প্রথমে বাম হাতের নিচের কোণায় গোল করে পেচিয়ে বৃত্ত এঁকে নিলাম।তারপর চারপাশে ছোট করে ডিজাইন করলাম।


এই ধাপে নিচের দিকে পেচিয়ে আরও কয়েকটা ডিজাইন করলাম।এর উপরে আবার গোল করে এঁকে ভরাট দিলাম।


এখন বাম পাশের দিকে একটা ডিজাইন করে নিলাম।সেটাতে আবার অর্ধবৃত্তাকারে ডিজাইন করলাম। কিছু ডট দিয়ে দিলাম।


এখন বিপরীত পাশে আড়া আড়ি রেখা এঁকে নিলাম।এরপর কিছু ফুলের ডিজাইন করে নিলাম।


মাঝখানের অংশে কিছু পেচানো ডিজাইন এঁকে এটাকে ভরাট করে দিলাম।তারপর ডিজাইনটাকে আঙুলের দিকে নিয়ে গেলাম।


এখন কিছু আড়া আড়ি রেখা টেনে এবং ফুলের ডিজাইন দিয়ে আঙুলের ডিজাইনের কাজ শেষ করলাম।






সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
.png)
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
.png)
💦
💦 BRISTY 💦
💦

সিম্পলের মধ্যে ডিজাইনটি বেশ সুন্দর হয়েছে। আসলে চর্চা না থাকলে জানা কাজও সুন্দর হয় না। অনেকদিন পর মেহেদি দিলেও ডিজাইনটি বেশ ভালই এঁকেছেন।
একদম ঠিক বলেছেন আপু চর্চা না থাকার কারণে খুব ভালোভাবে করতে পারিনি।
অনেকদিন হলো আমিও হাতে মেহেদি লাগাইনি প্রায় পাঁচ বছরেরও বেশি হবে। তবে ভাবতেছি মেহেদী হাতে দিব এবার। তবে আপনার এই মেহেদি ডিজাইন টি আর্ট করার চেষ্টা করব নিজের হাতে। কেননা আপনার করা মেহেদি ডিজাইনটি আমার ভীষণ পছন্দ হয়েছে। অত্যন্ত চমৎকারভাবে ডিজাইনটি করেছেন। অবশ্যই চেষ্টা করব আপনার মেহেদি ডিজাইনটি তৈরি করার প্রসেস গুলি অনুসরণ করে নিজের হাতে ডিজাইন দেওয়ার। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা পড়ে। আপনি চেষ্টা করবেন জেনেও বেশ ভালো লাগলো ভাইয়া।
নিজ হাতের ওপরে চমৎকার মেহেদি ডিজাইন অংকন করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর লাগছে আপু। বিশেষ করে ফুলের ডিজাইনটা সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে।
মাঝে মাঝে এভাবে মেহেদি দেওয়ার চেষ্টা করব।আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ভাইয়া।
অনেক সুন্দর মেহেদি ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অংকন করা এই মেহেদির ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ধরনের ডিজাইন হাতে দিলে দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায়।
আমার আঁকা ডিজাইনটা আপনার কাছে ভালো লেগেছে শুনে আমার ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।
এইরকম সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন গুলো হাতে দিলে হাতের সৌন্দর্য বৃদ্ধি পায়।আপনার মেহেদী ডিজাইন টি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপু। আপনি দারুণ ভাবে ধাপে ধাপে পোস্ট টি শেয়ার করছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমার কাজগুলো আপনাদের ভাল লাগলে সেটাই আমি সার্থকতা আপু।
অনেকদিন পরে নিজের হাতে মেহেদী আর্ট করে সেটা আমাদের সাথে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো আপু। আসলে সময়ের সাথে সাথে ব্যস্ততাও বাড়তে থাকে তাই এসব হয়ে ওঠে না। সিম্পল মেহেদী আর্ট গুলো দেখতে আমার কাছেও ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ব্যস্ততার কারণে অনেকগুলো কাজ করা হয়ে ওঠেনা।
মেহেদির ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে আপু। আর দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে একটা সময় হাতে অনেক মেহেদি পরা হতো। এখন আর তেমন পড়াই হয় না।
ঠিক বলেছেন আপু এখন আর আগের মত সময় হয় না।
আপনি খুব সুন্দর একটা মেহেদী ডিজাইন শেয়ার করেছেন আপু। হাতের তালুতে সিম্পল মেহেদি ডিজাইনগুলো বেশ ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে মেহেদী ডিজাইন আর্ট করেছেন। ভালো লাগলো আপনার আজকের এই ডিজাইনটা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে নিজের হাতের মধ্যে একটি অসাধারণ মেহেদী ডিজাইন অ্যাপলাই করেছেন। আপনার হাতের মেহেদী ডিজাইন টি অসাধারণ হয়েছে। মেহেদী ডিজাইন টি সিম্পল হলেও অনেক বেশি সুন্দর লাগছে।সব মিলিয়ে বেশ দারুন হয়েছে মেহেদী ডিজাইন টি।
অনেক ধন্যবাদ ভাইয়া। অনেকদিন পর এই ডিজাইনটা হাতে লাগাতে পেরে বেশ ভালো লেগেছিল।