেই অতিতের সময় গুলো নিয়ে আলাপ করি তার মাঝেই বন্ধুদের খোঁজে পাই ।
ঢাকা থেকে বাড়ি আসলে সেলিমের দোকানই বসে আড্ডা দেয় এক সময় বন্ধুর জন্য জীবন দিব শপত নিতাম আজ জীবন যুদ্ধে তাদের কথা মনেই নেই, আজ সেই সেলিমটা ও না আমাদের মাঝ থেকে চলে গেছে যে জায়গায় গেলে মানুষ আর কখনো ফিরে আসেনা কিন্তু তার কথা কয় জনই মনে রেখেছে । আজ সেলিমের সেই চা দোকান ঠিকই আছে নেই আমাদের বন্ধুত্বের বন্ধণ । নেই সেলিম নামের বন্ধু টা যে বন্ধুর দোকানে না গেলে আমাদের পেটের ভাত হজম হতোনা আজ সেই বন্ধু আমাদের কাছ থেকে চির জীবনের জন্য চলে যাচ্ছে কোন কোন বন্ধুর কাছে ঐ খবর টুকুও নেই । জীবন আমাদের কত কিছু কেড়ে নিয়েছে হায়রে জীবন ।
জায়গার লোকেশন : https://w3w.co/buying.tomb.ruffling
আপনার পোস্ট লিখা খুবই সুন্দর হয়েছে , তবে আপনি যে ফটোগ্রাফি পোস্ট করেছেন , আপনার ফটোগ্রাফি পোস্টের অবশ্যই লোকেশন দিতে হবে।আপনি পোস্ট এডিট করে ঠিক করুন। ধন্যবাদ আপনাকে।
হ্যা আপু ,লোকেশন দিয়ে দিয়েছি।