পোস্ট শিরোনাম|| হঠাৎ করে বিয়ের দাওয়াত খাওয়ার অনুভূতি:
আসসালামু আলাইকুম
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমি আজিজুল মিয়া@azizulmiah)। আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগার। ফিরে এলাম আজ আবার নতুন একটি পোস্ট নিয়ে। বন্ধুরা আজ হঠাৎ করে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার এবং খাওয়ার অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করব।
বেলা ১১:৩০ মিনিট, আমার বড় বোন আমাকে ফোন দিয়ে বলল যে তার দেবরের ছেলের জন্য মেয়ে দেখতে যাবে আমাকে সেখানে যেতে হবে। তো আমি ভাবলাম যেহেতু মেয়ে দেখতে যাবে সেহেতু বিষয়টা ততটা জরূরী নয় না গেলেও হবে। এছাড়া আমার দাঁতে প্রচন্ড ব্যথা হচ্ছিল তখন। আমি চাচ্ছিলাম যে আমি যাব না এবং এই মনোভাব নিয়েই আমি বসে আছি। আমি ভাবছিলাম যে যেহেতু আমি নিষেধ করেছি সেহেতু আর যেতে হবে না কিন্তু আমি যখন দুপুরে ভাত খাওয়ার জন্য হাত ধুয়ে খেতে বসব এমন সময় আমার বড় দুলাভাই এসে আমাকে ডাকতে লাগলো, বড় দুলাভাই ডাক শুনে আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম কারণ আমি তো বলেই দিয়েছিলাম যে আমি যাব না।
Copyright free image Source:pixels
কিন্তু বড় দুলাভাইকে আমি আর নিষেধ করতে পারেনি, তাই তড়িঘড়ি করে একটা পাঞ্জাবি আয়রন করে, প্যান্ট পড়ে পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে গেলাম এবং এতটা তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম, আমি আমার স্মার্ট ফোনটাও নিতে ভুলে গেছি যার কারণে ছবি তুলে রাখা সম্ভব হয়নি। যেহেতু পাত্রীর বাড়ি আমার বাড়ি থেকে মাত্র তিন থেকে চার মিনিটের পথ , তাই যেতে দেরি হলো না গিয়ে দেখলাম মোটামুটি ২০ থেকে ২৫ জনের একটা আয়োজন ।
প্যান্ডেল ও সাজানো হয়েছে তো আমি মনে মনে ভাবলাম এসে মনে হয় খারাপ হয়নি ভালোই হয়েছে ।আমরা যেতে যেতে সবাই প্রায় খেতে বসে গেছে । তারপরে আমরা গিয়ে খেতে বসলাম । খাবারের আইটেমও ছিল মোটামুটি ভালো ।চার রকমের মাছ ছিল মুরগির রোস্ট, খাসি এবং সাথে গরুর গোস্ত ছিল সাথে মিষ্টি দধি বা অন্যান্য খাবার তো ছিলই। আলহামদুলিল্লাহ পেট ভরেই খেলাম। খাওয়ার পরে আমরা সবাই গিয়ে ভিতরে বসলাম এরপরে কাজী এসে কাবিন করালো ।
আপু আমাকে এই কথাটা বলে নাই যার জন্য আমি খুব একটা আগ্রহ দেখায়নি নিয আসার জন্য। খাওয়ার পরে মনে হল যে দাওয়াতে এসে আলহামদুলিল্লাহ ভালোই হলো ।আরেকটা জিনিস আসলে মানুষের যেখানে আছে আল্লাহ তার খাবারের ব্যবস্থা সেখানেই করবেন না হলে খেতে বসব এমন সময় এসে দুলাভাই আমাকে ডাকবে কেন আর আমি না চলে আসবো কেন। যেখানে আমি টোটালি বড় আপুকে নিষেধ করে দিয়েছিলাম ।
এখানে আমার যাবার কোন কথাই ছিল না, আসলে আল্লাহ যা চান তা থেকে কেউ এড়িয়ে দূরে থাকতে পারে না। কিন্তু দাওয়াত খেয়ে আসার পরে আমার দাঁতের ব্যথা আবার বাড়তে থাকলো এবং রাতে আমার আবার ওষুধ খেতে হয়েছিল দাঁতের ব্যথার জন্য।
বন্ধুরা এই ছিল আমার আজকের পোস্ট আশা করি সবার কাছে পোস্টটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন ।ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম।

আমার বাংলা ব্লগের নেটিভ টোকেন $PUSS আপনি এখনো কিনেন নাই এটা সত্যি দুঃখজনক, এই পর্যন্ত অনেকগুলো এই সংক্রান্ত ঘোষনা দেয়া হয়েছে কমিউনিটিতে, সেগুলো দেখার অনুরোধ করা হলো।
ওকে ভাইয়া, আমি কিনে নিব।
ভাইয়া এই মুহূর্তে আমার স্টিম আছে ৪৩ কিন্তু ৫০০০ puss কিনতে আমার প্রয়োজন ২৩১ স্টিম। হিরোইজমকে ডেলিকেট করা আছে ৪৫২ স্টিম, ডেলিগেট ক্যানসেল করে কয়েকদিন পরে যদি puss কিনি তাহলে কি সমস্যা হবে। ৫০০০ puss কিনতে যে আমার এত স্টিম লাগবে আমি জানতাম না ভাইয়া।
কমিউনিটিতে আমরা যখন এ বিষয়ে ঘোষণা দেই তখন ৫হাজার পুশ এর দাম ছিলো মাত্র ১০ স্টিম, কিন্তু আপনি সময় মতো না কেনার কারনে এখন বেশী দাম দিয়ে কিনতে হবে। কিছুই করার নেই।